২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বাংলাদেশ–ভারত সিরিজে যত রেকর্ড ভাঙতে পারেন অশ্বিন

অনেকগুলো রেকর্ডের হাতছানি নিয়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবেন রবিচন্দ্রন অশ্বিনপ্রথম আলো
আগামীকাল রবিচন্দ্রন অশ্বিনের জন্মদিন। ৩৮-এ পা দিতে যাওয়া ভারতীয় অফ স্পিনার জন্মদিনের কেক কাটার দুদিন পরেই নেমে পড়বেন বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে। সিরিজের প্রথম টেস্টটি অশ্বিন খেলবেন নিজ শহর চেন্নাইয়ে। দুই ম্যাচ সিরিজের পরের টেস্টটি কানপুরে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার অশ্বিনের সামনে অনেকগুলো রেকর্ড ও মাইলফলক অপেক্ষা করছে। সেসব রেকর্ড ও মাইলফলকের কতগুলো অশ্বিনের হাতে ধরা দেবে এই সিরিজে কে বলতে পারে!
অশ্বিনের সামনে যত রেকর্ড ও মাইলফলক

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি উইকেট

২০১৯ সালে চালু হওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩৫ ম্যাচে অশ্বিনের উইকেট ১৭৪টি। অস্ট্রেলিয়ার দুই বোলার নাথান লায়ন (১৮৭) ও প্যাট কামিন্সের (১৭৫) পেছনে থাকা অশ্বিনকে সর্বোচ্চ উইকেটশিকারি হতে বাংলাদেশ সিরিজে নিতে হবে ১৪ উইকেট।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে সবচেয়ে বেশি উইকেট

২০২৩-২৫ চক্রে এ পর্যন্ত আট ম্যাচে ৪২ উইকেট নিয়ে অশ্বিন আছেন ছয়ে। অশ্বিনের ওপরে থাকা পাঁচজনের প্রথম চারজনই অস্ট্রেলিয়ার। অস্ট্রেলিয়া পেসার জশ হ্যাজলউড ১১ ম্যাচে ৫১ উইকেট নিয়ে আছেন সবার ওপরে। হ্যাজলউডকে পেছনে ফেলতে অশ্বিনের দরকার ১০ উইকেট। হ্যাজলউড ও অশ্বিনের মধ্যে আছেন কামিন্স (৪৮), মিচেল স্টার্ক (৪৮), নাথান লায়ন (৪৩) ও ইংল্যান্ডের ক্রিস ওকস (৪৩)।

ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর এমন ছবি কম তোলেননি রবিচন্দ্রন অশ্বিন
বিসিসিআই

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে সর্বোচ্চ ৫ উইকেট

ইনিংসে ১০ বার ৫ উইকেট নিয়ে রেকর্ডটা এখন অস্ট্রেলিয়ার লায়নের সঙ্গে ভাগাভাগি করছেন অশ্বিন। বাংলাদেশ সিরিজে একবার ৫ উইকেট পেলেই রেকর্ডটা একান্তই নিজের করেন নেবেন ১০০ টেস্টে ৫১৬ উইকেট নেওয়া অশ্বিন।

আরও পড়ুন

বাংলাদেশ-ভারত টেস্ট লড়াইয়ে সর্বোচ্চ উইকেট

সাত ম্যাচে ৩১ উইকেট নিয়ে রেকর্ডের বর্তমান মালিক ভারতের সাবেক পেসার জহির খান। জহিরকে পেছনে ফেলতে ৯ উইকেট দরকার বাংলাদেশের বিপক্ষে ৬ ম্যাচে ২৩ উইকেট নেওয়া অশ্বিনের।

টেস্টে উইকেট নেওয়ার এমন উদ্‌যাপন ৫১৬ বার করেছেন রবিচন্দ্রন অশ্বিন
এএফপি

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতে সবচেয়ে বেশি উইকেট

টেস্ট ভারতের মাটিতে সবচেয়ে বেশি উইকেট অশ্বিনেরই—৩৬৩। এই রেকর্ডে অশ্বিন যাঁকে পেছনে ফেলেছেন সেই অনিল কুম্বলের আরেকটি রেকর্ডও বাংলাদেশ সিরিজে নিজের করে নিতে পারেন। রেকর্ডটা ভারতে আন্তর্জাতিক ক্রিকেট সবচেয়ে বেশি উইকেট নেওয়ার। কাজটা অবশ্য একটু কঠিনই হবে অশ্বিনের জন্য। কুম্বলের ৪৭৬ উইকেটকে পেছনে ফেলতে যে ২২ উইকেট নিতে হবে অশ্বিনকে (৪৫৫)। দুই ম্যাচের টেস্ট সিরিজে অশ্বিন সর্বোচ্চ ১৮ উইকেট পেয়েছেন ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।

আরও পড়ুন