অসদাচরণের জন্য জয়সোয়ালকে মাঠ থেকে বের করে দিলেন অধিনায়ক রাহানে
এক ম্যাচে দুই ঘটনায় খবরের শিরোনাম হলেন যশস্বী জয়সোয়াল। প্রথমে ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি করেছেন। দলকে জিতিয়ে ম্যাচসেরাও হয়েছেন। আবার একই ম্যাচে অসদাচরণের দায়ে মাঠ থেকে বের হয়েও যেতে হয়েছে তাঁকে। আজ রোববার দুলীপ ট্রফির ফাইনালে ঘটেছে এমন ঘটনা।
এ ম্যাচে পশ্চিমাঞ্চলের হয়ে খেলছিলেন রাহানে এবং জয়সোয়াল। দক্ষিণাঞ্চলের ব্যাটসম্যান রবি তেজাকে ক্রিজে আসার পর থেকেই উত্ত্যক্ত করতে থাকেন। রবি তেজা আম্পায়ারের কাছে অভিযোগ করেন। এ ঘটনায় জয়সোয়ালকে প্রথমে সতর্ক করেন আম্পায়ার। পশ্চিমাঞ্চলের অধিনায়ক রাহানে তেজার সঙ্গে কথা বললে পরিস্থিতি স্বাভাবিকও হয়ে যায়।
তবে জয়সোয়ালকে সতর্ক করা হলেও তিনি শোনেননি। ৫৭তম ওভারে আবারও তেজাকে কটূক্তি করেন তিনি, যা ভালোভাবে নেননি মাঠের আম্পায়ার ও অধিনায়ক রাহানে। যে কারণে রাহানে মাঠ থেকে জয়সোয়ালকে বের হয়ে যেতে বলেন।
জয়সোয়াল মাঠের বাইরে থাকেন ৭ ওভার। এ সময়ে কোনো অতিরিক্ত ফিল্ডারও নামায়নি পশ্চিমাঞ্চল। এ ঘটনায় ম্যাচ শেষে অধিনায়ক রাহানে বলেছেন, ‘আমি বিশ্বাস করি, সব সময়ই প্রতিপক্ষ, আম্পায়ার, ম্যাচ অফিশিয়ালদের সম্মান করা উচিত। মাঠের এমন বিশেষ ঘটনা আপনাকে বিশেষভাবেই সামলাতে হবে।’
মাঠে এমন কাণ্ড ঘটালেও ২৬৫ রানের ইনিংস খেলে ফাইনালে ম্যাচসেরা হয়েছেন জয়সোয়াল। তাঁর ডাবল সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চলকে ২৯৪ রানে হারিয়েছে পশ্চিমাঞ্চল। পশ্চিমাঞ্চল প্রথম ইনিংসে রান করেছিল ২৭০। এর জবাবে প্রথম ইনিংসে ৩২৭ রান করে দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ৫৮৫ রানের পাহাড় গড়ে পশ্চিমাঞ্চল। ম্যাচ জিততে দক্ষিণাঞ্চলকে ৫২৯ রানের টার্গেট দেয়। ৫২৯ রানের টার্গেটে দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসে করে মাত্র ২৩৪ রান।