বাংলাদেশ সিরিজেই কোহলি-রোহিতের কীর্তি ছোঁয়ার সুযোগ বাবরের

পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজমএএফপি

বিরাট কোহলি, রোহিত শর্মা, বাবর আজম—সময়ের অন্যতম সেরা তিন ব্যাটসম্যান। সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরাদের তালিকায় ওপরের দিকেই থাকবে এই ত্রয়ীর নাম। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের এই তিন ব্যাটসম্যানকে মিলিয়ে দিয়েছে একটি পরিসংখ্যানও। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের ৪ হাজারি ক্লাবের সদস্য যে শুধু এই ত্রয়ীই।

কোহলি ও রোহিত আছেন আন্তর্জাতিক ক্রিকেটে ৪ হাজার রানের আরেকটি ক্লাবেও। যে ক্লাবে এখন পর্যন্ত সদস্য তাঁরা দুজনই। সংখ্যাটা শিগগিরই তিন হয়ে যেতে পারে। আন্তর্জাতিক টি-টোয়েন্টির ৪ হাজার রানের ক্লাবের মতো যেখানেও রোহিত-কোহলির সঙ্গে বাবরের নাম যোগ হওয়াটা সময়ের ব্যাপার মাত্র। আজ থেকে শুরু বাংলাদেশ-পাকিস্তান সিরিজেই হতে পারে সেটি।

এই ক্লাবটি আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই ৪ হাজার রান করা ব্যাটসম্যানদের। রোহিত ও কোহলি তিন সংস্করণেই করেছেন ৪ হাজারের বেশি রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ওয়ানডেতে ৪ হাজারের বেশি রান করলেও টেস্টে এই মাইলফলক ছুঁতে বাবরের দরকার আরও ১০২ রান।

আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই ৪ হাজারের বেশি রান করেছেন ভারতের বিরাট কোহলি ও রোহিত শর্মা
এএফপি

পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্টের আগে এই সংস্করণে ৫২ ম্যাচে করেছেন ৩৮৯৮ রান। পাকিস্তানের হয়ে খেলা ১২৩ টি-টোয়েন্টিতে বাবরের রান ৪১৪৫, ১১৭ ওয়ানডেতে সংখ্যাটা ৫৭২৯।

আরও পড়ুন