২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

শাহিনকে অধিনায়কত্ব থেকে দূরে রাখতে চেয়েছিলাম: শহীদ আফ্রিদি

শ্বশুর শহীদ আফ্রিদির সঙ্গে শাহিন আফ্রিদিটুইটার

পাকিস্তান দলের নতুন পালাবদলে নেতৃত্ব হারিয়েছেন শাহিন আফ্রিদি। পাকিস্তান ওয়ানডে ও টি–টোয়েন্টি দলের নেতৃত্বে ফিরিয়ে আনা হয়েছে বাবর আজমকে। হঠাৎ করেই জামাই শাহিন আফ্রিদি টি–টোয়েন্টি দলের নেতৃত্ব হারানোয় কি কোনো ক্ষোভ বা রাগ জন্ম নিয়েছে শ্বশুর শহীদ আফ্রিদির মনে! এ ব্যাপারে সরাসরি কেউ কিছু না বললেও এমন একটা চাপা গুঞ্জন পাকিস্তান তথা উপমহাদেশের ক্রিকেট মহলে উঠেছে।

এ গুঞ্জনে দ্রুতই পানি ঢেলে দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। শাহিন পাকিস্তান টি–টোয়েন্টি দলের নেতৃত্ব পাওয়ার পর যেমনটা বলেছিলেন, এবারও সে কথাই বললেন শহীদ আফ্রিদি—তিনি চান না শাহিন আফ্রিদি অধিনায়কত্ব করে নিজের খেলায় ব্যাঘাত ঘটান!

আরও পড়ুন
আবারও পাকিস্তানের নেতৃত্বে ফিরেছেন বাবর আজম
এক্স

শহীদ আফ্রিদি তো এটাও চাননি যে শাহিন পিএসএলে লাহোর কালান্দার্সের অধিনায়ক হন। আফ্রিদির পাকিস্তান টি–টোয়েন্টি দলের নেতৃত্ব হারানো নিয়ে শ্বশুর শহীদ আফ্রিদি বলেছেন, ‘আমি চাই, শাহিন তার নিজের ক্রিকেটে মনোযোগ দিক।’

পিএসএলের আগে জামাইকে এ বিষয়ে পরামর্শ দিয়েছিলেন শহীদ আফ্রিদি। কিন্তু শাহিন তাঁর পরামর্শ না মেনে লাহোরকে নেতৃত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘আমি সব সময়ই শাহিনকে অধিনায়কত্ব থেকে দূরে রাখতে চেয়েছিলাম।’

আরও পড়ুন
পাকিস্তানের অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানকেই পছন্দ শহীদ আফ্রিদির
সংগৃহীত

শাহিন আফ্রিদিকে সরিয়ে বাবরকে অধিনায়ক করার পরপরই একবার পাকিস্তানের নেতৃত্ব নিয়ে কথা বলেছিলেন শহীদ আফ্রিদি। সেই সময় তিনি বলেছিলেন, বাবরকে টি–টোয়েন্টির অধিনায়ক করায় তিনি বিস্মিত হয়েছেন।

কী কারণে বিস্মিত হয়েছেন, সেই ব্যাখ্যাও দিয়েছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। শাহিন আফ্রিদিকে সরিয়ে বাবরকে নেতৃত্বে না ফিরিয়ে মোহাম্মদ রিজওয়ানকে অধিনায়ক করলেই শহীদ আফ্রিদি খুশি হতেন। তাঁর কাছে, এ মুহূর্তে পাকিস্তানের অধিনায়ক হওয়ার জন্য সেরা বিকল্প রিজওয়ানই। তবে পাকিস্তান ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তিনি বাবর এবং তাঁর দলকে পূর্ণ সমর্থন জানিয়ে যাবেন বলেও উল্লেখ করেছেন।

আরও পড়ুন