আইপিএলে কি ফিক্সিং হয়? লক্ষ্ণৌর মালিক বললেন, ‘অসম্ভব’
ক্রিকেটের মহোৎসবই বলতে পারেন আইপিএলকে। শত শত তারকা ক্রিকেটারের মেলা বসে টুর্নামেন্টজুড়ে। ক্রিকেটের এই মহোৎসব ঘিরে একটি অন্য রকম প্রশ্নেরও মুখোমুখি মাঝেমধ্যে হতে হয় ভারতের ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিদের। প্রশ্নটা ফিক্সিং নিয়ে—আইপিএলে কি ফিক্সিং হয়?
সম্প্রতি এক পডকাস্টে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে। এ ধরনের ক্ষেত্রে একজন ফ্র্যাঞ্চাইজিমালিক হিসেবে গোয়েঙ্কার উত্তর যেমন হওয়ার কথা, তেমনই হয়েছে। আইপিএলে ফিক্সিং হয় না বলেই জবাব দিয়েছেন লক্ষ্ণৌ মালিক। তবে গোয়েঙ্কা শুধু ‘ফিক্সিং হয় না’-ই বলেননি, আইপিএলে ফিক্সিং ‘অসম্ভব’ বলেও মন্তব্য করেছেন।
আইপিএলে ফিক্সিংয়ের কালো ছায়ার ইতিহাস আছে। ২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে দুই বছরের জন্য নিষিদ্ধও করেছিল ভারতের উচ্চ আদালত কর্তৃক গঠিত আরএম লোধা কমিটি। এরপর অবশ্য এমন কিছু আর পাওয়া যায়নি।
দ্য রনভীর শো (টিআরএস) নামে একটি পডকাস্টে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে ফিক্সিং নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন, ‘এটা (ফিক্সিং) হতেই পারে না। এটা ভাবাও অসম্ভব। এটা কোনোভাবেই সম্ভব নয়। অন্তত আইপিএলে আদৌ এটা সম্ভব নয়। আর আইপিএলে যদি এটা না হয়, তাহলে কোনো টুর্নামেন্টেই হয় না।’
আরপিএসজি গ্রুপের চেয়ারম্যান এরপর যোগ করেন, ‘বিষয়টি ভালোভাবে সামলানোর জন্য আমি জয় শাহ আর বিসিসিআইকে অনেক কৃতিত্ব দেব। বাকি দলগুলোর তুলনায় ভারতকে জয়ের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারার কারণে তাদের জন্য প্রশংসা থাকল।’
আইপিএলের ১৮তম আসর শুরু হবে ২০২৫ সালের ১৪ মার্চ, চলবে ২৫ মে পর্যন্ত।