অস্ট্রেলিয়ার ‘কসাইখানায়’ প্রথম ইনিংসে ক্যারিবীয়রা অলআউট ১৮৮ রানে

৪ উইকেট নেওয়ার পথে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন জশ হ্যাজলউডএএফপি

অস্ট্রেলিয়ার কসাইখানায় ক্যারিবীয় ভেড়ার পাল’—অস্ট্রেলিয়া সফরে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দল দেখে আঁতকে উঠে কথাটা বলেছিলেন দলটির সাবেক তারকা জেফ ডুজন। দলে একঝাঁক অনভিজ্ঞ ক্রিকেটারের নাম দেখেই আশঙ্কায় কেঁপে উঠেছিলেন সেরা সময়ের ক্যারিবীয় দলে এই উইকেটকিপার।

ডুজনের আশঙ্কা সত্যি হতে সত্যি শুরু করেছে। সফরের প্রথম টেস্টের প্রথম ইনিংসেই ব্যাটিং বিপর্যয় হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। আজ অ্যাডিলেডে শুরু প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিবীয়রা গুটিয়ে গেছে ১৮৮ রানে। অস্ট্রেলিয়ার পেসারদের তোপের মুখে ওয়েস্ট ইন্ডিয়ানরা টিকেছে ৬২.১ ওভার।

রানটা যে ১৮০ পেরোল তাতে বড় অবদান দলটির কেমার রোচ ও শামার জোসেফের শেষ উইকেট জুটির। ১৩৩ রানে নবম উইকেট খোয়ানোর পর ৫৫ রানের জুটি গড়েন দুজন। অস্ট্রেলিয়ার মাটিতে দশম উইকেটে এটি ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সর্বোচ্চ জুটি।

বলতে হবে মাত্রই দ্বিতীয় টেস্ট খেলা কার্ক ম্যাকেঞ্জির কথাও। জাতীয় দলের জার্সিতে প্রথম ফিফটি পেয়েছেন ম্যাকেঞ্জি। ১৪ রানে ওপেনার তেজনারায়ণ চন্দরপলের বিদায়ের পর উইকেটে আসা ব্যাটসম্যান ঠিক ৫০ রান করে যখন বিদায় নিলেন ওয়েস্ট ইন্ডিজের স্কোর ১০৭/৫। ৯৪ বলে ৫০ রান করার পথে জশ হ্যাজলউডের বলে উইকেটকিপার অ্যালেক্স ক্যারির ক্যাচ হয়েছেন ম্যাকেঞ্জি।

২৫০
টেস্টে অস্ট্রেলিয়ার ১১তম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন জশ হ্যাজলউড
১১ নম্বরে নেমে ৩৬ রান করেছেন শামার জোসেফ
এএফপি

দলের রানটা ১৩৩ হতেই নবম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট অভিষিক্ত শামার জোসেফকে নিয়ে এরপরই প্রতিরোধ গড়েন রোচ। ৮০ টেস্টের অভিজ্ঞ রোচ বল ঠেকানোর কাজ করলেও অন্য পাশে জোসেফ ছিলেন আক্রমণাত্মক। ৪১ বলে ৩৬ রান করেছেন মাত্র ৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলিয়া সফরে যাওয়া জোসেফ। ১১ নম্বর ব্যাটসম্যান মেরেছে ৩টি চার ও ১টি ছক্কা। জোসেফ আউট হলেও রোচ ৪২ বলে ১৭ রান করে অপরাজিত ছিলেন।

টস জিতে ফিল্ডিং নেওয়া অস্ট্রেলিয়া প্রথম সেশনে ৬৪ রানে তুলে নেয় ৩ উইকেট। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স চন্দরপলের পর ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেগ ব্রাফেটের উইকেটটিও তুলে নেন।

আরও পড়ুন

ওয়েস্ট ইন্ডিজের পরের ৪টি উইকেটই নিয়েছেন জশ হ্যাজলউড। শুরু করেন অ্যালিক অ্যাথানেজকে দিয়ে। অফ স্টাম্পের বাইরেই পিচ করেছিল হ্যাজলউডের করা বলটি। বলটা বেরিয়ে যাবে ভেবেই ব্যাট উঁচিয়ে ছেড়ে দিয়ে বোল্ড হয়ে যান আথানেজ। হ্যাজলউড পেয়ে যান ২৫০তম টেস্ট উইকেট!

৪ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স
এএফপি

টেস্টে অস্ট্রেলিয়ার ১১তম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁলেন ৬৭তম ম্যাচ খেলা হ্যাজলউড। তাতে দারুণ এক রেকর্ডকে আরেকটু ঈর্ষণীয় করেছে অস্ট্রেলীয়রা। অস্ট্রেলিয়ার এই দলটার চার বোলার নাথান লায়ন, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও হ্যাজলউড—সবারই টেস্টে ২৫০ উইকেট আছে। এক সঙ্গে ম্যাচ খেলা চার বোলারের ২০০ উইকেটের মালিক—এমন রেকর্ডেও একমাত্র ছিলেন চতুষ্টয়।

হ্যাজলউড পরে নিয়েছেন কাভেন হজ, জাস্টিন গ্রিভস ও ম্যাকেঞ্জির উইকেট। হ্যাজলউডের মতো ৪ উইকেট নিয়েছেন কামিন্সও। অন্য দুটি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক ও নাথান লায়ন। চা বিরতির পর চতুর্থ ওভারে প্রথম বলে জোসেফকে এলবিডব্লু করেই ক্যারিবীয় ইনিংসের ইতি টানেন লায়ন।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৬২.১ ওভারে ১৮৮ (ম্যাকেঞ্জি ৫০, শামার জোসেফ ৩৬, রোচ ১৭, আলজারি জোসেফ ১৪, অ্যাথানেজ ১৩, ব্রাফেট ১৩, হজ ১২; কামিন্স ৪/৪১, হ্যাজলউড ৪/৪৪, লায়ন ১/৩৬, স্টার্ক ১/৩৭)।
আরও পড়ুন