টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠতে কী করতে হবে অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কাকে

ফাইনালে ভারতকে হারিয়ে ২০২৩ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে অস্ট্রেলিয়া।এএফপি

দক্ষিণ আফ্রিকার চিন্তা নেই। পাকিস্তানকে হারিয়ে তারা এরই মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে বসে আছে। তাদের অপেক্ষা প্রতিপক্ষের জন্য। সেই দলটি কারা? লড়াইয়ে আছে ৩টি দল। অস্ট্রেলিয়া, ভারত ও শ্রীলঙ্কা।

যে লড়াইয়ে মেলবোর্ন টেস্ট জিতে এই মুহূর্তে বেশ খানিকটা এগিয়ে আছে অস্ট্রেলিয়া। কার এই মুহূর্তে কী সমীকরণ?

অস্ট্রেলিয়া

সিডনিতে সিরিজের শেষ টেস্টেও জয় পেলে অস্ট্রেলিয়ার ফাইনাল খেলা নিশ্চিত হয়ে যাবে। সিডনিতে জয় না পেলেও এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের একটিতে জিতলেও ফাইনালে যাবে অস্ট্রেলিয়া। যার অর্থ, হাতে থাকা তিন ম্যাচের একটি জিতলেই চলে কামিন্সদের।  

এখন অস্ট্রেলিয়ার পয়েন্ট ৬১.৪৬ শতাংশ। অস্ট্রেলিয়া সিডনি টেস্ট জিতে শ্রীলঙ্কার কাছে হারলে তাদের পয়েন্ট হবে ৫৭.০২ শতাংশ। তখন শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৫৩.৮৫ শতাংশ আর ভারতের ৫০ শতাংশ।

মেলবোর্ন টেস্টে জিতেছে অস্ট্রেলিয়া
এএফপি

সিডনি টেস্টে ড্র হলেও ভারতের চেয়ে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া। কিন্তু তখন শ্রীলঙ্কার সুযোগ বাড়বে। লঙ্কানরা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে দিলে ফাইনালে উঠবে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট তখন দাঁড়াবে ৫৩.৮৫ শতাংশ আর অস্ট্রেলিয়ার ৫৩.৫১।

ভারত

ভারতের জন্য ফাইনাল খেলা এখন বেশ কঠিন
এএফপি


সিডনিতে সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে হারাতে না পারলে ফাইনালের দৌঁড় থেকে ছিটকে পড়বে ভারত। তবে ওই টেস্ট জিতলেও অস্ট্রেলিয়ার–শ্রীলঙ্কা সিরিজের দিকে তাঁকিয়ে থাকতে হবে ভারতীয়দের। আশা করতে হবে অস্ট্রেলিয়া যেন একটি ম্যাচও না জেতে। ভারত সিডনিতে জিতলে তাদের পয়েন্ট হবে ৫৫.২৬ শতাংশ।

শ্রীলঙ্কা

সিডনি টেস্টে ড্র  না হলে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার সিরিজের আগেই বাদ পড়ে যাবে। সিডনি টেস্ট ড্র হলে আর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে হারাতে পারলেই শ্রীলঙ্কার সম্ভাবনা থাকবে।

আরও পড়ুন