সরফরাজের পর মুশির—একই দিনে দুই ভাইয়ের শতক

বাবার সঙ্গে দুই ভাই সরফরাজ খান (বাঁয়ে) ও মুশির খান (ডানে)এক্স

বড় ভাই সরফরাজ খান এখন ভারতে। ভারত ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ম্যাচ খেলছেন ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে। আর ছোট ভাই মুশির খান দক্ষিণ আফ্রিকায়। ভারত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছেন যুব বিশ্বকাপে।

দল, ভেন্যু, প্রতিপক্ষ আর সংস্করণ ভিন্ন হলেও আজ ব্যাটিংয়ের অর্জনে একই বিন্দুতে মিলে গেছেন দুই ভাই। সরফরাজ ও মুশির—একই দিনে শতক করেছেন দুজনই।

১৮ বছর বয়সী মুশির তো যুব দলে খেলছেন, ২৬ বছর বয়সী সরফরাজ ভারত জাতীয় দলের আলোচনায় আছেন অনেক দিন ধরে। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত রান করলেও জাতীয় দলে ডাক না পাওয়ায় তাঁর পক্ষ হয়ে কথা বলেছেন অনেক সাবেক ক্রিকেটারই। এমনকি ভারত-ইংল্যান্ড চলমান টেস্ট সিরিজের প্রথম দুই ম্যাচ থেকে বিরাট কোহলি ছিটকে যাওয়ার পরও সরফরাজকে না ডাকায় বিরক্তি প্রকাশ করেছেন ইরফান পাঠান।

জাতীয় দলে ডাক পাওয়ার দীর্ঘ অপেক্ষায় থাকা সরফরাজ এখন সফরকারী ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে তিন ম্যাচের অনানুষ্ঠানিক টেস্ট সিরিজে ভারত ‘এ’র হয়ে খেলছেন। গতকাল আহমেদাবাদে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে আজ দ্বিতীয় দিনে ব্যাট করেন সরফরাজ। ডানহাতি এ ব্যাটসম্যান চারে নেমে ৮৯ বলে পৌঁছান তিন অঙ্কের মাইলফলকে, যা ভারত ‘এ’ দলের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর প্রথম শতক। শেষ পর্যন্ত ৫ ছয় ও ১৮ চারে ১৬১ রান করে আউট হন সরফরাজ।

আরও পড়ুন

আহমেদাবাদে সরফরাজ যখন শতক পূর্ণ করে দেড় শর দিকে এগিয়ে যাচ্ছেন, তখন দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নামেন মুশির। ৩ নম্বরে ব্যাট করতে নামা মুশির ৪৮তম ওভারে রানআউট হওয়ার আগে করেন ১০৬ বলে ১১৮ রান। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এটি ভারতীয় ব্যাটসম্যানদের প্রথম শতক।

আরও পড়ুন