২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন
সম্প্রচার শেষ ৩১ আগস্ট ২০২৩

এশিয়া কাপ

শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে শুরু বাংলাদেশের

০৯: ০৩ , আগস্ট ৩১

স্বাগত! 

শ্রীলঙ্কাকে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের ২০২৩ সালের এশিয়া কাপ। পাল্লেকেলেতে মুখোমুখি দুই দল। এ ম্যাচে প্রথম আলোর লাইভে আপনাকে স্বাগত!

০৯: ০৪ , আগস্ট ৩১

টস

টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ডমিনিক কর্ককে সাকিব বলেছেন, দলে তিন পেসারের সঙ্গে আছেন তিন স্পিনার।

০৯: ০৮ , আগস্ট ৩১

তানজিদের অভিষেক, দলে মেহেদী 

লিটন দাস নেই, তবে তাঁর পরিবর্তে দলে ডাক পাওয়া এনামুল হকও নেই একাদশে। অভিষেক হচ্ছে বাঁহাতি ওপেনার তানজিদ হাসানের। দলে তিন পেসার তাসকিন, শরীফুল ও মোস্তাফিজের সঙ্গে স্পিনার হিসেবে অধিনায়ক সাকিব ছাড়াও আছেন মিরাজ ও মেহেদী।

বাংলাদেশ একাদশ

সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

০৯: ১৩ , আগস্ট ৩১

শ্রীলঙ্কা একাদশ

পাতুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ভেল্লালেগে, মহীশ তিকশানা, কাসুন রাজিতা ও মাতিশা পাতিরানা।

০৯: ১৫ , আগস্ট ৩১

দুই বছর পর মেহেদী

৩ ওয়ানডের ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচটি মেহেদী খেলেছিলেন ২০২১ সালে, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে। ২০২২ সালের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন এ অফ স্পিনার। আজ তৃতীয় স্পিনার হিসেবে নাসুম আহমেদের আগে তাঁকেই বেছে নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে আছেন মেহেদী হাসান
এএফপি
০৯: ১৭ , আগস্ট ৩১

শ্রীলঙ্কা ও বাংলাদেশের দ্বৈরথ

গত কয়েক বছরে হওয়া দুই দলের মুখোমুখি লড়াইগুলোর ফলাফলই আসলে এমন আলোচনায় জ্বালানি ঢালছে। ২০১৭ সালের মার্চ থেকে যদি ধরেন, বাংলাদেশ ও শ্রীলঙ্কা ১৩টি ওয়ানডে খেলেছে। ফলাফল না হওয়া একটি ম্যাচ বাদ দিলে বাকি ১২টি ম্যাচে তো বাড়তি প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজই চোখে পড়ে। ৫টিতে জিতেছে বাংলাদেশ, ৭টিতে শ্রীলঙ্কা।

আরও পড়ুন
০৯: ১৭ , আগস্ট ৩১

কী হবে ম্যাচের ফল?

০৯: ৩৩ , আগস্ট ৩১

নাঈমের সঙ্গে তানজিদ

বাংলাদেশ ১ ওভারে ৪/০।

লিটন দাস অসুস্থতার কারণে ছিটকে গেছেন আগেই। ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কারণে দলে নেওয়া হয়েছিল এনামুল হককে। তবে গতকাল শ্রীলঙ্কা পৌঁছানো এনামুল একাদশে সুযোগ পাননি। নাঈমের সঙ্গে ইনিংস ওপেন করতে এসেছেন আরেক বাঁহাতি তানজিদ হাসান।

প্রথম ওভার করতে আসা কাসুন রাজিতার ফুললেংথের বলে ড্রাইভ করে চার মেরে শুরু করেছেন নাঈম, যদিও এর আগে-পরের পাঁচটি বল দিয়েছেন ডট।

০৯: ৪৩ , আগস্ট ৩১

অভিষেকেই শূন্য তানজিদের 

দ্বিতীয় ওভারেই এসেছেন স্পিনার মহীশ তিকসানা।

তাঁর ক্যারম বলে লাইন পুরো মিস করে গেছেন তানজিদ হাসান। প্যাডে লেগেছে, আম্পায়ারের দেওয়া এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউ করারও প্রয়োজন বোধ করেননি তানজিদ হাসান। আন্তর্জাতিক অভিষেকেই শূন্যতে ফিরে যেতে হলো বাংলাদেশ ওপেনারকে।

এ ওভারে আবেদন হয়েছিল নাঈমের বিপক্ষেও, রিভিউও নেয় শ্রীলঙ্কা। তবে তিকসানার বলটি পড়েছিল লেগ স্টাম্পের বাইরে।

০৯: ৪৬ , আগস্ট ৩১

যে রেকর্ড চাননি তানজিদ

১৬
সব মিলিয়ে বাংলাদেশের ১৬তম ব্যাটসম্যান হিসেবে অভিষেকে শূন্য রানে আউট হলেন তানজিদ।
বিসিবি

সর্বশেষ ইয়াসির আলী শূন্যতে ফিরেছিলেন। ওপেনার হিসেবে চতুর্থ বাংলাদেশি তানজিদ। এর আগে ওপেনার হিসেবে অভিষেকে শূন্যতে আউট হয়েছিলেন নাজমুল আবেদীন, হারুনুর রশিদ ও রফিকুল ইসলাম।

