এ মাসের শেষেই বাংলাদেশ–ভারত নারী টি–টোয়েন্টি সিরিজ
মেয়েদের টি–টোয়েন্টি বিশ্বকাপটা এবার বাংলাদেশেই হবে। সেপ্টেম্বর–অক্টোবরের সেই বৈশ্বিক আসরের আগে ব্যস্ত সময়ই কাটছে বাংলাদেশের। এই মুহূর্তে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল আছে বাংলাদেশে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার পর দুই দল এখন খেলছে টি–টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হবে আগামীকাল। অস্ট্রেলিয়া বিদায় নেওয়ার পর এ মাসেই বাংলাদেশে আসছে ভারত নারী দল। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানার বাংলাদেশ। সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে আজ। সিরিজের সবগুলো ম্যাচই হবে সিলেটে।
বাংলাদেশের মেয়েদের জাতীয় দল এই প্রথম খেলতে যাচ্ছে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। এর আগে সর্বোচ্চ তিন ম্যাচের সিরিজ খেলেছেন বাংলাদেশের মেয়েরা। তবে ওয়ানডেতে দুবার পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ, দুবারই প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা। ২০১৭ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ৪–১ ব্যবধানে হারের পর ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে হারে ৫–০ ব্যবধানে।
ভারতের মেয়েরা বাংলাদেশে আসবে ২৩ এপ্রিল। ২৮ এপ্রিল হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি চারটি ম্যাচ ৩০ এপ্রিল, ২ মে, ৬ মে ও ৯ মে। প্রথম দুটি ও শেষ ম্যাচটি দিবারাত্রির, শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। তৃতীয় ও চতুর্থ ম্যাচ দুটি শুরু হবে বেলা দুইটায়।
ভারতীয় মেয়েরা এ নিয়ে তৃতীয়বার টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছেন। ২০১৪ সালে প্রথম সফরে ৩–০ ব্যবধানে জেতে ভারত। গত বছরের জুলাইয়ে সর্বশেষ সফরে ভারত সিরিজ জেতে ২–১ ব্যবধানে।