চোটের কারণে যশপ্রীত বুমরা ছিটকে পড়েছেন বিশ্বকাপ দল থেকে।করোনাভাইরাসের অসুস্থতা কাটিয়ে তাঁর জায়গায় দলে এসেছেন আরেক ফাস্ট বোলার মোহাম্মদ শামি। কে জানে, ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে শামি খেলতে পারবেন কি না। তাহলে এ ম্যাচে কেমন হতে পারে ভারতের একাদশ?
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এমনিতে দুই দলের খেলোয়াড়েরাই বারবার বলে যাচ্ছেন, এটা শুধুই আরেকটা ক্রিকেট ম্যাচ। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল মাঠে নামলে কি এ ম্যাচে বাড়তি শিহরণ বোধ করেন না বাবর আজম-রোহিত শর্মারা!
সেটা করেন বলেই হয়তো এ ম্যাচ নিয়ে বাড়তি সচেতন দুই দলের অধিনায়ক। বিশেষ করে এ ম্যাচ নিয়ে রোহিতের সচেতনতা অনেক বেশিই বলতে হবে। ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশ যে এর মধ্যেই ঠিক করে ফেলেছেন রোহিত।
ম্যাচটি ভারতের জন্য অনেকটাই প্রতিশোধ নেওয়ার। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে যে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরে গিয়েছিল ভারত। এশিয়া কাপের প্রথম পর্বে অবশ্য পাকিস্তানকে হারিয়েছিল রোহিতের দল। তবে সুপার ফোরে আবার বাবর আজমদের কাছে হেরে যায় তাঁর দল।
প্রতিশোধের ম্যাচ বলেই হয়তো রোহিত পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে আগেই ভেবে রেখেছেন, ‘আমি আগে যেমন বলেছি, আবারও বলছি, চোট খেলারই অংশ। এর জন্য আপনি হতাশ হতে পারবেন না। আপনি কী করতে পারেন, তা নিয়েই ভাবতে হবে।’
রোহিত এরপর পাকিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশ নিয়ে বলেছেন, ‘২৩ অক্টোবরের ম্যাচ নিয়ে আমরা ভালোভাবেই নিজেদের তৈরি করব। সেই ম্যাচে কে কে খেলবে, তা দলের সবাই জানে। আমি শেষ মিনিটের সিদ্ধান্তে বিশ্বাসী নই।’
শামির ফিটনেস নিয়েও কথা বলেছেন রোহিত, ‘কোভিডে আক্রান্ত হওয়ার পর সে তার বাড়িতেই ছিল। এরপর সে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে যায়। সেখানে সে কঠিন পরিশ্রম করেছে। এখন সে ব্রিসবেনে আছে। দল ব্রিসবেনে পৌঁছানোর পর সে সবার সঙ্গে অনুশীলন করবে। শামি নিজে ইতিবাচক আছে। সে ভালোভাবেই সেরে উঠেছে।’
এ সময়ে দুর্দান্ত ছন্দে থাকা সূর্যকুমার যাদবকে নিয়েও কথা বলেছেন ভারতের অধিনায়ক, ‘আশা করছি সূর্য এভাবেই ব্যাট করে যেতে পারবে। সে আত্মবিশ্বাসী এক খেলোয়াড়। আশা করছি সে এক্স-ফ্যাক্টর হবে।’