২০০৬ সালের ২৮ নভেম্বর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক বাংলাদেশের। খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচেই অভিষেক সাকিব আল হাসানেরও। সেই সাকিব আজ খেলছেন ১০০তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের পর বাংলাদেশের তৃতীয় খেলোয়াড় হিসেবে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছেন সাকিব।
সব দেশ মিলিয়ে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ১৫তম খেলোয়াড় সাকিব। ২০১৮ সালে ২ জুলাই প্রথম খেলোয়াড় হিসেবে শততম আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেন পাকিস্তানের শোয়েব মালিক।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ ম্যাচের ক্লাবে এত দিন সবচেয়ে বেশি সদস্য ছিল আয়ারল্যান্ডের। দলটির তিন খেলোয়াড় পল স্টার্লিং, কেভিন ও’ব্রায়েন ও জর্জ ডকরেল খেলেছেন ১০০-র বেশি ম্যাচ। আইরিশদের রেকর্ড আজ ছুঁয়ে ফেলল বাংলাদেশ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা রোহিত শর্মার। ভারত অধিনায়ক খেলেছেন ১৩৩টি ম্যাচ। ‘১০০’ ক্লাবের প্রথম সদস্য শোয়েব মালিক ১২৪ ম্যাচ নিয়ে আছেন দুইয়ে।
সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি
এই ১৫ জনের মধ্যে রস টেলর ও বিরাট কোহলি তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটেই ১০০ ম্যাচ খেলেছেন। কোহলি নিউজিল্যান্ডের টেলরকে ছুঁয়েছেন এবারের এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচে।