হোয়াইট হাউস থেকে যুক্তরাষ্ট্র দলের জন্য এল শুভেচ্ছা বার্তা

প্রথমবার টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেই চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্রএএফপি

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকেই সুপার এইটে উঠে চমকে দিয়েছে সহ-আয়োজক দেশটি।

বেসবল-বাস্কেটবলের দেশ যুক্তরাষ্ট্রে ক্রিকেট জনপ্রিয়তার দিক থেকে বেশ পিছিয়ে। তবে যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের সাফল্য দেশটির ঊর্ধ্বতন মহলের নজর এড়িয়ে যায়নি। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ কর্মকর্তা জন কারবি শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্র ক্রিকেট দলকে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ যুক্তরাষ্ট্র ক্রিকেটের হ্যান্ডল থেকে গতকাল রাতে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে এক সংবাদকর্মী যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের প্রসঙ্গ তুলতেই কারবি বলেন, ‘হ্যাঁ, তাদের অভিনন্দন। আমি দেখেছি, আমরা এখন সুপার এইটে।’

সংবাদকর্মীর প্রশ্নের মধ্যেই এ কথা বলছিলেন কারবি। অসমাপ্ত সেই প্রশ্নের শেষ অংশ ছিল, সামনে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ যুক্তরাষ্ট্রের, এই অপ্রত্যাশিত সাফল্যের জন্য ক্রিকেট দলের প্রতি প্রেসিডেন্টের কোনো বার্তা আছে কি না।

কারবি হেসে বলেন, ‘এই সাফল্যের জন্য আমরা সবাই তাদের অভিনন্দন জানাই। এটা অসাধারণ। আমরা সবাই তাদের জন্য গলা ফাটিয়েছি।’

আরও পড়ুন

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপের রানার্সআপ দল হিসেবে সুপার এইটে উঠেছে যুক্তরাষ্ট্র। ৪ ম্যাচ খেলে ২টিতে জিতেছে তারা। কানাডাকে হারানোর পাশাপাশি শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে সুপার ওভারে জিতে চমকে দেয় যুক্তরাষ্ট্র।

আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় আরও ১ পয়েন্ট পায় মোনাঙ্ক প্যাটেলের দল। ৪ ম্যাচে মোট ৫ পয়েন্ট নিয়ে সুপার এইটে উঠেছে তারা।