ভারতে লিভার প্রতিস্থাপনের অপেক্ষায় আইরিশ ক্রিকেটার

আইরিশ অলরাউন্ডার সিমি সিংক্রিকেট আয়ারল্যান্ড

লিভারের সমস্যায় ভুগছেন আয়ারল্যান্ডের অফ স্পিনিং অলরাউন্ডার সিমি সিং। চিকিৎসকেরা জানিয়েছেন, ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের লিভার কাজ করছে না। এটি প্রতিস্থাপন করতে হবে। বর্তমানে তিনি ভারতের গুরুগ্রামে চিকিৎসাধীন।

আয়ারল্যান্ডের হয়ে ৩৫ ওয়ানডে ও ৫৩ টি–টোয়েন্টি খেলা সিমির জন্ম ও বেড়ে ওঠা ভারতের মোহালিতে। পাঞ্জাবের অনূর্ধ্ব–১৪ ও অনূর্ধ্ব–১৭ দলের হয়েও খেলেছিলেন। পরে আয়ারল্যান্ডে গিয়ে থিতু হয়ে ২০১৭ সালে দেশটির পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন।

সিমি সিংয়ের শ্বশুর পারভিন্দর সিংয়ের বরাতে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, পাঁচ–ছয় মাস আগে আয়ারল্যান্ডের ডাবলিনে থাকা অবস্থায় ‘অদ্ভুত’ ধরনের জ্বরে পড়েন সিমি। জ্বর আসছিল আর যাচ্ছিল। পরীক্ষা–নিরীক্ষা করালেও কোনো সমস্যা ধরা পড়েনি তখন। সিমির শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাঁকে ভারতে নিয়ে আসা হয়। এখানেও শুরুর দিকে বেশ কয়েকটি পরীক্ষা–নিরীক্ষা করে রোগের হদিস পাওয়া যায়নি।

শেষ পর্যন্ত চণ্ডীগড়ের পিজিআই চিকিৎসকেরা লিভার সমস্যার কথা জানান উল্লেখ করে পারভিন্দর বলেন, ‘চিকিৎসকেরা সিমিকে গুরুগ্রামের মেদান্তায় ভর্তি করানোর পরামর্শ দেন। তাঁরা বলেছেন, সিমির কোমায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর তেমন ঘটলে লিভার প্রতিস্থাপন সম্ভব হবে না।’

আরও পড়ুন

গত মঙ্গলবার মেদান্তায় ভর্তি হওয়া সিমি এখন লিভার প্রতিস্থাপনের অপেক্ষায় আছেন। ডাবলিনে কর্মরত তাঁর স্ত্রী আগামদীপ কাউর স্বামীকে লিভার দান করতে সম্মত হয়েছেন বলে জানান পারভিন্দর।

আয়ারল্যান্ডের হয়ে ওয়ানডেতে সেঞ্চুরি আছে সিমি সিংয়ের
রয়টার্স

২০২২ সালের অক্টোবরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা সিমি ৩৫ ওয়ানডেতে ব্যাট হাতে একটি করে সেঞ্চুরি ও ফিফটিসহ ৫৯৩ রান এবং বল হাতে ৩৯ উইকেট নেন। আর ৫৩ টি–টোয়েন্টিতে ব্যাট হাতে ২৯৬ রান ও বল হাতে ৪৪ উইকেট নেন। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে আছেন সিমি।

আরও পড়ুন