ভারত-পাকিস্তান: দ্বিতীয় পর্ব
প্রথম দেখায় পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সুপার ফোরে আবার মুখোমুখি দুই দল। দুবাইয়ে এশিয়া কাপে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে প্রথম আলোর সরাসরি আপডেটে আপনাকে স্বাগত!
টস
টসে জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ম্যাচের পরের ভাগে শিশিরের প্রভাব থাকতে পারে বলে এমন সিদ্ধান্ত তাঁর। ভারত অধিনায়ক রোহিত শর্মাও টসে জিতলে ফিল্ডিং করতেন বলে জানিয়েছেন।
দাহানির বদলে হাসনাইন
চোটের কারণে এ ম্যাচ থেকে আগেই ছিটকে গেছেন পেসার শাহনেওয়াজ দাহানি। তাঁর জায়গায় খেলানো হচ্ছে মোহাম্মদ হাসনাইনকে।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নেওয়াজ, হারিস রউফ, নাসিম শাহ, মোহাম্মদ হাসনাইন।
ভারত দলে তিন পরিবর্তন
রবীন্দ্র জাদেজার শুধু এশিয়া কাপ নয়, শেষ হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপও। জাদেজা ছাড়াও আরও দুটি পরিবর্তন নিয়ে নামছে ভারত। হংকং ম্যাচে বিশ্রামে থাকা হার্দিক পান্ডিয়া ফিরেছেন। খেলানো হচ্ছে দীপক হুদা ও রবি বিষ্ণয়কেও। বাদ পড়েছেন দীনেশ কার্তিক, নেই আবেশ খানও।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, দীপক হুদা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণয়, আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল।
টুর্নামেন্ট নাকি ভারত পাকিস্তান সিরিজ?
দুবাই থেকে মোহাম্মদ জুবাইর
এনবিএর ‘বেস্ট অব ফাইভ’, ‘বেস্ট অব সেভেন’ সিরিজের কথা হয়তো শুনেছেন। যুক্তরাষ্ট্রের এই বাস্কেটবল লিগের শিরোপা নির্ধারণ হয় কখনো ৫ ম্যাচের সিরিজে, কখনো ৭ ম্যাচের সিরিজে। এবারের এশিয়া কাপকেও বলা হচ্ছে ভারত-পাকিস্তানের ‘বেস্ট অব থ্রি’ সিরিজ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূচিটাই এমনভাবে করেছে, যেন দুই চিরপ্রতিদ্বন্দ্বী গ্রুপ পর্বের পর সুপার ফোরেও মুখোমুখি হয়। এরপর দুই দলের ভাগ্য ভালো থাকলে আবার দেখা হতে পারে ফাইনালেও। সব মিলিয়ে এবারের এশিয়া কাপটাই যেন হয়ে উঠেছে ভারত-পাকিস্তান তিন ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ।
নাসিমকে চার-ছক্কা রোহিতের
প্রথমে কাভারের ওপর দিয়ে চার, এরপর মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা—রোহিত শর্মা চড়াও হয়েছেন নাসিম শাহর ওপর। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ আটটি টি-টোয়েন্টি ইনিংসের মধ্যে তিনবারই প্রথম ২ বলের মধ্যে আউট হয়েছিলেন রোহিত, তবে এবার শুরুটা ভিন্ন হলো তাঁর।
