২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

রোহিত আইফোন–আইপ্যাডের কথা ভুললেও যা ভোলেন না

সংবাদ সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মাএএফপি

বিমানবন্দরে যেতে গাড়িতে উঠেছেন, কিন্তু সঙ্গে নেননি পাসপোর্ট। টস জিতলে কী করবেন আগেই সিদ্ধান্ত নেওয়া, কিন্তু টস জেতার পর বলতে পারছেন না কী বলবেন। অনুশীলন শুরুর আগে ফোন রেখেছিলেন এক জায়গায়, কিন্তু শেষ করে এসে মনে করতে পারছেন না কোথায় রেখেছেন।

বিভিন্ন সময়ে এমনই সব ‘ভুলোমনা’র কাণ্ড ঘটিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলি তো কাউকেই রোহিতের মতো ভুলোমনা দেখেননি বলে জানিয়েছেন। এবার ভারতের সাবেক ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানালেন ‘ভুলোমনা’ রোহিতের অন্য গুণের কথা। বলেছেন, রোহিত অনেক কিছুই ভুলে যান ঠিকই, কিন্তু দলগত সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ একটি দিক কখনোই ভোলেন না।

গত জুনে ভারতের তৃতীয় অধিনায়ক হিসেবে দেশটির হয়ে বিশ্বকাপ জিতেছেন রোহিত। এরপর টি-টোয়েন্টি খেলা ছেড়ে দিলেও এখনো তিনি টেস্ট এবং ওয়ানডে সংস্করণের অধিনায়ক। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটার কীভাবে অধিনায়ক হিসেবে অন্যদের তুলনায় বিশেষ, সেটি তুলে ধরেছেন ভারতের সাবেক ওপেনার ও ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। তরুওয়ার কোহলির পডকাস্টে বিক্রম বলেন, ‘টিম মিটিংয়ে কৌশল নির্ধারণের ক্ষেত্রে রোহিতের মতো আর কোনো অধিনায়ককে এত বেশি যুক্ত থাকতে দেখেননি। সে টসের সময় ব্যাট করবে না বল করবে সেটা হয়তো ভুলে যায়। টিম বাসে নিজের ফোন এবং আইপ্যাড নিতেও হয়তো ভুলে যায়। কিন্তু গেমপ্ল্যান কখনোই ভোলে না। সেই এই কাজটায় দক্ষ, বিচক্ষণ কৌশলবিদ।’

অধিনায়ক রোহিতের দলের বিভিন্ন আলোচনায় কতটা জড়িত থাকেন, সেটি বোঝাতে গিয়ে রাঠোর বলেন, ‘দলের কৌশল প্রণয়নে সে প্রচুর সময় দেয়। সে বোলারদের বৈঠকে থাকে, ব্যাটসম্যানদের বৈঠকে থাকে। বোলার ও ব্যাটসম্যানদের সঙ্গে বসে বোঝার চেষ্টা করে, কে কী ভাবছে। খেলোয়াড়দের সঙ্গে অনেক সময় কাটায় সে।’

আরও পড়ুন

রোহিতকে খেলোয়াড়দের অধিনায়ক উল্লেখ করে তাঁর ব্যাটিংয়ের প্রশংসাও ঝরেছে বিক্রমের কণ্ঠে, ‘ওর প্রথম গুণ হচ্ছে ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত। নিজের খেলাটা সত্যিই ভালো বোঝে। ম্যাচ পরিকল্পনাও ওর কাছে একদম পরিষ্কার থাকে। আর অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়া দরকার হয়, উদাহরণ তৈরি করতে হয়। অধিনায়ক হওয়ার পর থেকে রোহিত উদাহরণই তৈরি করে গেছে।’

অধিনায়ক হিসেবে মাঠে রোহিতের নেওয়া সিদ্ধান্তে অনেক সময় কোচরাও বিভ্রান্ত হন। তবে শেষ পর্যন্ত রোহিতই সঠিক বলে প্রমাণিত হন মন্তব্য করে রাঠোর বলেন, ‘এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরার ওভার সে আগেই শেষ করে ফেলেছিল। অনেকেই এমন সিদ্ধান্তে প্রশ্ন তুলেছিল। কিন্তু পরে দেখা গেল ওর সিদ্ধান্তের কারণেই শেষ ওভারে প্রতিপক্ষের জন্য ১৬ রান দরকার রয়ে গেছে।’

আরও পড়ুন