‘ফাইনালে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৪৫০ রান করবে, ভারত অলআউট হবে ৬৫ রানে’
এবারের বিশ্বকাপে একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে ভারত। অন্যদিকে আগামীকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া প্রথম রাউন্ডে ৯ ম্যাচের ৭টি জিতলেও মোটামুটি ধুঁকেছে।
সব মিলিয়ে ফাইনালে ভারতকেই ফেবারিট মনে করছেন বেশির ভাগ মানুষ। কেউ কেউ বলছেন, ফাইনালে অস্ট্রেলিয়াকে সহজেই হারাবে ভারত। যেভাবে তারা প্রথম পর্বের ৯ ম্যাচ আর সেমিফাইনালের প্রতিপক্ষদের হারিয়েছে। অনেকেই আবার বলছেন, ফাইনালে হবে হাড্ডাহাড্ডি লড়াই।
প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও সহজ জয় পেয়েছিল ভারত। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার ১৯৯ রানের পেছনে ছুটতে গিয়ে ২ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। তবে শেষ পর্যন্ত তারা ম্যাচটি জিতেছে ৫২ বল হাতে রেখে ৬ উইকেটে।
ফাইনালে নাকি এর চেয়েও একপেশে ম্যাচ হতে চলেছে! সেটাও আবার অস্ট্রেলিয়ার পক্ষে। এমন ভবিষ্যদ্বাণী করেছেন খোদ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শ, তা–ও আবার আজ থেকে ৬ মাস আগে। ব্যাট হাতে দুটি শতকসহ ৫৩.২৫ গড়ে ৪২৬ রানের পাশাপাশি বল হাতে ২ উইকেট নেওয়া এই অলরাউন্ডারের সেই ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘ভাইরাল’ও হয়ে গেছে।
কী ছিল সেই ভবিষ্যদ্বাণী? আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের পডকাস্টে মার্শ বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া অপরাজিত ভারতকে হারাবে। ফাইনালে অস্ট্রেলিয়া ৪৫০/২, ভারত ৬৫ রানে অলআউট হবে।’
৬ মাস আগে করা মার্শের ভবিষ্যদ্বাণীর প্রথম অংশটা ঠিক হয়েছে—ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া ও ভারত। এখন দেখা যাক, তাঁর ভবিষ্যদ্বাণীর দ্বিতীয় অংশটা সত্য হয় কি না!