০৯: ৫৭ , আগস্ট ৩১

জীবন পেলেন নাজমুল

বাংলাদেশ ৫ ওভারে ১২/১

প্রথম ওভারের পর নাঈম চার মেরেছেন আরেকটি, তবে অন্যপ্রান্তে তানজিদের উইকেট স্বাভাবিকভাবেই চাপ বাড়িয়ে দিয়েছে। পাল্লেকেলের উইকেটে বল ভালভাবে ব্যাটে আসছে, তা নয়। রাজিতাকে ফুললেংথে পেয়ে টেনে মারতে গিয়ে টাইমিং ঠিকঠাক করতে না পেরে মিড অনে ক্যাচ তুলেছিলেন নাজমুল। অধিনায়ক দাসুন শানাকা সামনে ডাইভ দিয়ে ক্যাচের নাগাল পেয়েছিলেন ভালোভাবেই। তবে হাতে রাখতে পারেননি বল। নাজমুল জীবন পেয়েছেন ২ রানে। শেষ বলে মিড অফে ক্যাচ তুলেছিলেন নাজমুল, যদিও এবার ফিল্ডারের বেশ সামনেই পড়েছে সেটি।

১০: ০৬ , আগস্ট ৩১

দুই ওভারে দুই চার

আগের ওভারে তিকশানাকে সুইপ করে চার মেরেছিলেন নাজমুল। এবার রাজিতাকে কাভার ড্রাইভে মেরেছেন নাঈম। সর্বশেষ ২ ওভার এসেছে ১১ রান। ম্যাচের প্রেক্ষিতে যেটি বেশ ইতিবাচকই বাংলাদেশের জন্য।

১০: ১১ , আগস্ট ৩১

উইকেট ছুড়ে এলেন নাঈম

আরেকজন স্পিনার। এবারও সফল প্রথম ওভারেই। আক্রমণে ধনাঞ্জয়া ডি সিলভাকে এনেছেন শানাকা। ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে বড় শট খেলতে গিয়েছিলেন নাঈম, তবে নিয়ন্ত্রণ ছিল না কোনোই। আউটসাইড-এজে ক্যাচ গেছে শর্ট থার্ডম্যানে। অষ্টম ওভারে বাংলাদেশ হারিয়েছে দ্বিতীয় উইকেট।

১০: ২৫ , আগস্ট ৩১

ফিরলেন সাকিবও

আরেকজন নতুন বোলার, আরেকটি উইকেট। মাতিশা পাতিরানার অফ স্টাম্পের বাইরের বাড়তি বাউন্সের বলে একটু যেন চমকেই গেলেন সাকিব। কাট করতে চেয়েছিলেন, তবে শট খেলে ফেলেন আগেভাগেই। আউটসাইড-এজ যায় উইকেটের পেছনে, কুশল মেন্ডিস বাঁদিকে ডাইভ দিয়ে নিয়েছেন ভালো ক্যাচ। সেটি ঠিকঠাক নিয়েছেন কি না, তা দেখার জন্য টেলিভিশন আম্পায়ারের কাছে যান মাঠের দুই আম্পায়ার। তবে টেলিভিশন আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করেননি সাকিব, ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন তার আগেই। ১১তম ওভারে তৃতীয় উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ, স্কোরবোর্ডে উঠেছে ৩৬ রান।

সাকিবকে ফেরানোর পর শ্রীলঙ্কানদের উল্লাস
এএফপি
১০: ২৯ , আগস্ট ৩১

বাঁহাতির মেলা

মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান, নাজমুল হোসেনের পর সাকিব আল হাসান—শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম চার ব্যাটসম্যানই বাঁহাতি। এ নিয়ে মাত্র চতুর্থবার বাংলাদেশের ওয়ানডেতে ঘটল এমন।

এর আগের তিনটি ঘটনাই ২০১১ বিশ্বকাপে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৮ রানে গুটিয়ে যাওয়া ম্যাচে ঘটেছিল এমন। সেবার বাংলাদেশের প্রথম চার ব্যাটসম্যান ছিলেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনাইদ সিদ্দিক ও শাহরিয়ার নাফীস।

সে টুর্নামেন্টে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটসম্যানই ছিলেন বাঁহাতি। সেবার পাঁচে খেলেছিলেন সাকিব আল হাসান।

১০: ৪৫ , আগস্ট ৩১

দুই পুলে দুই চার

মাতিশা পাতিরানার পরপর দুই ওভারে দুই পুল শটে চার মারলেন নাজমুল। প্রথম ৩৩ বলে ১৬ রান করা নাজমুল নিজের গতি বাড়িয়েছেন, পরের ১১ বলে তুলেছেন ১৫ রান। তাওহিদ হৃদয়ের সঙ্গে নাজমুলের জুটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, সেটি এখন ২৬ রানে দাঁড়িয়ে।

