টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানপ্রথম আলো

যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। হিউস্টনের ম্যাচটি হতে যাচ্ছে দুই দলের মধ্যে প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

টসে হেরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, টসে জিতলে তিনিও ফিল্ডিং নিতেন। বিশ্বকাপের আগে আগে এ সিরিজকে ভালো প্রস্তুতির সুযোগ হিসেবেই দেখছেন তিনি।

বিশ্বকাপে থাকা দলটিই খেলছে এ সিরিজে। চোটের কারণে তাসকিন আহমেদ ছিটকে গেছেন আগেই। এর বাইরে প্রথম ম্যাচের একাদশে সুযোগ হয়নি তানজিদ হাসান, তানভীর ইসলাম ও তানজিম হাসানের।

দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলামের সঙ্গে আছেন বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান ও রিশাদ হোসেন, সঙ্গে অলরাউন্ডার সাকিব আল হাসান।

ফর্মের বাইরে থাকা লিটন একাদশে জায়গা ধরে রেখেছেন। টপ অর্ডারে সৌম্য সরকার ও নাজমুল হোসেনের সঙ্গে আছেন তিনি। জিম্বাবুয়ে সিরিজের মতোই উইকেটকিপার হিসেবে খেলবেন জাকের আলী।

হিউস্টনে অনুশীলনে বাংলাদেশ দল
এক্স

যুক্তরাষ্ট্র দলে আছেন অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন, এক সময় যিনি খেলেছেন নিউজিল্যান্ড দলে।

এ সিরিজ খেলতে গত ১৬ মে ভোরে হিউস্টনে পৌঁছায় বাংলাদেশ দল। সে সময় সেখানে বেশ ঝড়-বৃষ্টি হয়েছে। যে মাঠে খেলা, সেটির অস্থায়ী স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে সে সব শঙ্কা কাটিয়ে পূর্বনির্ধারিত সূচিতেই হচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সিরিজ।

যুক্তরাষ্ট্রের মাটিতে এর আগেও খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ তারা খেলেছিল ফ্লোরিডার লডারহিলে।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।

যুক্তরাষ্ট্র একাদশ
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, আন্দ্রিস গুস, কোরি অ্যান্ডারসন, আলী খান, হারমিত সিং, জেসি সিং, নিতিশ কুমার, নোশতুশ কেনিজিগে, সৌরভ নেত্রবালকার, স্টিভেন টেলর।