ক্যাচ মিস করে ‘ধোনিকে ৫ বল কম খেলতে দেওয়ায়’ সেরা ফিল্ডার হুদা

লক্ষ্ণৌর বিপক্ষে ৯ বলে ২৮ রানে অপরাজিত থাকেন এমএস ধোনিবিসিসিআই

ম্যাচের শেষে একজনকে ‘সেরা ফিল্ডার’–এর পুরস্কার দেওয়াটা রীতি বানিয়ে নিয়েছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ফিল্ডিং কোচ জন্টি রোডস। ফিল্ডিংয়ের জন্য বিখ্যাত এই সাবেক ক্রিকেটার চেন্নাই–লক্ষ্ণৌ ম্যাচের পরেও ড্রেসিংরুমে একজনের নাম ঘোষণা করেছেন।

এ ধরনের ক্ষেত্রে যা হয়, ম্যাচে দুর্দান্ত ক্যাচ নেওয়া বা দারুণ ফিল্ডিংয়ে রান আটকানো কাউকে দেওয়া হয় সেরা ফিল্ডারের স্বীকৃতি। কিন্তু চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের পর রোডস লক্ষ্ণৌর সেরা ফিল্ডার হিসেবে বেছে নিয়েছেন দীপক হুদাকে, যিনি ফিল্ডিংয়ের সময় রবীন্দ্র জাদেজার ক্যাচ মিস করেছেন! হুদার ক্যাচ মিসের বলটি ছয়ও হয়েছে।

ক্যাচ মিস আর ভালো ফিল্ডিং বিপরীত বিষয় হলেও হুদা আসলে মিস করেই সেরার স্বীকৃতি পেয়েছেন। তাঁর হাতে পুরস্কার তুলে দিতে গিয়ে এমনটাই বলেছেন রোডস।
হুদা যে ক্যাচটি মিস করেছেন, সেটি চেন্নাই সুপার কিংসের ইনিংসের ১৭তম ওভারের ঘটনা। ওভারের তৃতীয় বলে মহসিন খানকে লং অনের দিকে তুলে মারেন রবীন্দ্র জাদেজা, সেখানে ছিলেন হুদা। বাউন্ডারি দড়ির কাছে থাকা হুদা বল হাতেও নিতে পারেননি, বল যায় সীমানার বাইরে।

দীপক হুদা খেলছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে
ইনস্টাগ্রাম

রোডসের মতে, হুদা বুঝেশুনেই বল বাউন্ডারি পার হতে দিয়েছেন। ক্যাচ নিলে ওই সময় মাঠে নামতেন মহেন্দ্র সিং ধোনি, যিনি ঝোড়ো গতিতে রান তুলতেন। কিন্তু হুদা ক্যাচ মিস করায় অন্তত পাঁচ বল কম খেলতে পেরেছেন ধোনি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অফিশিয়াল এক্স পেজে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, রোডস চারপাশে জড়ো হওয়া লক্ষ্ণৌ খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলছেন, ‘ফিল্ডিং শুধু দুর্দান্ত পারফরম্যান্স করাই নয়, ফিল্ডিং মানে মাথা খাটানোও। ওই হলুদ দলটায় (চেন্নাই) এমএসডি নামের একজন আছে, যে ৪০০ স্ট্রাইক রেটে ব্যাট করে থাকে। আমার মতে ওই সময় দীপক হুদার বলটাকে ছয় হতে দেওয়াটা স্মার্ট সিদ্ধান্ত ছিল। ওই সময় ধোনি এলে আরও পাঁচটা বল খেলে ফেলত।’

আরও পড়ুন

রোডসের এমন মন্তব্যের সময় হাসিতে ফেটে পড়েন লক্ষ্ণৌর খেলোয়াড়েরা। শুরুতে এক পাশে হেলান দিয়ে থাকা হুদাও হাসিতে মেতে ওঠেন, রোডসের কাছ থেকে পুরস্কার হিসেবে গ্রহণ করেন একটি পুতুল।

রোডসের কথাটা অবশ্য ভুলও ছিল না। হুদা জাদেজার ক্যাচ মিস করার ৭ বল পর মাঠে নামেন ধোনি। খেলেন ৯ বলে অপরাজিত ২৮ রানের ইনিংস। ম্যাচটি যদিও শেষ পর্যন্ত চেন্নাই জিততে পারেনি। ধোনিদের ৬ উইকেটে ১৭৬ রান লক্ষ্ণৌ টপকে যায় ৬ বল আর ৮ উইকেট হাতে রেখেই।

আরও পড়ুন