১৫ ওভারশেষে বাংলাদেশ ৬২/৩।

১০: ৫৪ , আগস্ট ৩১

বৃষ্টি

বাড়ছে গ্রাউন্ডসম্যানদের ব্যস্ততা। সেটি ড্রিংকস ব্রেকের আগে থেকেই। বিরতির পর ১ বল খেলা হয়েছে, এরপরই বৃষ্টির কারণে বন্ধ খেলা। অবশ্য কভার পৌঁছায়নি পিচ পর্যন্ত এখনো। খেলোয়াড়রাও ড্রেসিংরুম পর্যন্ত পৌঁছাননি। দেখে মনে হচ্ছে, শিগগির আবার শুরু হবে খেলা। কভার সরানো হয়েছে, আবারও খেলা শুরু হচ্ছে।

১১: ১২ , আগস্ট ৩১

বিচিত্র এশিয়া কাপ

এবার এশিয়া কাপ হচ্ছে দুটি দেশে, এ টুর্নামেন্টের ইতিহাসে যেটি প্রথমবার। ভারত ও পাকিস্তানের রাজনৈতিক জটিলতার কারণে পাকিস্তানের সঙ্গে খেলা হচ্ছে শ্রীলঙ্কাতেও। এশিয়া মহাদেশের এ টুর্নামেন্টের ইতিহাসে অবশ্য বিচিত্র ঘটনা কম নেই!

আরও পড়ুন
১১: ১৬ , আগস্ট ৩১

৫০ রানের জুটি

সাকিব ফেরার পর বেশ চাপে ছিল বাংলাদেশ। নাজমুল ও হৃদয়ের জুটি নিশ্চিতভাবেই স্বস্তির তাই। ২৩তম ওভারে দুজনের জুটিতে উঠল ৫০ রান, লেগেছে ৭০ বল। ফিফটির পথে এগোচ্ছেন নাজমুল। বাংলাদেশকে লড়াই করার মতো স্কোর এনে দেওয়ার ভিতটা গড়তে পারবে এ জুটি?

১১: ২২ , আগস্ট ৩১

নাজমুলের ফিফটি

শানাকার অফ স্টাম্পের বাইরের বলে কাট করে চার, তাতেই ফিফটি হয়ে গেল নাজমুলের। ওয়ানডে ক্যারিয়ারে এ বাঁহাতির এটি চতুর্থ ফিফটি। সেঞ্চুরি আছে একটি। হৃদয়ের সঙ্গে জুটিতে ৫০ রান উঠেছে আগেই।

ফিফটি পেলেন নাজমুল
এএফপি
১১: ২৫ , আগস্ট ৩১

রিভিউ নিয়ে হৃদয়কে ফেরালেন শানাকা

হৃদয়ের উইকেটের পর শানাকাকে ঘিরে শ্রীলঙ্কার উল্লাস
এএফপি

ডাউন দ্য গ্রাউন্ডে এসে শানাকাকে খেলতে গিয়ে লাইন মিস করে যান হৃদয়, শ্রীলঙ্কার জোরাল আবেদনে সাড়া দেননি ভারতীয় আম্পায়ার জয়ারমন মদনগোপাল। শ্রীলঙ্কা নেয় রিভিউ। ক্রিজ থেকে একটু বেরিয়ে এলেও ইমপ্যাক্টে প্রভাব ফেলেনি তা। এবার শ্রীলঙ্কার রিভিউ সফল হয়েছে, হৃদয়ের আউটে ভাঙল নাজমুলের সঙ্গে ৫৯ রানের জুটি। বাংলাদেশ চতুর্থ উইকেট হারিয়েছে দলীয় ৯৫ রানে।

এ উইকেটের গুরুত্ব কেমন, ড্রেসিংরুমে শ্রীলঙ্কা কোচ ক্রিস সিলভারউডের উদ্‌যাপনেই বোঝা যাচ্ছিল সেটি।

১১: ২৯ , আগস্ট ৩১

রিভিউ শেষ শ্রীলঙ্কার

এবার ভেল্লালাগের টার্ন করা বলে নাজমুলের বিপক্ষে রিভিউ নিয়েছিল শ্রীলঙ্কা। তবে বল ট্র্যাকিংয়ে সেটি লেগ স্টাম্প মিস করে যেত বলে দেখা গেছে। ফলে দুটি রিভিউই হারাল শ্রীলঙ্কা, মাঝে একটি সফল হয় তাদের। এর আগে দ্বিতীয় ওভারে নাজমুলের বিপক্ষেই প্রথম রিভিউটি হারিয়েছিল তারা।

১১: ৩২ , আগস্ট ৩১

তানজিদের বিস্মৃত অভিষেক

আন্তর্জাতিক অভিষেক তো একবারই হয়। তবে এর আগেও তো নানা পর্যায়ে অভিষেক হয়। সেই সব অভিষেককেই কিন্তু মোটামুটি রঙিন করে রেখেছেন তানজিদ। জাতীয় দলে আসার আগে প্রত্যেকটা ধাপেই তানজিদের অভিষেক ছিল দুর্দান্ত। তবে আন্তর্জাতিক অভিষেকটা এ বাঁহাতির হলো ভুলে যাওয়ার মতোই।

আরও পড়ুন
১১: ৩৪ , আগস্ট ৩১

বাংলাদেশের ১০০

২৬তম ওভারে এসে ১০০ পূর্ণ হলো বাংলাদেশের। ৩৬ রানে ৩ উইকেট হারানোর পর হৃদয়ের সঙ্গে নাজমুলের জুটি, সেটিও ভেঙেছে। এখন মুশফিকের সঙ্গে জুটি গড়ার চেষ্টা নাজমুলের। মাঝে মোমেন্টামটা বাংলাদেশের দিকে এসেছে মনে হলেও আবার চাপ তাদের ওপরই।