প্রথম ওভারে সুইং বা মুভমেন্ট পাননি নাসিম, উঠেছে ১১ রান।
আক্রমণাত্মক রোহিত
মোহাম্মদ হাসনাইনের ঘণ্টায় ১৪৬ কিলোমিটার গতির বলে পরাস্ত হয়েছিলেন রোহিত, এরপর মিড অফের ইনফিল্ড ক্লিয়ার করে মেরেছেন চার। তুলে মেরেছেন রাহুলও, তবে রোহিতের মতো টাইমিং করতে পারেননি। হাসনাইনের প্রথম ওভারে এসেছে ৯ রান। ২ ওভারে ২০ রান নিয়ে ভালো শুরু ভারতের।
রাহুলের দুই ছক্কা
ঘণ্টায় ১১৮ কিলোমিটার গতির স্লোয়ার—এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছয়। ঘণ্টায় ১৪৩ কিলোমিটার গতির বল—ওই ছক্কা গিয়ে লেগেছে সাইটস্ক্রিনে।
লোকেশ রাহুলের ফর্ম আলোচনায় আছে, সেটিরই যেন জবাব দিচ্ছেন তিনি। রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণাত্মক থাকলেও রাহুল চুপচাপ ছিলেন, এবার চড়াও হলেন তিনিও। রাহুলের মারা দুই ছক্কায় তৃতীয় ওভারে উঠেছে ১৪ রান।
ভারতের ৫০
হারিস রউফের ওপরও চড়াও হয়েছেন রোহিত, চারের পর শর্ট বল আগেভাগেই পড়ে ফেলে মেরেছেন ছক্কা। পঞ্চম ওভারে মোহাম্মদ নেওয়াজকে এনেছেন বাবর। তাঁকে চার মেরে ৪.২ ওভারে ভারতের ৫০ পূর্ণ করে ফেলেছেন রাহুল।
নেওয়াজ প্রথম ওভারে দিয়েছেন ৮ রান, ৫ ওভারে ভারত ৫৪/০।
রোহিতকে ফিরিয়ে ব্রেকথ্রু দিলেন রউফ
আরেকটু হলেই সংঘর্ষ হয়ে যেত খুশদিল শাহ ও ফখর জামানের। হারিস রউফের বলে রোহিত শর্মার টপ এজে ওঠা ক্যাচ নিতে গিয়েছিলেন দুজনই। ফখর হাতও বাড়িয়েছিলেন, তবে সেটি গলে বল আশ্রয় নিয়েছে খুশদিলের হাতে। অক্ষত আছেন দুজন, ফিরতে হয়েছে ভারত অধিনায়ককে। ১৬ বলে ২৮ রান করে ফিরেছেন তিনি, ভারত প্রথম উইকেট হারিয়েছে ষষ্ঠ ওভারে, ৫৪ রানে।
পাওয়ারপ্লে: পাকিস্তানের বিপক্ষে ভারতের রেকর্ড স্কোর
২০১২ সালে আহমেদাবাদে পাওয়ারপ্লেতে ভারত তুলেছিল ৪৮ রান, এতদিন পাকিস্তানের বিপক্ষে প্রথম ৬ ওভারে সর্বোচ্চ স্কোর ছিল সেটিই। ভারত আজ প্রথম ৫ ওভারে তুলল ৬১ রান। এবারের এশিয়া কাপে পাওয়ারপ্লেতে অবশ্য এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর, শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচে আফগানিস্তান তুলেছিল ৮৩ রান।
রাহুলকে ফেরালেন শাদাব
নিজের প্রথম ওভার করতে এসেই ব্রেকথ্রু দিলেন শাদাব খান। স্লটে পেয়েছিলেন ভেবে তুলে মেরেছিলেন রাহুল, তবে টাইমিং করতে পারেননি ঠিকঠাক। লং অনে মোহাম্মদ নেওয়াজের হাতে ধরা পড়ার আগে ২০ বলে করেছেন ২৮ রান। পরপর দুই ওভারে দুই ওপেনারকে হারাল ভারত।
