এসএসসির ফলে খুব খুশি মারুফা
এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.০৬ পেয়ে উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার মারুফা আক্তার। আজ বেলা ১১টার দিকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মারুফা।
ফল ঘোষণার পর যোগাযোগ করা হয়েছিল মারুফার সঙ্গে। গতি ও সুইংয়ে অল্প সময়ে নজর কেড়ে নেওয়া এই পেসার নিজের ফলাফলে খুশি, ‘অনুশীলনের কারণে পড়াশোনা সেভাবে করতে পারি নাই। মনে করেছিলাম পরীক্ষার ফল ভালো হবে না। কিন্তু আজ ফলাফল শুনে আমি খুব খুশি হয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন খেলাধুলার সঙ্গে পড়াশোনাটাও যেন ভালোভাবে চালিয়ে যেতে পারি।’ মারুফার বাবা মো. আইমুল্লাহ বলেছেন, ‘মেয়ে আমার খেলাধুলা করেও যে ফলাফল করেছে, তাতে আমি খুশি। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন, আগামী দিনেও সে যেন আরও ভালো ফল করতে পারে।’
মারুফার বাড়ি নীলফামারী জেলা সদরের সংগলশী ইউনিয়নের কাদিখোল গ্রামের মাস্টারপাড়ায়। অনূর্ধ্ব-১৯ নারী দলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নেয় মারুফা। সম্প্রতি ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ভালো করে এই পেসার।
তিন ম্যাচের এই সিরিজে সর্বোচ্চ ৭ উইকেট তার। তৃতীয় ওয়ানডেতে শেষ ওভারে যখন ভারতের জয়ের জন্য মাত্র ৩ রান দরকার, তখন মাত্র ২ রান দিয়ে শেষ উইকেটটি নিয়ে ম্যাচ টাই করেছিল মারুফা। তাতে ভারতও ওয়ানডে সিরিজ (১-১) জিততে পারেনি।