২৬ ওভারে ১০২/৪।

১১: ৫৬ , আগস্ট ৩১

জীবন পেলেন মুশফিক

১২ রানে ব্যাটিং করছিলেন মুশফিক। পাতিরানাকে কাট করতে গিয়ে ঠিকঠাক করতে পারেননি, বল গিয়েছিল উইকেটকিপার কুশল মেন্ডিসের কাছে। মেন্ডিস নিজে অবশ্য তেমন আত্মবিশ্বাসী ছিলেন না, আম্পায়ার পল উইলসনও আবেদনে সাড়া দেননি। তবে আল্ট্রা-এজ দেখিয়েছে, বল লেগেছিল মুশফিকের ব্যাটে। আগেই দুটি রিভিউ নষ্ট করে ফেলেছে শ্রীলঙ্কা।

১২: ০০ , আগস্ট ৩১

কতদূর যাবে বাংলাদেশ?

১২: ০৯ , আগস্ট ৩১

পাতিরানার শর্ট বলে থামলেন মুশফিক

মুশফিকের উইকেট নেওয়ার পর পাতিরানার উল্লাস
এএফপি

তিনটি ফুললেংথের পর শর্ট লেংথ—পাতিরানার সে ফাঁদে পা দিলেন মুশফিকুর রহিম। শেষ মুহূর্তে ব্যাট চালিয়েছিলেন, একেবারে নিচে লেগে সরাসরি ক্যাচ গেছে থার্ড ম্যানে দিমুথ করুনারত্নের হাতে। আরেকটি জুটি ভাঙল অসময়ে, চাপ আরেকদফা বাড়ল বাংলাদেশের ওপর, নাজমুলকে রেখে ফিরলেন আরেকজন। ২২ বলে ১৩ রান করেই থামলেন মুশফিক, পঞ্চম উইকেট বাংলাদেশ হারাল ১২৭ রান তুলতেই। নাজমুলকে সঙ্গ দিতে এসেছেন মেহেদী হাসান মিরাজ।

১২: ২০ , আগস্ট ৩১

৫২ বল পর বাউন্ডারি

২৭তম ওভারের শেষ বলে ভেল্লালাগেকে চার মেরেছিলেন নাজমুল। ৫২ বল পর আরেকটি চারের দেখা পেল বাংলাদেশ, ধনাঞ্জয়া ডি সিলভাকে সেটি মেরেছেন নাজমুলই। ৩৬তম ওভারে বাংলাদেশের এটি মাত্র ১১তম চার, ছক্কার দেখা মেলেনি এখনো। এ ইনিংসে বাংলাদেশের ব্যাটিংয়ের চিত্রটা ফুটে উঠছে তাতেই। ১৪ ওভার বাকি থাকতে স্কোরবোর্ডে মাত্র ১৪০ রান, নেই ৫ উইকেট।

১২: ২৮ , আগস্ট ৩১

দুই ব্যাটসম্যান এক প্রান্তে, রানআউট মিরাজ

কী হলো, সেটি ব্যাখ্যা করতে একটু সময় প্রয়োজন।

শেষ পর্যন্ত রানআউট হয়েছেন মেহেদী হাসান মিরাজ। সেটি হতে পারতেন নাজমুল হোসেনও। যদিও মিরাজ ইচ্ছা করে নিজের উইকেট ‘স্যাক্রিফাইস’ করেছেন, টেলিভিশন ফুটেজ দেখে তা মনে হচ্ছে না।

কাসুন রাজিতার বলে লেগ সাইডে খেলেছিলেন মিরাজ, সিঙ্গেল নিতে শুরু থেকেই আগ্রহী নাজমুল দৌড় শুরু করেন। তবে মিরাজ তাতে খুব একটা আগ্রহী ছিলেন না, কয়েক ধাপ এগোলেও নিজের প্রান্তেই থাকেন তিনি। ফলে দুই ব্যাটসম্যানই দাঁড়িয়ে থাকেন এক প্রান্তে।

নাজমুল অবশ্য ওই প্রান্তের ক্রিজে পৌঁছে যান। রাজিতা বল ধরে একটু অপেক্ষা করেন, ইশারায় দুই ব্যাটসম্যানকে ওই প্রান্তে যেতে বলছিলেন শ্রীলঙ্কা পেসার। মিরাজ শেষ মুহূর্তে নিজ প্রান্তের ক্রিজে ঢোকেন। তবে যেহেতু নাজমুল তাঁর আগেই ঢুকে গেছেন ক্রিজে, তাই বেঁচে যান তিনি।

শুরুতে আউট ভেবে নাজমুল হাঁটা শুরু করলেও আম্পায়াররা থামান তাঁকে। ড্রেসিংরুমে শেষ পর্যন্ত ফিরতে হয়েছে মিরাজকেই। ম্যাচের যা অবস্থা, তাতে বাংলাদেশের জন্য এ পুরো ঘটনায় ইতিবাচক দিক একটিই—ক্রিজে আছেন নাজমুল। তবে ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলেছে তারা। এখন ৫০ ওভার খেলতে পারবে কি না বাংলাদেশ, সে শঙ্কাও বড় হয়েছে।