সূর্যকে ফেরালেন নেওয়াজ
সুইপ শট, সূর্যকুমার এ টুর্নামেন্টে এ শট এর আগে খেলেছেন দারুণভাবে। নেওয়াজকে স্লগ করতে গিয়ে এবার ক্যাচ তুললেন তিনি। বেশ সামনে ছিল বল, বড় স্ট্রাইডেও বলের লাইনে ঠিকঠাক যেতে পারেননি। স্কয়ার লেগে ধরা পড়েছেন ১০ বলে ১৩ রান করে।
১০ ওভার শেষে
৫ ওভারে ভারতের স্কোর ছিল ৫৪/০। পাকিস্তান এরপর ঘুরে দাঁড়িয়ে ভালোভাবেই। পরের ৫ ওভারে উঠেছে ৩৯ রান, তবে ভারত হারিয়েছে ৩ উইকেট। ১০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৯৩ রান।
একটি ক্যাচের দুজন দাবিদার
নেওয়াজ, ৪/২৫
১২তম ওভারে বোলিং শেষ করলেন নেওয়াজ। ৪ ওভারে ২৫ রান দিয়ে সূর্যকুমারের উইকেট নিয়েছেন তিনি। ভারত ছাড়িয়েছে ১০০।
রোহিত-রাহুলের রেকর্ড
ওপেনিং জুটিতে আজ রোহিত ও রাহুল মিলে তুলেছেন ৫৪ রান। এ নিয়ে ১৪ বার দুজনের জুটিতে এল ৫০ বা এর বেশি রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ফিফটি জুটি এখন তাঁদের। ছাড়িয়ে গেলেন পল স্টার্লিং ও কেভিন ও’ব্রায়েনের ১৩টি ৫০ বা এর বেশি রানের জুটির রেকর্ডকে।
শাদাবের শিকার পন্ত
আগের বলে আউটসাইড-এজে চার পেয়েছিলেন, পরের বলে শাদাব খানকে রিভার্স সুইপ করতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরলেন ঋষভ পন্ত। প্রথম ম্যাচে দীনেশ কার্তিকের কাছে জায়গা হারিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচে খেলানো হলেও ব্যাটিংয়ের সুযোগ পাননি। আজ কার্তিকের বদলে তাঁকে নামিয়েছে ভারত। পন্ত অবশ্য ফিরলেন ১২ বলে ১৪ রান করে। স্পিনারের সৌজন্যে আরেকটি গুরুত্বপূর্ণ উইকেট পাকিস্তানের।
কোহলির সঙ্গে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ১৪ ওভার শেষে ভারতের সংগ্রহ ১২৬/৪।
হার্দিক পান্ডিয়া: শূন্য
ব্রেকিং নিউজ—হার্দিক পান্ডিয়া আউট ০ রানে!
মোহাম্মদ হাসনাইনের বাড়তি বাউন্সের বলে মিড অনে নেওয়াজের দারুণ ক্যাচে পরিণত হয়ে ফিরলেন পাকিস্তানের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচের নায়ক। ৬ বলের মধ্যে পন্তের পর পান্ডিয়াকে হারিয়ে চাপে ভারত।
রিজওয়ানের চোট
হাসনাইনের বাউন্সার মিস করে গিয়েছিলেন দীপক হুদা, লাফিয়ে উঠে ধরার চেষ্টা ব্যর্থ হয় মোহাম্মদ রিজওয়ানেরও। তবে নামার সময় চোট পান তিনি। বেশ কিছুক্ষণ ফিজিওর শুশ্রুষা নিতে হয়েছে তাঁর। অবশ্য গ্লাভস হাতে নিয়েছেন আবার।
শাদাবেরও শেষ
