সল্ট–কোহলির ব্যাটে ম্লান শাহরুখের হাসি

ফিল সল্ট ও বিরাট কোহলির দারুণ ব্যাটিংয়ে জিতেছে কলকাতারয়টার্স

কলকাতার ইডেন গার্ডেনে আজ হয়ে গেল আইপিএলের বর্ণাঢ্য উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠানের এই আয়োজন আলোকিত হয়েছে শাহরুখ খান-দিশা পাটানির নাচ ও শ্রেয়া ঘোষালের গানে। আইপিএলের উদ্বোধনে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বলিউড বাদশাহ এবং কলকাতা নাইট রাইডার্সের অন্যতম মালিক শাহরুখ খান।

উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলেছে তাঁর দল। ম্যাচ শুরুর আগে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়াম মাতিয়েছেন দলটির মালিক শাহরুখ। বলতে গেলে তাঁর সঙ্গে নেচেছে গোটা স্টেডিয়াম। মঞ্চে শাহরুখের নাচের সঙ্গী ছিলেন বেঙ্গালুরুর সবচেয়ে বড় তারকা বিরাট কোহলিও। দিশা পাটানির নাচেও মুগ্ধ ছিল ইডেন গার্ডেনের দর্শক। এ ছাড়া মাদকতা ছড়িয়েছে শ্রেয়ার কণ্ঠের অসাধারণ গান।

ম্যাচের আগে হাসি-গানে মাতলেও ম্যাচ শেষে শাহরুখের সেই হাসি অবশ্য আর থাকেনি। বেঙ্গালুরুর বিপক্ষে তাঁর দল কলকাতা আগে ব্যাট করে ৮ উইকেটে ১৭৪ রান। কিন্তু সেই লক্ষ্য পাত্তাই পায়নি বেঙ্গালুরুর সামনে। ফিল সল্ট ও বিরাট কোহলির জোড়া ফিফটিতে মাত্র ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরু।

আরও পড়ুন

১৭৫ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ঝড় তোলেন বেঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। বৈভব অরোরার তৃতীয় ওভারে ২০ রান নেওয়ার পর বরুণ চক্রবর্তীর চতুর্থ ওভারে আসে ২১ রান। দুই ওপেনারের আগ্রাসী ব্যাটিংয়ে ৫ ওভারেই বেঙ্গালুরু করে ৭৫ রান।

শেষ পর্যন্ত খেলে দলকে জিতিয়েছেন
রয়টার্স

এরপর অবশ্য রানের গতি খানিকটা মন্থর হয়ে আসে, ৩১ বলে ৫৬ রান করে ফিরে যান সল্টও। তবে থামানো যায়নি বেঙ্গালুরুকে। কোহলি ও রজত পতিদারের ব্যাটিং নৈপুণ্যে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে বেঙ্গালুরু। দলকে জয়ের দ্বারপ্রান্তে রেখে ১৬ বলে ৩৪ রান করে আউট হন পতিদার। তবে ৩৬ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন কোহলি।

আরও পড়ুন

উদ্বোধনী ম্যাচের প্রথম ওভারেই কুইন্টন ডি ককের উইকেট হারায় কলকাতা। ৪ রান করা ডি কককে ফেরান জস হ্যাজলউড। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দারুণভাবে কলকাতাকে এগিয়ে নেন সুনীল নারিন ও অধিনায়ক আজিঙ্কা রাহানে। এ দুজন মিলে গড়েন ৫৫ বলে ১০৩ রানের জুটি।

উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ–কোহলি
রয়টার্স

২৬ বলে ৪৪ রান করা নারাইনের বিদায়ে ভাঙে এ জুটি। নারাইনের বিদায়ের পরপর ফিরে যান রাহানেও। ক্রুনাল পান্ডিয়ার বলে ফেরার আগে ৩১ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৫৬ রান করেন রাহানে। খুব বেশি রান যোগ করতে পারেননি ভেঙ্কটেশ আইয়ারও (৬)।

শেষ দিকে অংকৃশ রঘুবংশীর দ্রুতগতিতে তোলা ২২ বলে ৩০ রানে শেষ পর্যন্ত কলকাতা পায় ৮ উইকেটে ১৭৪ রানের সংগ্রহ। বেঙ্গালুরুর হয়ে ২৯ রান দিয়ে ৩ উইকেট নেন ক্রুনাল এবং ২২ রান দিয়ে ২ উইকেট নেন হ্যাজলউড।