১২: ৪৮ , আগস্ট ৩১

জীবন পাওয়ার পরের ওভারে আউট মেহেদী

আগের ওভারেই উইকেটকিপার কুশল মেন্ডিস ঠিকঠাক বল নিতে না পারায় স্টাম্পিংয়ের হাত থেকে বেঁচে গিয়েছিলেন মেহেদী হাসান। কিন্তু পাওয়া জীবন কাজে লাগাতে পারলেন না। পরের ওভারে দুনিথ ভেল্লালাগের আর্ম বল লাইন মিস করে এলবিডব্লিউ হয়েছেন তিনি। রিভিউ নিয়েছিলেন, কিন্তু কাজে আসেনি সেটি। বল ট্র্যাকিং দেখিয়েছে, উইকেটে হতো আম্পায়ার্স কল। ৪১তম ওভারে সপ্তম উইকেট হারিয়েছে বাংলাদেশ, সংগ্রহ ১৬২ রান। ২১ রানেই থেমেছে নাজমুলের সঙ্গে মেহেদীর জুটি।

১২: ৫৩ , আগস্ট ৩১

১১ রানের জন্য সেঞ্চুরি পেলেন না নাজমুল

নাজমুলকে রেখে ফিরছিলেন অন্যরা। এবার থামলেন তিনিও। তিকশানার দুর্দান্ত এক ডেলিভারিতে শেষ হলো নাজমুলের ৮৯ রানের ইনিংস। রাউন্ড দ্য উইকেট থেকে করা ক্যারম বলটি ঢুকছিল ভেতরের দিকে, ব্যাট ও প্যাডের মধ্যে থাকা গ্যাপ গলে সেটি ভেঙেছে স্টাম্প। সেঞ্চুরি থেকে ১১ রান দূরেই থামতে হলো নাজমুলকে। অলআউট হওয়ার পথে আরেকটু এগিয়ে গেল বাংলাদেশ।

১২: ৫৯ , আগস্ট ৩১

পাতিরানায় শেষ ইনিংস

পাতিরানার স্লোয়ার বলে ধোঁকা খেলেন তাসকিন। উইকেটের গতি বাংলাদেশ ব্যাটসম্যানকে ইনিংসজুড়েই ভুগিয়েছে, সেখানে টেল-এন্ডার তাসকিন গতির এমন বৈচিত্র সামাল দেবেন—সেটি আশা করা একটু বেশিই হয়ে যায়। পাতিরানা পেয়েছেন তৃতীয় উইকেট। এবং এক বল পরই পেলেন চতুর্থটি। এবার মোস্তাফিজুর রহমান হয়েছেন এলবিডব্লিউ। রিভিউ নিয়েছিলেন, তবে সেটি নেওয়ার জন্যই নেওয়া। কাজেও আসেনি। বাংলাদেশ থেমেছে ১৬৪ রানেই।

১৩: ০৪ , আগস্ট ৩১

নাজমুল ৮৯, বাংলাদেশ ১৬৪

লড়াই যা করার, নাজমুল হোসেনই করেছেন। পাল্লেকেলেতে এর বাইরে শ্রীলঙ্কার দাপুটে বোলিং পারফরম্যান্সের জবাব দিতে পারেননি আর কোনো বাংলাদেশি ব্যাটসম্যান। টসে জিতে ব্যাটিং নিয়ে ১৬৪ রানেই থেমে গেছে বাংলাদেশ, নাজমুল একাই করেছেন ৮৯ রান।

নাজমুলও বাংলাদেশকে টানতে পারেনি বেশিদূর
এএফপি

৩৬ রানে ৩ উইকেট হারানোর পর তাওহিদ হৃদয়ের সঙ্গে নাজমুলের জুটিতে উঠেছিল ৫৯ রান। কিন্তু এরপর আর কোনো জুটি বড় হয়নি। মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ বা মেহেদী হাসান সে অর্থে সঙ্গে দিতে পারেননি নাজমুলকে। অষ্টম ব্যাটসম্যান হিসেবে নাজমুল ফেরার পর বাংলাদেশও টেকেনি আর কিছুক্ষণ।

এ ম্যাচের আগে থেকে চোটের কারণে শ্রীলঙ্কার বোলিং লাইনআপ দূর্বল হয়ে পড়েছে, এমন আলোচনা ছিল। কিন্তু সেটির সামনেই দাঁড়াতে পারল না বাংলাদেশের ব্যাটিং।

১৩: ১১ , আগস্ট ৩১

নাজমুলের লড়াই 

৫৪.২৭
আজ দলের ৫৪.৩৭ শতাংশ রান একাই করেছেন নাজমুল।

সম্পন্ন হওয়া ইনিংসে এর চেয়ে বেশি ব্যক্তিগত অবদান বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে আছে আর তিনটি—

মুশফিকুর রহিম, ৫৫.১৭ শতাংশ (২৬১ রানের ১৪৪, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, দুবাই, ২০১৮)

তামিম ইকবাল, ৫৪.৮২ শতাংশ (২২৮ রানের ১২৫, প্রতিপক্ষ ইংল্যান্ড, মিরপুর, ২০১০)

