পাকিস্তান এবার বিশ্বকাপ জিতবে। পাকিস্তান এবার বিশ্বকাপ জিতবে না! বিশ্বকাপ এলেই পাকিস্তানকে নিয়ে এমন দ্বিধা তৈরি হয়। দলটা এমন অননুমেয় যে কোনো আসর থেকেই তাদের ফেলে দেওয়া যায় না, আবার ভালো করার নিশ্চয়তাও নেই! নাসের হুসেইন যেমন মনে করেন, পাকিস্তান এবার বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে হারতে পারে! কিন্তু তারপর এই পাকিস্তানই আবার বাকি দলগুলোর ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারে!
একটি ইউটিউব চ্যানেলে এমন মন্তব্যই করেছেন নাসের হুসেইন। ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক ও ধারাভাষ্যকারের মন্তব্য প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান।
পাকিস্তান দল হিসেবে ঠিক কতটা অননুমেয়, তা বোঝাতে গিয়ে নাসের হুসেইন বলেছেন, ‘পাকিস্তান এই টুর্নামেন্টে ভালো দল। তাদের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। ম্যাচটি তারা হারতে পারে। আসলে এটাই পাকিস্তানের চরিত্র। এরপর তারা টানা জয়ের পথে ফিরতে পারে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ মনে করে দেখুন। একপর্যায়ে তো বাদই পড়ে যাচ্ছিল, কিন্তু কীভাবে যেন ফাইনালে উঠে এসেছিল। এটাই তাদের খেলা ব্র্যান্ড ও স্টাইল। খেলা দেখার জন্য অবিশ্বাস্য একটা দল।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সুপার টুয়েলভ থেকেই বাদ পড়ার শঙ্কায় ছিল। সুপার টুয়েলভে প্রথম দুই ম্যাচেই হেরে বসেছিল দলটি। কিন্তু সেখান থেকে ঠিকই ঘুরে দাঁড়িয়ে উঠেছিল ফাইনালে। পরে ফাইনালে হারলেও পাকিস্তান ক্রিকেটের চরিত্রটা বোঝা গিয়েছিল আরও একবার।
এবারও তেমন কিছু হতে পারে বলেই মনে করেন নাসের। ভারতের কন্ডিশনে বিশ্বকাপে পাকিস্তান প্রত্যাশিত রানটা পেয়ে গেলে বিশ্বের যেকোনো দলের পক্ষেই তাদের হারানো কঠিন হবে বলেই মনে করেন খ্যাতিমান এই ধারাভাষ্যকার, ‘তারা যদি প্রত্যাশিত স্কোরের চেয়ে বেশি করে ফেলে, তাহলে দুনিয়ার যেকোনো দলই সমস্যায় পড়বে।’