‘সাদামাটা’ পাকিস্তানের বিদায় দেখছেন শোয়েব
আরেকটি নখ কামড়ানো ম্যাচ, আরেকবার পাকিস্তানের হার। প্রথমটিতে শেষ ওভারে ভারতের সঙ্গে, এবার জিম্বাবুয়ের বিপক্ষে। টানা দুই হারে বাবর আজমদের বিশ্বকাপ স্বপ্ন খাদের কিনারে। পাকিস্তানের এমন হারে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও।
সাবেক গতি তারকা শোয়েব আখতার বলেছেন, জিম্বাবুয়ে বলে সবকিছু নিজে থেকে হয়ে যাবে না। খেলাটা খেলোয়াড়দেরকেই খেলতে হবে। এই হারে পাকিস্তানের বিশ্বকাপ অভিযানেরও শেষ দেখছেন বলে জানিয়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’খ্যাত সাবেক এই ফাস্ট বোলার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটের বিভিন্ন ঘটনায় বরাবরই সরব থাকেন শোয়েব। আর পাকিস্তানের খেলা হলে তো কথায় নেই। ভক্তরাও অপেক্ষায় থাকেন শোয়েবের টুইটের। জিতলে যেমন প্রশংসায় ভাসাতে কাপর্ণ্য করেন না, হারলেও ছাড়েন না একহাত নিতে। জিম্বাবুয়ের বিপক্ষে যেভাবে পাকিস্তান হেরেছে, তাতে শোয়েবের মন্তব্য একরকম অবধারিতই ছিল। নিরাশও করেননি অবশ্য।
ধারাবাহিকভাবে একাধিক টুইট ও ভিডিও বার্তায় নিজের ক্ষোভের কথা জানিয়েছেন শোয়েব। খেলা শেষ হওয়ার মুহূর্তের মধ্যে প্রথম টুইটে বিরক্তির কথা জানান শোয়েব।
এটুকুতেই অবশ্য থামেননি। এরপর দিলেন ভিডিও বার্তা।
সেখানে শোয়েব বলেছেন, ‘খুবই বিব্রতকর ব্যাপার। সত্যিই লজ্জার। সাদামাটা লোকদের আরও দলে রাখো! টিম ম্যানেজমেন্টেও আরও সাদামাটা লোকজন রাখো এবং পিসিবিও গড়পড়তা। আর এটাই হলো তার ফল। আমি খুবই হতাশ। জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর পরের পর্বে যাওয়া কঠিন হয়ে গেল। এটা এখন বিভিন্ন ধরনের হিসাব-নিকাশের ওপর নির্ভর করছে। তবে প্রশ্ন হচ্ছে, কেন নিজেদের এই পরিস্থিতিতে ফেলা? দুই মাস আগেই বলেছি, সাদামাটা লোকদের নির্বাচন করতে থাকো, এর ফল তোমরা পাবে।’
ভিডিও বার্তায় শোয়েব আরও বলেছেন, ‘আপনারা খেলা দেখেছেন। আমাদের ওপেনিং এবং মিডল অর্ডার এমন না যে তারা সফল হতে পারে। এভাবে ধারাবাহিকভাবে আমরা জিততে পারব না। পাকিস্তান বিশ্বকাপ থেকে ছিটকে গেছে।’ এ সময় বাবর আজমের অধিনায়কত্বের সমালোচনাও করছেন শোয়েব। এর মাঝে আরেকটি টুইটে সাবেক এ পেসার লিখেছেন, ‘জিম্বাবুয়ে বলে সব কিছু নিজে নিজে হয়ে যাবে? না, নিজে থেকে কিছু হয় না। করতে হয়।’