ইংল্যান্ড সিরিজ নিয়ে সাবেকদের ভবিষ্যদ্বাণী কী

ওয়ানডে ও টি–টোয়েন্টিতে বাংলাদেশের পরীক্ষা নিতে এসেছে ইংল্যান্ড। নাকি উল্টো তারাই পরীক্ষার মধ্যে পড়ে যাবে বাংলাদেশের মাটিতে! জাতীয় দলের সাবেক চার ক্রিকেটার সেই প্রশ্নেরই উত্তর খুঁজেছেন

বাংলাদেশের ইংলিশ পরীক্ষার আগে অনেক প্রশ্নের উত্তর খুঁজেছেন জাতীয় দলের সাবেক চার ক্রিকেটারছবি : সংগৃহীত

ফিটনেসটাও হবে গুরুত্বপূর্ণ

বাংলাদেশের সাবেক অধিনায়ক রকিবুল হাসান
ফাইল ছবি

ওয়ানডেতে আমার ভবিষ্যদ্বাণী, বাংলাদেশ ২-১ জিতবে। টি-টোয়েন্টিতে হতে পারে উল্টো। হাথুরুসিংহের মতো আমিও হোম কন্ডিশনের সুবিধা নেওয়ার পক্ষে। তবে এখন আমাদের একঝাঁক দুর্দান্ত পেসারও আছে। আদিল রশিদের লেগ স্পিন আমাদের জন্য যে রকম সমস্যা, সে রকম আবার সমস্যাও নয়। কারণ, আমাদের দলে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান আছে। ইংল্যান্ডকে হারাতে ফিটনেসটাও খুব গুরুত্বপূর্ণ হবে। ওরা আক্রমণাত্মক ক্রিকেট খেলবে। সেই আক্রমণ সামলাতে আমাদের বোলারদের যেমন ভালো বোলিং করতে হবে, তেমনি ফিল্ডিংও ভালো হতে হবে।

চাই বিপিএলের মতো উইকেট

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচের অধিনায়ক গাজী আশরাফ হোসেন
ফাইল ছবি

টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের সম্ভাবনার পাল্লা ভারী হলেও ওয়ানডেতে আমি বাংলাদেশের ২-১ জয়ই আশা করছি। তবে উইকেট যদি বিপিএলের মতো থাকে। আমরা যদি ইংল্যান্ডকে হারাতে ২২০ বা তার চেয়ে কম রানের উইকেট বানাতে যাই, তাহলে কিন্তু আমাদের ব্যাটসম্যানদের কাজটাও কঠিন হয়ে পড়বে। এর চেয়ে স্পোর্টিং উইকেট বানানোই ভালো। সে রকম উইকেটে আগে ব্যাট করলে ঢাকার দুই ম্যাচেই বাংলাদেশ জিততে পারে। আর সিরিজ জিততে সেটা জরুরি, কারণ চট্টগ্রামের উইকেটে আমাদের জয় পাওয়া সহজ হবে না।

ইংল্যান্ড, সাবধান!

বাংলাদেশের সাবেক ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার আতহার আলী খান
ফাইল ছবি

ওয়ানডে সিরিজ নিয়ে আমি বলে দিচ্ছি, আমরা জিতব। দেখবেন, এটাই হবে। আমি জোর দিয়ে বলছি, কারণ আমাদের অধিনায়ক তামিম ইকবাল দলে ফিরে এসেছে। কাজেই ইংল্যান্ড সাবধান! আমি জানি, ইংল্যান্ডের আসল দল না এলেও যাঁরা এসেছেন, তাঁদের নিয়েও দলটা দুর্দান্ত। কিন্তু ঘরের মাঠের ওয়ানডেতে এখন আমরাই এগিয়ে। হ্যাঁ, টি-টোয়েন্টি খেলাটা আমরা এখনো শিখছি। ওখানে ইংল্যান্ডই এগিয়ে। তবে আমরা যদি ওয়ানডে সিরিজটা জিতে যাই, সেই আত্মবিশ্বাস থেকে টি-টোয়েন্টিতে অঘটন ঘটলেও অবাক হব না।

ওয়ানডেতে এগিয়ে বাংলাদেশ

বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ
ফাইল ছবি

ওয়ানডে সিরিজে বাংলাদেশেরই জোর সম্ভাবনা দেখি। আমার ভবিষ্যদ্বাণী বাংলাদেশের পক্ষে ২-১। আমার ধারণা, বিপিএলের মতো উইকেট হবে না। আমরা ঘরের মাঠের সুবিধা নিতে চাইব এবং সেটা অন্যায়ও নয়। বিশেষ করে মিরপুরের উইকেটে সেই সুবিধা আমাদের জন্য অনেক বড় ব্যাপার হবে। মিরপুরের দুটি ওয়ানডেতেই বাংলাদেশ জিততে পারে। চট্টগ্রামের উইকেটে ইংল্যান্ডের সম্ভাবনা বেশি। টি-টোয়েন্টিতে ইংল্যান্ড এমনিতেই এগিয়ে। তা ছাড়া বিপিএলে আমাদের ব্যাটসম্যানরা যে মানের বোলারদের খেলেছে, ইংল্যান্ডের এই দলের বোলাররা তার চেয়ে অনেক ভালো।