সেরা দশে কোহলি, সেরা পাঁচে কোহলি
একাদশে জায়গা পেয়েই একটা মাইলফলক ছোঁয়া হয়ে গিয়েছিল বিরাট কোহলির। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেনের টেস্টটি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৫০০ তম ম্যাচ। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচ শ ম্যাচের মাইলফলক স্পর্শ করা খেলোয়াড়দের মধ্যে কোহলি দশম।
তবে ৩৪ বছর বয়সী ভারতীয় তারকা এখানেই থামেননি। প্রথম দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নিজেকে রান সংগ্রহে ক্রিকেট ইতিহাসের সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যেও তুলে নিয়েছেন। এত দিন ২৫ হাজার ৫৩৪ রান নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক ছিলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৪ রান করে ক্যালিসকে টপকে গেছেন কোহলি।
টেস্ট ক্যারিয়ারের ৩০ তম ফিফটির ইনিংসটি অবশ্য এখনো চলমান। প্রথম দিনের খেলা শেষে কোহলি ৮৭ রানে অপরাজিত। সঙ্গে ৩৬ রানে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা।
কোহলি-জাদেজার অবিচ্ছিন্ন শত রানের জুটির সুবাদে পোর্ট অব স্পেনের প্রথম ইনিংসে ভালো শুরু পেয়েছে ভারত। রোহিত শর্মার দল প্রথম দিন শেষ করেছে ৪ উইকেটে ২৮৮ রানে।
টসে হেরে ব্যাট করতে নামা ভারত প্রথম দিনে পেয়েছে দুটি শত রানের জুটি। অধিনায়ক রোহিত ও যশস্বী জয়সোয়ালের উদ্বোধনী জুটি তোলে ১৩৯ রান। পোর্ট অব স্পেনে অতিথি দলগুলোর উদ্বোধনী জুটিতে এটি তৃতীয় সর্বোচ্চ। আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া রোহিত ও জয়সোয়ালের দুজনেই পেয়েছেন ফিফটি।
উদ্বোধনী জুটি ভাঙার পরই ভারতের ব্যাটিং লাইনআপে ছোটখাটো ধস নামে। ৪৩ রানের মধ্যে পতন হয় ৪ উইকেটের। প্রথমে জেসন হোল্ডারের বলে ম্যাকেঞ্জির হাতে ক্যাচ দেন ৭৪ বলে ৫৭ রান করা জয়সোয়াল। তিনে নামা শুবমান গিল টেকেন ১২ বল, কেমার রোচের বলে ক্যাচ দেন উইকেটের পেছনে।
অধিনায়ক রোহিত সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও জোমেল ওয়ারিকানের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন, ফেরেন ১৪৩ বলে ৮০ রান করে। খানিক পর গ্যাব্রিয়েলের বলে অজিঙ্কা রাহানে বোল্ড ৪ উইকেটে ১৮২ রানে পরিণত হয় ভারতের স্কোর।
সেখান থেকে দলকে টেনে তোলে কোহলি-জাদেজা জুটি।