টেস্টের পর ওয়ানডে থেকেও আচমকা অবসরের ঘোষণা ডি ককের
বয়স মাত্র ৩০। টেস্ট ক্রিকেট ছেড়েছেন প্রায় দুই বছর আগে। এবার ওয়ানডে ক্রিকেটও ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি কক। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ শেষে ওয়ানডে জার্সি তুলে রাখবেন ডি কক। ওয়ানডে বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণার পরই ডি ককের অবসরের খবর নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
২০২১ সালে টেস্ট ক্রিকেট থেকেও এমন আচমকা অবসরের ঘোষণা দিয়েছিলেন ডি কক। পরিবারকে সময় দিতেই টেস্ট ছেড়েছিলেন বলে দাবি করেছিলেন ডি কক। দক্ষিণ আফ্রিকা তাদের সর্বশেষ সিরিজ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন ডি কক। তবে ৭ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে খেলবেন ডি কক।
সম্প্রতি বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ডিসেম্বরে শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে তাঁর খেলা নিশ্চিত হওয়ার পরই ওয়ানডেতে ডি কককে আর দেখা যাবে কি না সেই প্রশ্ন উঠেছিল।
কারণ, এ সময়েই ঘরের মাঠে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলার কথা দক্ষিণ আফ্রিকার। ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সাদা বলের সিরিজ শুরু ১০ ডিসেম্বর, শেষ ২১ ডিসেম্বর। আর অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ হবে ১০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি। ওয়ানডেতে এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪০ ওয়ানডে খেলেছেন ডি কক। ১৭ সেঞ্চুরি ও ২৯ হাফ সেঞ্চুরিতে তাঁর মোট রান ৫৯৬৬। গড়টাও ভালোই—৪৪.৮৫।
ক্রিকেট সাউথ আফ্রিকার ক্রিকেট পরিচালক এনখ এনকোয়ে ডি ককের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, ‘কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের একজন সেবক। অনেক বছর ধরে সে প্রোটিয়া স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্য ছিল। সে তার আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে একটা মানদণ্ড তৈরি করেছিল। আমরা তার ওয়ানডে ছাড়ার সিদ্ধান্ত মেনে নিয়েছি। এত বছর ধরে সার্ভিসের জন্য ডি কককে ধন্যবাদ জানাই। তার ভবিষ্যতের জন্য শুভকামনা, তবে এখনো তাকে প্রোটিয়া জার্সিতে টি-টোয়েন্টিতে দেখতে মুখিয়ে আছি।’