লিটন দাস, ৫৪.৫০ শতাংশ (২২২ রানের ১২১, প্রতিপক্ষ ভারত, দুবাই, ২০১৮)

মুশফিক ও লিটনের ইনিংস দুটি এশিয়া কাপেই। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি জিতেছিল বাংলাদেশ, কিন্তু ভারতের বিপক্ষে ফাইনালে হেরেছিল।

১৩: ৩৯ , আগস্ট ৩১

তাসকিন-শরীফুলে শুরু

কাসুন রাজিতার সঙ্গে মহীশ তিকসানা—পেসের সঙ্গে স্পিন দিয়ে শুরু করেছিল শ্রীলঙ্কা। বাংলাদেশ অবশ্য শুরু করল দুই পেসার দিয়েই। তাসকিন আহমেদের পর আরেক প্রান্তে এসেছেন শরীফুল ইসলাম। তাসকিনের ওভারে বাউন্ডারি আসেনি, তবে শরীফুলের শর্ট বলে পুল করে প্রথম চারটি মেরেছেন পাতুম নিসাঙ্কা। শরীফুল দিয়েছেন ৯ রান। ২ ওভারে এসেছে ১২ রান। ভালো শুরু শ্রীলঙ্কার।

১৩: ৪১ , আগস্ট ৩১

প্রশ্ন, প্রশ্ন

টসে জিতে ব্যাটিংই কেনো? দুটি উইকেট পড়ার পর সাকিব আল হাসানকেই কেনো নামতে হলো? এক টানা তিনজন বাঁহাতি ব্যাটসম্যান নামায় কী শ্রীলঙ্কার সুবিধা হলো না? পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ দল যখন আগে ব্যাট করে ৪২.৪ ওভারে ১৬৪ রানে অলআউট হয়, তখন তো এ প্রশ্নগুলো আসবেই।

আরও পড়ুন
১৩: ৪২ , আগস্ট ৩১

প্রথম আঘাত তাসকিনের

তাসকিনের ফুলার লেংথের বল, সেটি আবার ঢুকছিল ভেতরের দিকে। তাতে লাইন মিস করে গেছেন দিমুথ করুনারত্নে। হয়েছেন বোল্ড। তৃতীয় ওভারে প্রথম আঘাত তাসকিনের, যে ব্রেকথ্রু খুব করে চাওয়া ছিল বাংলাদেশের। তবে শ্রীলঙ্কাকে চাপে ফেলতে উইকেট প্রয়োজন আরও। নিসাঙ্কার সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন কুশল মেন্ডিস।

শ্রীলঙ্কা ইনিংসে প্রথম আঘাত করেন তাসকিন
এএফপি
১৩: ৫০ , আগস্ট ৩১

নিসাঙ্কাকে ফেরালেন শরীফুল

শরীফুল চাপ আলগা করে দিচ্ছিলেন কি না, সে আলোচনা উঠছিল। তবে দ্বিতীয় আঘাতটি করলেন এ বাঁহাতি পেসার। রাউন্ড দ্য উইকেট করা বলটি বেরিয়ে যাচ্ছিল পাতুম নিসাঙ্কার কাছ থেকে, তাতে ব্যাট চালিয়েছিলেন তিনি। সামনে ঝুঁকে ভালো ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম। চতুর্থ ওভারে দ্বিতীয় উইকেট, বাংলাদেশ লড়াইয়ে ফিরেছে!

পাতুম নিসাঙ্কাকে ফেরান শরীফুল
এএফপি
১৪: ০০ , আগস্ট ৩১

তাসকিনের ওভারে দুই চার

চাপটা একটু কমে গেল তাসকিনের বলেই। তাঁর তৃতীয় ওভারের প্রথম দুই বলে টানা দুটি চার মেরেছেন সাদিরা সামারাবিক্রমা। কাভার ড্রাইভের পর ফ্লিক করে মেরেছেন তিনি। করুনারত্নেকে দারুণ ডেলিভারিতে বোল্ড করলেও তাসকিন লেংথ নিয়ে ঠিক নিশ্চিত হতে পারছেন না। অন্য প্রান্তে একই অবস্থা শরীফুলেরও। ৫ ওভারে ২৬/২।

১৪: ১০ , আগস্ট ৩১

শ্রীলঙ্কার রেকর্ড

পুরুষ ওয়ানডেতে প্রথম দল হিসেবে প্রতিপক্ষকে টানা ১১ ম্যাচে অলআউট করল শ্রীলঙ্কা। গত জুনে আফগানিস্তানকে অলআউট করার পর থেকে এ ধারা শুরু হয় তাদের। এর আগে টানা ১০ ম্যাচে প্রতিপক্ষকে অলআউট করার রেকর্ড ছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার।

১৪: ১৭ , আগস্ট ৩১

দুই প্রান্তেই পরিবর্তন

শরীফুলকে সরিয়ে সাকিব নিজেই এসেছেন। অন্য প্রান্তে তাসকিনকে সরিয়ে এনেছেন মোস্তাফিজকে। সামারাবিক্রমা বেশ স্বচ্ছন্দ্য এখন পর্যন্ত। তবে রান তুলতে ভুগছেন মেন্ডিস। প্রথম ১৮ বলে তিনি করেছেন ১ রান। চাপ ধরে রেখে উইকেট নিতে পারবে বাংলাদেশ?