বোলিং শেষ করলেন শাদাবও, ৪ ওভারে ৩১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। পাকিস্তানের দুই স্পিনার আজ ৮ ওভারে দিয়েছেন ৫৬ রান, নিয়েছেন ৩ উইকেট।
টানা দ্বিতীয় ফিফটি কোহলির
বিপক্ষ হংকং, ফিফটি।
বিপক্ষ পাকিস্তান, ফিফটি।
টানা দ্বিতীয়বার ৫০ ছুঁলেন বিরাট কোহলি। মোহাম্মদ হাসনাইনের ঘণ্টায় ১৪৯ কিলোমিটার গতির বলটি স্লটে পেয়ে তুলে মেরেছেন, কাউ কর্নার দিয়ে মারা ছয়েই পৌঁছে গেছেন ফিফটিতে। মাইলফলকে যেতে তাঁর লেগেছে ৩৬ বল।
ক্যাচ দিলেন হুদা
নাসিম শাহর ব্যাক অব দ্য হ্যান্ড স্লোয়ারে তুলে মেরেছিলেন দীপক হুদা, বল আকাশে উঠেছিল বেশ খানিকটা। আরেকটি ভালো ক্যাচ নিয়েছেন নেওয়াজ। দলে আসা হুদা ফিরলেন ১৪ বলে ১৬ রান করে। ৮ বল বাকি থাকতে ষষ্ঠ উইকেট হারাল ভারত, ১৬৮ রানে।
কোহলি রানআউট
ফিল্ডিংয়ে আজ দুর্দান্ত পাকিস্তান। এবার সরাসরি থ্রোয়ে কোহলিকে রানআউট করলেন আসিফ আলী। হারিস রউফের প্রথম তিন বলে এসেছিল মাত্র ১ রান, সেটিও ওয়াইড থেকে। এর আগে সিঙ্গেল না নিলেও চতুর্থ বলে রান নিলেন কোহলি, স্কয়ার লেগে খেলে ফিরতে চেয়েছিলেন ডাবলসের জন্য। আসিফের সরাসরি থ্রোয়ে ফিরতে হলো তাঁকে। এর আগে সাবেক ভারত অধিনায়ক খেলেছেন দারুণ এক ইনিংস। ৪৪ বলে করেছেন ৬০ রান, ৪টি চারের সঙ্গে মেরেছেন ১টি ছক্কা।
ভারত ২০ ওভারে ১৮১/৭
প্রথম ৪ বলে এসেছিল মাত্র ২ রান। শেষ ২ বলে এল দুটি চার। দুটিই আবার ফখর জামানের ভুলে। ফিল্ডিংয়ে দারুণ সময় কাটানো পাকিস্তান শেষ ২ বলে মিসফিল্ডের মাশুল দিল ৮ রান। রবি বিষ্ণয় পেলেন দুটি চার, ভারতের সংগ্রহ ২০ ওভারে ১৮১ রান।
প্রথম ম্যাচে শুরুতেই উইকেট হারালেও আজ ঝোড়ো শুরু করেন রোহিত ও রাহুল। পাওয়ারপ্লেতেই ভারত তোলে ৬২ রান। এরপর পাকিস্তান অবশ্য গুরুত্বপূর্ণ সময়ে ব্রেকথ্রু পেয়েছে, শুধু টলাতে পারেনি কোহলিকেই। রোহিত ও রাহুল পরপর দুই ওভারে ফেরার পর একদিকে খেই হারাতে শুরু করে ভারত, তবে অন্যপ্রান্ত আগলে রাখেন কোহলি। শেষ ওভারে রানআউট হওয়ার আগে খেলেন ৪৪ বলে ৬০ রানের ইনিংস। শেষ ১০ ওভারে অবশ্য ৮৮ রানের বেশি তুলতে পারেনি ভারত।
দুবাইয়ের উইকেট আজ ব্যাটিং সহায়ক। টসের সময় শিশিরের প্রভাবের কথা বলেছিলেন বাবর, সেটি থাকলে ব্যাটিং সহজ হতে পারে আরেকটু। তবে ১৮২ রানের লক্ষ্যের চাপ থাকবে সবসময়ই।
২ ওভারে ১১
ভুবনেশ্বর কুমারের প্রথম ওভারে এসেছে দুটি চার, একটি করে মেরেছেন রিজওয়ান ও বাবর। পরের ওভারে আর্শদীপ সিং অবশ্য ২ রানের বেশি দেননি। প্রথম ২ ওভারে বিনা উইকেটে ১১ রান তুলেছে পাকিস্তান।
টানা ২ ফিফটি, সেই চেনা কোহলি?
