সাকিবদের টানা চার লিনটট-ঘূর্ণিতে
সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্স ও স্পিনার জ্যাক লিনটটের ঘূর্ণিতে ব্রাদার্স ইউনিয়নকে ১০ রানে হারিয়েছে মোহামেডান। নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করে সাকিবের ৩৭ ও মাহমুদউল্লাহ রিয়াদের ৫৮ রানের ইনিংসে ১৯০ রান তোলে মোহামেডান।
পরে লিনটটের ৫ উইকেটে ১৯০ রানই মোহামেডানের জয়ের জন্য যথেষ্ট হয়ে যায়। ব্যাট হাতে ৩৭ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়েছেন সাকিব। প্রথম পাঁচ ম্যাচে জয়হীন থাকা মোহামেডান এই নিয়ে টানা চার রাউন্ডে জয় পেল।
১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই তানজীদ তামিমের উইকেট হারায় ব্রাদার্স ইউনিয়ন। সাকিবের বোলিংয়ে এলবিডব্লুর শিকার হন এই বাঁহাতি ব্যাটসম্যান। ৩ নম্বরে ব্যাট করতে আসা সাব্বির হোসেনকেও আউট করেন সাকিব।
এরপর ওপেনার আনিসুল ইসলাম ও জাহিদুজ্জামান খান ৭১ রানের জুটি গড়েন। ১৯ ওভার ৩ বলে ২ উইকেটে ১০৫ রান করা ব্রাদার্স ইউনিয়ন তখন জয়ের পথেই ছিল। তবে জ্যাক লিনটটের ঘূর্ণিতে ব্রাদার্স ১ রানে ৪ উইকেট হারায়। মিনহাজুল আবেদিনের ৩৬ রানের ইনিংসে আবারও জয়ের স্বপ্ন দেখে ব্রাদার্স। শুভাগত হোমের বলে মিনহাজুল আউট হলে সাকিবদের হারানো সম্ভব হয়নি ব্রাদার্সের।
টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইমরুল কায়েসের দল। মোহর শেখের বলে দলীয় ১৭ রানেই আউট হন মোহামেডানের অধিনায়ক ইমরুল। আরেক ওপেনার মাহিদুল ইসলাম অঙ্কন ও ৩ নম্বরে ক্রিজে আসা সৌম্য সরকারও ফিরেছেন দ্রুতই। মোহামেডানের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকেই ফিরিয়েছেন মোহর। মিরাজ ৭ রান করে হয়েছেন রানআউট।
৫৯ রানে ৩ উইকেট হারানো মোহামেডানকে পথ দেখানোর চেষ্টা করেন সাকিব ও মাহমুদউল্লাহ। দুজনে গড়েন ৬০ বলে ৫৩ রানের জুটি। আগের ম্যাচে সাকিব নেমেছিলেন ৭ নম্বরে, বড় ইনিংস না খেলতে পারলেও ১৬ বলে ২৬ রানের ইনিংসটাকে কার্যকরই বলতে হবে। আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে সাকিব আল হাসান নেমেছিলেন চেনা ব্যাটিং পজিশন ৫ নম্বরে। তবে ইনিংসটা বড় করতে পারেননি।
আনিসুল ইসলামের বলে আউট হওয়ার আগে সাকিব করেছেন ৪৫ বলে ৩৭ রান। এরপর ক্রিজে আসা শুভাগত হোম ও আরিফুল হক মাহমুদউল্লাহকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। মাহমুদউল্লাহ ৬৮ বলে ৫৮ রান করে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন। শেষ দিকে জ্যাক লিনটটের ২৮ রানে ১৯০ পর্যন্ত পৌঁছায় মোহামেডান। মোহর ও রাহাতুল ফেরদৌস ৩টি করে উইকেট নিয়েছেন।