২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

গিলকে ‘মিনি রোহিত শর্মা’ বলছেন রমিজ

শুবমান গিলকে প্রশংসায় ভাসিয়েছেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজাছবি : সংগৃহীত

১৯ বছর পর পাকিস্তানে খেলতে গিয়ে ২–১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। তাতে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে নিজেদের শীর্ষস্থান মজবুত করেছিল তারা।

তবে সপ্তাহের ব্যবধানে মুদ্রার অন্য পিঠও দেখে ফেলেছে কিউইরা। ভারত সফরে প্রথম দুই ওয়ানডে হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে তারা। র‍্যাঙ্কিংয়ে সেটার প্রভাব পড়েছে ত্বরিত গতিতে। ইংল্যান্ডের সমান ১১৩ র‍েটিং হলেও পয়েন্টে পিছিয়ে পড়ে দুইয়ে নেমে গেছে টম লাথামের দল।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে যেখানে পাকিস্তানের উদ্বোধনী জুটি একবারও ৩০ রানের বেশি তুলতে পারেনি, সেখানে ভারতের রোহিত শর্মা ও শুবমান গিল দুই ম্যাচেই দলকে দারুণ শুরু এনে দিয়েছেন।

রোহিত–গিল জুটি ভারতকে দারুণ শুরু এনে দিচ্ছেন
ছবি : এএফপি

তরুণ গিল তো হায়দরাবাদে প্রথম ওয়ানডে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন। রায়পুরে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও ৪০ রানে অপরাজিত ছিলেন। অধিনায়ক রোহিত পেয়েছেন ফিফটি।

ভারতের এমন দাপুটে তাদের প্রশংসায় ভাসাচ্ছেন খোদ রমিজ রাজা!

আরও পড়ুন

নিজের ইউটিউব চ্যানেলে রমিজ ভারতের নতুন উদ্বোধনী জুটির প্রশংসা করতে গিয়ে গিলকে রোহিতের সঙ্গে তুলনা করেছেন। বলেছেন, ‘আমার চোখে শুবমান গিল একজন মিনি রোহিত শর্মা। সম্প্রতি সে ডাবল সেঞ্চুরি করেছে ও দারুণ খেলছে।’

ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ২৬৪ রানের ইনিংসের মালিক রোহিত। একমাত্র ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে তিনটি ডাবল সেঞ্চুরি আছে তাঁর। সেই বনেদি ক্লাবে সম্প্রতি নাম লিখিয়েছেন রোহিতের নতুন উদ্বোধনী সঙ্গী গিল।

ওয়ানডেতে রোহিত নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করেছেন ২৬ বছর বয়সে। গিল একই কীর্তি গড়েছেন ২৩–এ। সামনে উজ্জ্বল ভবিষ্যৎ পড়ে থাকায় রমিজ গিলের কাছ থেকে আরও বড় কিছুর প্রত্যাশা করছেন, ‘সে যথেষ্ট সম্ভাবনাময়। হাতে পর্যাপ্ত সময় আছে। এই মুহূর্তে ওর কোনো কিছুই পরিবর্তনের দরকার নেই। সময়ের সঙ্গে সঙ্গে ব্যাটিং-আগ্রাসনের উন্নতি হবে।’

আরও পড়ুন

রোহিতেরও স্তুতি গাইতে কুণ্ঠা বোধ করেননি রমিজ, ‘ভারতীয় দলকে দেখলে মনে হয়, ব্যাটিং কত সহজ। কারণ, ওদের দলে রোহিত শর্মার মতো অসাধারণ ব্যাটসম্যান আছে। সে চমকপ্রদ সব হুক ও পুল শট খেলে। ছোট লক্ষ্য তাড়া করা তাই আরও মামুলি ব্যাপার মনে হয়েছে।’

আগামী মঙ্গলবার ইন্দোরে নিয়মরক্ষার শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত–নিউজিল্যান্ড।

আরও পড়ুন