১৪: ২৪ , আগস্ট ৩১

এবার সাকিবের আঘাত

মেন্ডিস ভুগছিলেন। আগের ওভারে মোস্তাফিজকে চার মারলেও সাকিবের আর্ম বলের কোনো জবাব দিতে পারলেন না তিনি। ইনিংসে দ্বিতীয় শ্রীলঙ্কান হিসেবে বোল্ড হলেন মেন্ডিস। বাংলাদেশকে লড়াইয়ে ভালোভাবেই রাখলেন অধিনায়ক। প্রথম পাওয়ারপ্লেতে ৩ উইকেট, এখনো অবশ্য বাকি ৪টি বল। ক্রিজে চারিত আসালাঙ্কা, শ্রীলঙ্কার পালটা আক্রমণের বড় ভূমিকা থাকতে পারে যাঁর। বাংলাদেশের জন্যও তাঁর উইকেটটি হতে যাচ্ছে দারুণ গুরুত্বপূর্ণ।

১৪: ৪১ , আগস্ট ৩১

জয়ের জন্য রেকর্ড চাই বাংলাদেশের

১৮৮/৪
সবচেয়ে কম রানের সম্বল নিয়ে এশিয়া কাপে জয়ের রেকর্ড ভারতের।

মানে আজ নতুন রেকর্ড গড়তে হবে বাংলাদেশকে। ১৯৮৪ সালে এশিয়া কাপের প্রথম আসরে শারজায় ১৮৮ রানের সম্বল নিয়েও পাকিস্তানকে ৫৪ রানে হারিয়েছিল ভারত। অবশ্য ম্যাচটি ছিল ৪৬ ওভারের।

সব মিলিয়ে বাংলাদেশ আগে ব্যাটিং করে সবচেয়ে কম রান নিয়ে জিতেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১০ সালে। প্রথম ইনিংসে ১৭৪ রান করে বাংলাদেশের জয় এসেছিল ৩ রানে।

১৪: ৫০ , আগস্ট ৩১

রিভিউ হারাল বাংলাদেশ

আসালাঙ্কার বিপক্ষে ব্যাট-প্যাডের ক্যাচের জন্য রিভিউ নিয়েছিলেন সাকিব। তবে আল্ট্রা-এজ কিছু দেখায়নি। প্রথম রিভিউটি হারিয়েছে বাংলাদেশ।

১৪: ৫৬ , আগস্ট ৩১

১০০-এর নিচে প্রয়োজন শ্রীলঙ্কার

১৭তম ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৬৯/৩। তাদের প্রয়োজন এখন ১০০-এর কম—৯৬ রান। নিশ্চিতভাবেই ওভার সমীকরণে আসছে না এখনো। সামারাবিক্রমা ও আসালাঙ্কার জুটি এখন অবিচ্ছিন্ন ২৬ রানে। লড়াইয়ে থাকতে গেলে বাংলাদেশের প্রয়োজন দ্রুত উইকেট।

১৫: ১৫ , আগস্ট ৩১

ফিফটি জুটি

৪৩ রানে তৃতীয় উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। সে সময়ও ম্যাচে ভারসাম্য ছিল, বলাই যায়। কিন্তু সাদিরা সামারাবিক্রমা ও চারিত আসালাঙ্কার জুটিতে ম্যাচ অনেকটাই ঝুঁকে পড়েছে স্বাগতিকদের দিকে। দুজনের জুটিতে উঠে গেছে ৫০ রান। ২১ ওভার শেষে ৩ উইকেটে ৯৩ রান শ্রীলঙ্কার, জয়ের জন্য প্রয়োজন ৭২ রান।

১৫: ২১ , আগস্ট ৩১

১০০ পেরোল শ্রীলঙ্কা

১০০ পেরিয়ে গেল শ্রীলঙ্কা। কাঙ্ক্ষিত চতুর্থ উইকেটের দেখা বাংলাদেশ এখনো পায়নি। সামারাবিক্রমা ও আসালাঙ্কার জুটি স্বাভাবিকভাবেই হতাশ করছে তাসকিনদের।

১৫: ২৬ , আগস্ট ৩১

সামারাবিক্রমার ফিফটি

দ্রুত ৩ উইকেট পড়ে যাওয়ার পর ফিফটি করেছিলেন নাজমুল। শ্রীলঙ্কার হয়ে সেটি করলেন সামারাবিক্রমা। ৫৯ বলে মাইলফলকে গেলেন তিনি। এখন পর্যন্ত যা অবস্থা, তাতে নাজমুলের লড়াকু ইনিংস ছাপিয়ে যাচ্ছে সামারাবিক্রমার ইনিংস।

১৫: ৪৬ , আগস্ট ৩১

অবশেষে ব্রেকথ্রু

মেহেদীকে ডাউন দ্য গ্রাউন্ডে এসে খেলতে গিয়ে লাইন মিস করেছেন সামারাবিক্রমা। মুশফিক যে খুব ভালোভাবে বলটি নিতে পেরেছেন, তা নয়। তবে সময় ছিল যথেষ্ট। ৫৪ রানে থেমেছেন সামারাবিক্রমা। চতুর্থ উইকেটের দেখা অবশেষে পেয়েছে বাংলাদেশ, তবে সেটি কি বড্ড দেরিতে? ৭৮ রানের জুটি ভাঙার পর শ্রীলঙ্কার প্রয়োজন এখন ৪৪ রান।

১৫: ৫২ , আগস্ট ৩১

ডিডিএস বোল্ড!

