২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

এই গ্রীষ্মেই তাহলে শেষ অ্যান্ডারসনের

জেমস অ্যান্ডারসনবিসিসিআই

ক্যারিয়ারের ইতি টানছেন প্রথম ও একমাত্র পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট নেওয়া জেমস অ্যান্ডারসন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইংল্যান্ডের গ্রীষ্মকালীন মৌসুম শেষেই ২২ বছরের ক্যারিয়ার শেষ করবেন ৪১ বছর বয়সী পেসার।

গার্ডিয়ান তাদের প্রতিবেদনে দাবি করেছে, অ্যান্ডারসন অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে আলোচনার পর। কোচ ম্যাককালাম নিউজিল্যান্ড থেকে ১১০০০ মাইল পাড়ি দিয়ে এসে অ্যান্ডারসনের সঙ্গে কথা বলেছেন। ম্যাককালাম অ্যান্ডারসনকে জানিয়েছেন, টেস্ট দল নিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে চাইছেন তাঁরা।

মূলত ২০২৫-২৬ অ্যাশেজের জন্য পেস বিভাগ তৈরি করতে চাইছে ইংল্যান্ড। সেই অ্যাশেজের সময় অ্যান্ডারসনের বয়স হবে ৪৩। চলতি গ্রীষ্মে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিপক্ষে মোট ৬টি টেস্ট খেলবে ইংল্যান্ড। এর মধ্যে আগস্টের শেষ দিকে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে একটি টেস্ট খেলবে তারা। অ্যান্ডারসনের সম্ভাব্য বিদায়ী টেস্ট ধরা হচ্ছে সেটিকে।

সর্বশেষ ভারত সফরে ইতিহাসের তৃতীয় বোলার ও প্রথম পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেট নেন অ্যান্ডারসন। ধর্মশালায় ক্যারিয়ারের ১৮৭তম টেস্ট খেলতে নেমে কুলদীপ যাদবকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।
টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় অ্যান্ডারসনের ওপরে এখনো আছেন আরও দুজন। ৮০০ উইকেট নিয়ে সবার ওপর আছেন লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে শেন ওয়ার্ন।  

অ্যান্ডারসনের অভিষেক ২০০৩ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে লর্ডসে।