গোয়ালিয়রের অভিষেকে থাকছে বাংলাদেশও

শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামমধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন

মধ্য প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমপিসিএ) মাঠ শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়াম। বাংলাদেশ-ভারত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে এ মাঠের। শহর থেকে দূরে পাহাড়ে ঘেরা এ মাঠে প্রথম ম্যাচ আয়োজনের জন্য মুখিয়ে আছে এমপিসিএ।

৩০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির অভিষেকের সাক্ষী হতে চান এ অঞ্চলের সাধারণ ক্রিকেটপ্রেমীরাও। আগামী ৬ অক্টোবরের প্রথম ম্যাচের টিকিট ছাড়ার এক ঘণ্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। এই শহরে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট হয়েছে ২০১০ সালে। দীর্ঘদিন পর গোয়ালিয়রে ক্রিকেট ফেরায় স্বাভাবিকভাবেই বাড়তি রোমাঞ্চ আয়োজকদের মধ্যে।

আরও পড়ুন

টি-টোয়েন্টি দলে ডাক পাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটারদের একটা অংশ গতকাল ঢাকা থেকে রওনা দিয়ে আজ বিকেলে দিল্লি হয়ে গোয়ালিরে পৌঁছেছে। টেস্ট দলের ক্রিকেটারদের মধ্যে যাঁরা টি-টোয়েন্টি দলে আছেন, তাঁদেরও আজ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা। আগামীকাল দুপুরে শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন।

এমপিসিএর মিডিয়া ম্যানেজার রাজীব রিশদকার নতুন মাঠে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজন নিয়ে সিরিজ কাভার করতে আসা বাংলাদেশি সাংবাদিকদের আজ বলেছেন, ‘বাংলাদেশ প্রথমবার এখানে এসেছে। ভালো লাগছে। কারণ, এটা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য আদর্শ ভেন্যু, প্রথম মধ্য প্রদেশ লিগ এখানে হয়েছে। সব দিনই গ্যালারি ভরা ছিল। এখানকার দর্শকেরা ক্রিকেটের পাগল। আমি মনে করি, এটা গোয়ালিয়রের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে। আশা করছি, ৩০ হাজারের মতো দর্শক হবে এখানে।’

আরও পড়ুন

নতুন স্টেডিয়াম যেহেতু, কিছু দুশ্চিন্তা তো থাকেই। রাজীব রিশদকারই বলছিলেন, ‘প্রস্তুতি ভালোই এগোচ্ছে। একটাই দুশ্চিন্তা ছিল...গত টানা ১৫ দিন খুব বৃষ্টি হয়েছে। মাঠের বাইরে অনেক পানি জমেছিল। ওই পানি সরাতে হয়েছে। এখন ঠিক আছে, ড্রেনেজ সিস্টেমও ভালো। বৃষ্টিটা ছিল অতিরিক্ত, অপ্রত্যাশিতও। তবে মাঠ ঠিক ছিল।’