ধনাঞ্জয়া ডি সিলভাও (ডিডিএস) ডাউন দ্য গ্রাউন্ডে এলেন। কিন্তু এবার আর মুশফিককে কিছু করতে হয়নি। সরাসরি বোল্ড হয়েছেন তিনি। সামনে এসে উলটো নিজের বিপদই ডেকে এনেছেন। পরপর দুই ওভারে দুই উইকেট হারাল শ্রীলঙ্কা। ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ?

১৬: ০১ , আগস্ট ৩১

১০-২-২৯-২

বোলিং শেষ করলেন সাকিব। ১০ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তবে দলের সম্বল এমন, সাকিবের এমন মিতব্যয়ী বোলিং-ও যথেষ্ট না হওয়ার সম্ভাবনাই বেশি এখন পর্যন্ত!

১৬: ১৩ , আগস্ট ৩১

এবার আসালাঙ্কার ফিফটি

সামারাবিক্রমার পর এবার ফিফটি পেলেন আসালাঙ্কা। মাঝে দ্রুত ২ উইকেট হারালেও শ্রীলঙ্কাকে ভালোভাবেই জয়ের পথে রেখেছে তাঁর ইনিংস।

এ ওভারে মিরাজকে চার মেরে শ্রীলঙ্কাকে ১৫০ রানে নিয়ে গেছেন অধিনায়ক দাসুন শানাকা। জয়ের জন্য মাত্র ১৫ রান প্রয়োজন তাদের।

১৬: ২৬ , আগস্ট ৩১

৫ উইকেটে হেরে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

শানাকার বিপক্ষে তাসকিনের বলে এলবিডব্লিউর রিভিউ নিয়েছিল বাংলাদেশ, উইকেটে হয়েছে আম্পায়ার্স কল। তাসকিনের বলেই চার মেরে শ্রীলঙ্কার ৫ উইকেটের জয় নিশ্চিত করেছেন চারিত আসালাঙ্কা।

আগে ব্যাটিং করা বাংলাদেশ ৩ উইকেট হারিয়েছিল ৩৬ রানে। এরপর একটা ফিফটি জুটি। শ্রীলঙ্কা ৪৩ রানে ৩ উইকেট হারানোর পর গড়ল একটি ফিফটি জুটি। তবে বাংলাদেশের হয়ে যা লড়াই, নাজমুল হোসেন একাই করেছেন। শ্রীলঙ্কার হয়ে সেখানে সাদিরা সামারাবিক্রমার পর ফিফটি পেয়েছেন চারিত আসালাঙ্কাও। সামারাবিক্রমা ফিরলেও ইনিংস ধরে রাখেন আসালাঙ্কা। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি।

১১
টানা ১১টি ওয়ানডে জিতল শ্রীলঙ্কা, যেটি তাদের রেকর্ড

দুই দলের পার্থক্যও যেন ফুটে উঠেছে তাতেই। ১৬৪ রানের সম্বল নিয়ে শুরুতে উইকেট পেলেও মাঝের ওভারগুলোতে সামারাবিক্রমা ও আসালাঙ্কার জুটি কাঙ্ক্ষিত সময়ে ভাঙতে পারেনি বাংলাদেশ। বোলারদের গড়ে দেওয়া ভিতে শ্রীলঙ্কাও পেয়েছে ৫ উইকেটের সহজ জয়।

প্রথম ম্যাচ হারে সুপার ফোরে যাওয়ার পথটা কঠিন হয়ে গেল বাংলাদেশের। লাহোরে পরের ম্যাচের আফগানিস্তানকে হারানোর এখন বিকল্প নেই আর।

দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন আসালাঙ্কা (ডানে)
এএফপি
১৬: ৩০ , আগস্ট ৩১

অনুমিত কথাই বললেন সাকিব

এটা ৩০০ রানের উইকেট নয়, তবে আমাদের ২২০-২৩০ রান প্রয়োজন ছিল। বোলাররা অনেক দিন ধরেই তাদের কাজটি করছে। তবে যথেষ্ট রান ছিল না। আমরা এ ম্যাচ থেকে শিক্ষা নিয়ে সামনে এগোব।
বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান, শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর
১৬: ৪৬ , আগস্ট ৩১

বোলারদের কৃতিত্ব দিচ্ছেন শানাকা

বাংলাদেশ যে রান করেছে, আমাদের মনে হয়েছে এ উইকেট তার চেয়ে ভালো। বোলাররা এগিয়ে এসেছে।
স্বাভাবিকভাবেই বোলারদের কৃতিত্ব দিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা
১৬: ৪৮ , আগস্ট ৩১

ম্যাচসেরা পাতিরানা

এটি আমার দেশের হয়ে প্রথম ম্যাচসেরার পুরস্কার। ফলে খুবই খুশি।
মাতিশা পাতিরানা