বাংলাদেশ–পাকিস্তান রাওয়ালপিন্ডি টেস্টে বৃষ্টির চোখরাঙানি

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ–পাকিস্তান প্রথম টেস্টের পাঁচদিনেই আছে বৃষ্টির পূর্বাভাসএএফপি

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে এরই মধ্যে সেখানে পৌঁছে গেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম টেস্টটি শুরু হওয়ার কথা ২১ আগস্ট, রাওয়ালপিন্ডিতে। আর করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট। কিন্তু সিরিজের প্রথম টেস্টে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তরের খবর, রাওয়ালপিন্ডিতে ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত বৃষ্টি হতে পারে। যার মানে, টেস্টের পাঁচ দিনেই থাকবে বৃষ্টি। বৃষ্টির কারণে ভেন্যু তৈরি করতেও সমস্যা হবে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিকেট পাকিস্তানের এক সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার খবর দিয়েছে, রাওয়ালপিন্ডিতে কোন পিচে খেলা হবে, সেটা এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে দুই দলই তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং বৈরী আবহাওয়ার পূর্বাভাস থাকলেও ম্যাচটি হবে বলে আশা করছে।

আরও পড়ুন

বাংলাদেশ–পাকিস্তান সিরিজের ম্যাচ দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ২০২৩ থেকে ২০২৫ মৌসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচ খেলে ১ জয় পেয়েছে, বাকি তিনটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে থাকা বাংলাদেশের পয়েন্টের শতকরা হার ২৫।

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান খেলেছে ৫টি ম্যাচ। এই ৫ ম্যাচের দুটিতে জিতেছে তারা, হেরেছে ৩টি। ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের পয়েন্টের শতকরা হার ৩৬.৭। ৭৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে ভারত, ৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। ভারতের পয়েন্টের শতকরা হার ৬৮.৫ এবং অস্ট্রেলিয়ার তা ৬২.৫।

আরও পড়ুন