২১টি ডট বল!
বাংলাদেশ সময় সোমবার সকালে টি–টোয়েন্টি বিশ্বকাপে নতুন রেকর্ডই গড়েছিলেন তানজিম হাসান। কিন্তু ২৪ ঘণ্টা না পেরোতেই রেকর্ডটি খুইয়েছেন বাংলাদেশের পেসার। ২৪টি ডট বল করে বা ৪ ওভারই মেডেন নিয়ে বিশ্বকাপ রেকর্ড তো ভেঙেছেনই লকি ফার্গুসন, ছুঁয়েছেন আন্তর্জাতিক টি–টোয়েন্টির বিশ্ব রেকর্ডও।
ত্রিনিদাদের তারুবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে ৪ ওভার বল করে ৪টিই মেডেন নেওয়ার কীর্তি গড়েছেন কিউই পেসার। কানাডার সাদ বিন জাফরের পর মাত্র দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়া ফার্গুসন কোনো রান দিয়ে নিয়েছেন ৩ উইকেটও।
আর তাতে বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হওয়া নিউজিল্যান্ড দেশে ফিরছে আরেকটি জয় নিয়ে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিবেশীদের ৭৮ রানে অলআউট করে ৪৬ বল ও ৭ উইকেট হাতে রেখে তা পেরিয়েছে কেইন উইলিয়ামসনের দল।
বৃষ্টিতে দেরিতে শুরু হওয়া ম্যাচের পঞ্চম ওভারে প্রথম বোলিং পান ফার্গুসন। কিউই পেসারের করা প্রথম বলেই ড্রাইভ করতে গিয়ে প্রথম স্লিপে ক্যাচ দেন পিএনজি অধিনায়ক আসাদ ভালা। টানা দুই ওভার মেডেন নিলেও উইলিয়ামসন বোলিং থেকে সরিয়ে নেন ফার্গুসনকে। ফার্গুসন আবার আক্রমণে ফেরেন পিএনজি ১১ ওভারে ২ উইকেটে ৪১ রান তোলার পর। ফিরেই দ্বিতীয় বলে চার্লস আমিনিকে এলবিডব্লু করে দেন। ফার্গুসন উইকেট নেন ১৪তম ওভারের দ্বিতীয় বলেও, এবার বোল্ড চ্যাড সোপার। ফার্গুসন ৪–৪–০–৩, ওই ওভার শেষে স্কোরকার্ডটা এমনই দেখাচ্ছিল।
৪ ওভারে ৪ মেডেন, আন্তর্জাতিক টি–টোয়েন্টি প্রথম এমনটা দেখে ২০২১ সালে। কানাডার বাঁহাতি স্পেনার সাদ বিন জাফর কুলিজে পানামার বিপক্ষে ৪ ওভারে কোনো রান না দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এ ছাড়া এক ম্যাচে ৩টি করে মেডেন নিয়েছেন দুজন।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এক ম্যাচে ৪ মেডেন
সংক্ষিপ্ত স্কোর
পিএনজি: ১৯.৪ ওভারে ৭৮ (আমিনি ১৭, ভানুয়া ১৪, বাউ ১২; ফার্গুসন ৩/০, সাউদি ২/১১, বোল্ট ২/১৪, সোধি ২/২৯, স্যান্টনার ১/১৭)।
নিউজিল্যান্ড: ১২.২ ওভারে ৭৯/৩ (কনওয়ে ৩৫, মিচেল ১৯*, উইলিয়ামসন ১৮*; মোরেয়া ২/৪, কামেয়া ১/২৩)।
ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: লকি ফার্গুসন।