বাবরকে ফেরালেন বিষ্ণয়
প্রথম ওভার করতে এসেই বাবর আজমকে ফেরালেন দলে ফেরা রবি বিষ্ণয়। ঘুরিয়ে খেলতে গিয়ে মিডউইকেটে ভারত অধিনায়কের হাতে ধরা পড়েছেন পাকিস্তান অধিনায়ক। এরপর অবশ্য বাবরকে অপেক্ষা করতে বলেছিলেন আম্পায়াররা, তবে বিষ্ণয়ের ফ্রন্ট ফুট ছিল পপিং ক্রিজের ভেতরেই। চতুর্থ ওভারে প্রথম ব্রেকথ্রু পেল ভারত।
পাকিস্তান ২২/১, ৪ ওভার।
পাওয়ারপ্লেতে ৪৪
আর্শদীপের লেংথ বল, সেটির জন্যই যেন প্রস্তুত ছিলেন রিজওয়ান। ঘুরিয়ে খেললেন, বল গেল স্কয়ার লেগের সীমানার ওপর দিয়ে। আবারও ধীরগতির শুরু করা রিজওয়ানের ইনিংসের প্রথম ছক্কা এটি। ভারতের মতো উড়ন্ত শুরু করতে পারেনি পাকিস্তান, তবে বাবরের উইকেট হারানোর পর ইতিবাচকই আছেন রিজওয়ান। প্রথম ৬ ওভারে পাকিস্তান ১ উইকেট হারিয়ে তুলেছে ৪৪ রান। ভারতের সংগ্রহ ছিল ১ উইকেটে ৬২।
চাহালের চাপ সামাল দিতে পারলেন না ফখর
ফখর জামানকে চেপে ধরেছিলেন বিষ্ণয় ও চাহাল। চাহালকে টেনে চার মারার পর ডাউন দ্য গ্রাউন্ডে এসে খেলতে চাইলেন ফখর, তবে ফিরতে হলো তাঁকে। ১৮ বলে ১৫ রান করে লং অনে ধরা পড়লেন এ বাঁহাতি। রিজওয়ানের সঙ্গে তাঁর জুটিতে উঠেছে ৩০ বলে ৪১ রান। পাকিস্তান দ্বিতীয় উইকেট হারিয়েছে ৬৩ রানে। ৯ ওভারে তাদের সংগ্রহ ৬৭ রান।
১০ ওভারে ৭৬/২
তিনে পাঠানো হয়েছে মোহাম্মদ নেওয়াজকে। পান্ডিয়াকে টেনে ছক্কা মেরেছেন তিনি, মুখোমুখি তৃতীয় বলে। পান্ডিয়ার করা দশম ওভারে বাউন্ডারি আসেনি আর, উঠেছে ৮ রান। ১০ ওভারে পাকিস্তানের রান ৭৬, পরের ১০ ওভারে প্রয়োজন আরও ১০৬ রান।
ভারত শেষ ১০ ওভারে তুলেছিল ৮৮ রান।
দুই ওভারে দুই ছয়
চাহালকে রিজওয়ানের পর বিষ্ণয়কে ছক্কা মেরেছেন নেওয়াজ, সর্বশেষ ২ ওভারে উঠেছে ২০ রান। ১২ ওভারশেষে পাকিস্তানের স্কোর ২ উইকেটে ৯৬ রান, এ সময়ে ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ১০৫ রান।
রিজওয়ানের ফিফটি, পাকিস্তানের ১০০
বিরাট কোহলি—টানা দুই ফিফটি। মোহাম্মদ রিজওয়ান—টানা দুই ফিফটি।
আর্শদীপের বলে এক্সট্রা কাভারে খেলে নেওয়া ডাবলসে ফিফটি হয়ে গেল রিজওয়ানের, ওই শটেই ১০০ পূর্ণ হয়ে গেছে পাকিস্তানের। শেষ বলে রানআউটের সুযোগ তৈরি হয়েছিল, তবে ঠিক সময়েই ক্রিজে পৌঁছে গেছেন রিজওয়ান। ৪২ বলে প্রয়োজন ৭৫ রান।
নেওয়াজ দ্য অ্যাগ্রেসর
বাবর আজম ফিরেছিলেন, ফখর জামানও ভুগেছেন। পাকিস্তান এরপর চারে পাঠায় মোহাম্মদ নেওয়াজকে। ম্যাচের চিত্রটা বদলে দিচ্ছেন এ বাঁহাতিই। পান্ডিয়াকে দুই চারের পর যুজবেন্দ্র চাহালের পরপর দুই বলে দুই চার মেরেছেন তিনি। প্রথম ১৮ বলে নেওয়াজ করেছেন ৪২ রান, এটিই এখন সর্বোচ্চ স্কোর তাঁর।
নেওয়াজের পর চাহালের ওপর চড়াও হয়েছেন রিজওয়ানও। ১৫তম ওভারে উঠেছে ১৬ রান। শেষ ৩০ বলে পাকিস্তানের প্রয়োজন ৪৭ রান।
