২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মাঠে নামলে সাকিবের ‘অন্য চিন্তা থাকে না’

সাকিবের সঙ্গে নাজমূলের সম্পর্কটা গুরু-শিষ্যেরএএফপি

নাজমূল আবেদীনের অনেক পরিচয়; কোচ, ক্রিকেট বিশ্লেষক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রিকেট ব্যক্তিত্ব। সম্প্রতি তিনি হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকও। তবে বাংলাদেশ দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের সঙ্গে নাজমূল আবেদীনের সম্পর্কটা গুরু–শিষ্যের।

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের প্রথম টেস্টের সময়ও ব্যাটিং-বোলিংয়ের খুঁটিনাটি নিয়ে সাকিবের সঙ্গে কথা হয়েছে তাঁর। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নাজমূল আবেদীন বলেন, ‘আমার তো দুটি রোল (ভূমিকা) আছে ওর সঙ্গে। আমি বোর্ডের পক্ষ থেকে তার সঙ্গে কোনো কথা বলিনি। ওর মেন্টর হিসেবে, কোচ হিসেবে কথা বলেছি। ওর পারফরম্যান্স নিয়ে কথা বলেছি। সেটার সঙ্গে বোর্ডের কোনো সম্পর্ক নেই। সে কীভাবে, কী করলে ভালো করতে পারবে, এসব নিয়ে আলোচনা করেছি।’

আরও পড়ুন

ফর্মহীনতায় ভুগতে থাকা সাকিবের রাওয়ালপিন্ডি টেস্টের বোলিং নিয়ে নাজমূল আবেদীনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘আমরা দেখেছি যে সে যখন বাঁহাতিদের বিপক্ষে বোলিং করে, সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু কালকে সেটা দেখিনি। একজন আদর্শ টেস্ট বোলার যেভাবে বোলিং করে, সে সেভাবেই বোলিং করেছে। বোলিং করার সময় সে নিজের ওপর আস্থা নিয়েই বোলিং করে। ডানহাতি-বাহাতি সব ধরনের অবস্থায় যখনই বল তাকে দেওয়া হচ্ছে, উইকেট নেওয়ার জন্য সে বোলিং করেছে।’

বিসিবির পরিচালক নাজমূল আবেদীন
প্রথম আলো

শুধু নিজের বোলিং নয়, সতীর্থদের সঙ্গেও সাকিবের অভিজ্ঞতা ভাগাভাগির বিষয়টি চোখে পড়েছে নাজমূল আবেদীনের, ‘অন্যদের সঙ্গেও আলাপ করছে, মিরাজকেও মাঝেমধ্যে পরামর্শ দিচ্ছে। টোটাল ইনভলবমেন্ট ছিল। আমার মনে হয়, সে নিজেও উপভোগ করেছে। বোলিং নিয়ে তার মধ্যে অসন্তুষ্টি ছিল, সেটা চলে গেছে। আত্মবিশ্বাস চলে এসেছে। এটা ওর পরবর্তীতে কাজে লাগবে।’

আরও পড়ুন

সাকিবের প্রসঙ্গে অন্য আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘যেকোনো অ্যাথলেট হোক, যেকোনো দেশেরই হোক, তারা যখন পারফর্ম করতে মাঠে নামে, আমার মনে হয় না, তারা নেগেটিভ প্যাকেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে। ওভাবেই তারা নিজেদের তৈরি করে। যেন অন্য কোনো চিন্তা আদৌ না আসে।’

আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১০ উইকেটের জয়ের দিনে সাকিবকেও তেমনই মনে হয়েছে নাজমূল আবেদীনের, ‘তার ক্ষেত্রেও সেটাই হয়, ওর অন্য কোনো চিন্তা থাকে না, ও শুধু ব্যাটারকে নিয়েই চিন্তা করে। বল কোথায় করবে, কীভাবে করবে। অন্য কোনো সময় আসতে পারে চিন্তা, তবে বল করার সময় চিন্তা আসে না। এটাই ওকে অন্যদের থেকে আলাদা করে। অন্যদের আমরা দেখেছি, বিভিন্ন ঘটনা, সমালোচনা তাদেরকে ন্যাচারাল খেলা খেলতে দেয় না। কিন্তু সাকিবের ক্ষেত্রে সেটা ঠিক নয়।’