- বৃষ্টি ভাসিয়ে নিল আনুষ্ঠানিকতার ম্যাচ
- বেড়েছে বৃষ্টির তোড়
- পিন্ডির আবহাওয়া নিয়ে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন...
- টস হতে দেরি
- বৃষ্টি!
- স্বাগতম
বৃষ্টি ভাসিয়ে নিল আনুষ্ঠানিকতার ম্যাচ
শেষ পর্যন্ত বৃষ্টিই জিতল। বাংলাদেশ–পাকিস্তানের নিয়মরক্ষার ম্যাচে টসও হতে দিল না রাওয়ালপিন্ডির ঝুম বৃষ্টি। পয়েন্ট ভাগাভাগি করল দুই দল। যদিও এই পয়েন্ট ভাগাভাগিতে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় কোনো প্রভাবই ফেলতে পারছে না। আগের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হেরে যাওয়ায় এই গ্রুপ থেকে দুই সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গিয়েছিল। একই সঙ্গে পাকিস্তানকে নিয়ে ছিটকে যায় বাংলাদেশ। আগামী রোববার সেমিফাইনালে উঠে যাওয়া ভারত–নিউজিল্যান্ডের ম্যাচটি গ্রুপসেরা হওয়ার লড়াই।
বেড়েছে বৃষ্টির তোড়
টস এখনো হয়নি, আদৌ হবে কি না কে জানে! রাওয়ালপিন্ডিতে বৃষ্টির তোড় আরও বেড়েছে। টুর্নামেন্ট কাভার করতে যাওয়া প্রথম আলোর প্রতিনিধি তারেক মাহমুদ রাওয়ালপিন্ডি থেকে জানিয়েছেন, এই মুহূর্তে এত বৃষ্টি হচ্ছে যে খেলা হওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করেন না তিনি।
এই ঝুম বৃষ্টির মধ্যেও মাঠে অনেক দর্শক এসেছে বলেও জানিয়েছেন তারেক মাহমুদ। গ্যালারিতে ছাতা মাথায় দিয়েও নিজেদের বৃষ্টি থেকে রক্ষা করতে পারছেন না তাঁরা।
পিন্ডির আবহাওয়া নিয়ে ভবিষ্যদ্বাণী করা খুব কঠিন...
পাকিস্তানের সহকারী কোচ আজহার মেহমুদ রাওয়ালপিন্ডির আবহাওয়া নিয়ে বলেছেন, ‘পিন্ডির আবহাওয়া নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারব না। দেখে ভালো মনে হচ্ছে না। কে জানে হয়তো খেলা হতেও পারে।’
টস হতে দেরি
ম্যাচ শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় দুপুর ৩টায়। সে অনুযায়ী দুপুর ২টা ৩০ মিনিটে টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে টস দেরিতে হবে।
বৃষ্টি!
প্রথম আলোর প্রতিনিধি তারেক মাহমুদ ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে জানিয়েছেন, গতকাল রাতে বৃষ্টি হয়েছে। সকালে একটু থামলেও আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। এখন বৃষ্টি হচ্ছে। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থাও অতটা ভালো না। খেলা হওয়ার সুযোগ খুব কম।
স্বাগতম
রাওয়ালপিন্ডিতে আজ চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি পাকিস্তান ও বাংলাদেশ।
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের। আজকের ম্যাচটি তাই নিয়মরক্ষার।
কিন্তু নিয়মরক্ষার এ ম্যাচেও বাধ সাধতে পারে প্রকৃতি। ম্যাচে বৃষ্টির শঙ্কা আছে বলে রাওয়ালপিন্ডি থেকে জানিয়েছেন প্রথম আলোর প্রতিনিধি তারেক মাহমুদ। আবহাওয়ার পূর্বাভাসও এমনই।
চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের কাছে ৬ উইকেট ও নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।
পাকিস্তান নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হারের পর ভারতের কাছে হেরেছে ৬ উইকেটে।