নেওয়াজ, ২০ বলে ৪২
ভুবনেশ্বর কুমার এলেন, সফলও হলেন। তাঁর কাটারে তুলে মারতে গিয়ে লং অফে ধরা পড়েছেন নেওয়াজ। তবে এর আগে খেলেছেন ২০ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস। ৬টি চারের সঙ্গে মেরেছেন ২টি ছক্কা।
রিজওয়ানের সঙ্গে তাঁর জুটি ৭৩ রানের, ৪১ বলে।
রিজওয়ানকে থামালেন পান্ডিয়া
অফ স্টাম্পের বাইরের এই চ্যানেলে বল করে রিজওয়ানকে প্রলুব্ধ করার চেষ্টা করছিলেন পান্ডিয়া, এর আগে সফল হননি। এবার রিজওয়ান তুলে মারলেন, তবে বলের গতি কমিয়ে এনেছিলেন পান্ডিয়া। টাইমিং ভালো থাকলেও তাই ক্যাচ গেল সোজা লং অফে থাকা সূর্যকুমারের হাতে। ৫১ বলে ৭১ রানের ইনিংস খেলে থামলেন রিজওয়ান।
১৮ বলে পাকিস্তানের প্রয়োজন ৩৪ রান।
দীর্ঘ রিভিউ, ক্যাচ মিস
১৬তম ওভারেই দুই স্পিনারের বোলিং শেষ করিয়েছিলেন বাবর। ১৮তম ওভারে বিষ্ণয়কে শেষ ওভার করাতে আনলেন রোহিত।
লেগ সাইডের বাইরের বলটি মিস করেছিলেন আসিফ, অন ফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান ভারতের আবেদন নাকচ করে দেন ওয়াইড। ভারত অবশ্য রিভিউ করে সেটিতে। বল ব্যাটে লেগেছে কি না, সে সিদ্ধান্ত নিতে সব ধরনের অ্যাঙ্গেল থেকেই দেখেছেন টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে। আল্ট্রা-এজে সূক্ষ্ণ স্পাইক দেখা গেলেও আম্পায়ার সেটিকে যথেষ্ট মনে করেননি।
ঠিক পরের বলে ক্যাচ তুলেছিলেন আসিফ আলী, হয়তো জীবনে এর চেয়ে সহজ ক্যাচ পাবেন না আর্শদীপ। তবে শর্ট থার্ডম্যানে সেটিই ফেলে দিয়েছেন তিনি।
১২ বলে পাকিস্তানের প্রয়োজন ২৬ রান। ভুবনেশ্বরের সঙ্গে একটি ওভার বাকি আর্শদীপের।
ওয়াইড, ১, ৬, ওয়াইড, ১, ৪, ১, ৪—১৯ রানের ওভার
ভুবনেশ্বরের করা ১৯তম ওভারে উঠেছে ১৯ রান। আসিফ আলী ছক্কা মেরেছেন, চার মেরেছেন খুশদিল শাহ। শেষ বলে আলগা ফিল্ডিংয়ের সৌজন্যে পাকিস্তান পেয়েছে আরেকটি চার। শেষ ওভারে দরকার মাত্র ৭ রান।
শেষ ওভারের নাটকের পর ৫ উইকেটে জয় পাকিস্তানের
প্রথম বলে ভালো ইয়র্কার, সেটিতে ১ রানের বেশি আসেনি। পরের বলে আবার ইয়র্কার করতে গিয়েছিলেন আর্শদীপ, তবে হয়ে যায় লো ফুলটস। আসিফ সেটিকে পাঠান বাউন্ডারির বাইরে। পরের বলে ডট, চতুর্থ বলে আর্শদীপের ইয়র্কার মিস করে যান আসিফ। আম্পায়ার মাসুদুর রহমানের এলবিডব্লুর সিদ্ধান্ত রিভিউ করেও লাভ হয়নি। ৮ বলে ১৬ রান করে ফেরেন আসিফ।
২ বলে ২ রান প্রয়োজন, ক্রিজে আসেন নতুন ব্যাটসম্যান ইফতিখার আহমেদ। লো ফুলটসে বোলারের মাথার ওপর দিয়ে খেলে ২ রান নিয়ে পাকিস্তানকে জয় এনে দিয়েছেন তিনি। ১ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতেছে পাকিস্তান, দুর্দান্ত এক রান তাড়ায়।