মেয়েদের ক্রিকেটে নতুন রেকর্ড হিলির

৮২ রানের ইনিংস খেলার পথে বাউন্ডারি মারছেন অ্যালিসা হিলি। আজ মুম্বাইয়ে ভারতের বিপক্ষেবিসিসিআই

মেয়েদের ওয়ানডে ক্রিকেটের যাত্রা শুরু ১৯৭৩ সালে। এই ৫১ বছরে আজকেরটি নিয়ে ১ হাজার ৩৫৯তম ওয়ানডে ম্যাচ চলছে। অথচ অধিনায়ক–উইকেটকিপারের দ্বৈত ভূমিকায় খেলতে নামা কোনো ব্যাটারের শতক নেই! ৮০ পেরোনো ইনিংসই দেখা গেল আজ প্রথমবার। শতক না হলেও তাই নতুন রেকর্ডই গড়লেন অ্যালিসা হিলি।  

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে ৮২ রান করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও উইকেটকিপার হিলি, মেয়েদের ওয়ানডে যেটি এখন কোনো অধিনায়ক-উইকেটকিপারের সর্বোচ্চ রানের ইনিংস। ফিবি লিচফিল্ডকে নিয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে আরেকটি রেকর্ডের সঙ্গী হয়েছেন হিলি। দুজন মিলে প্রথম উইকেটে তুলেছেন ১৮৯ রান, যা ভারতের বিপক্ষে মেয়েদের ওয়ানডেতে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ।

গ্রাফিকস : মাহাফুজার রহমান

৮২ রানের ইনিংসে অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক হিলি ভেঙেছেন নেদারল্যান্ডসের বাবেত্তে ডি লিডির রেকর্ড। এর আগে তাঁর ৭৬ রানের ইনিংসটাই ছিল সর্বোচ্চ, যা তিনি ২০২২ সালের আগস্টে করেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে।

বাবেত্তের নামের শেষাংশ পড়েই বুঝে ফেলার কথা, তিনি নেদারল্যান্ডসের বিখ্যাত ক্রিকেট পরিবারের মেয়ে। সম্পর্কে বর্তমান ডাচ অলরাউন্ডার বাস ডি লিডির চাচাতো বোন ও সাবেক অলরাউন্ডার টিম ডি লিডির ভাতিজি।

হিলি এখন নিজের নামেই দারুণ পরিচিত হলেও মজার ব্যাপার হচ্ছে, তিনিও অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ইয়ান হিলির ভাতিজি আর তারকা ফাস্ট বোলার মিচেল স্টার্কের স্ত্রী। ক্রিকেট ইতিহাসে বিশ্বকাপজয়ী একমাত্র দম্পতিও স্টার্ক–হিলি।

ক্রিকেট ইতিহাসের একমাত্র দম্পতি হিসেবে বিশ্বকাপ জিতেছেন স্টার্ক–হিলি
আইসিসি

অস্ট্রেলিয়া নারী ওয়ানডে দলের অধিনায়ক ও স্বীকৃত উইকেটকিপার হিসেবে এর আগে আটবার ব্যাট করেছেন হিলি। ওই আট ইনিংসে তাঁর সর্বোচ্চ ছিল ৩৮ রান। গত বছরের জুলাইয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হলেও তিন সংস্করণেই স্থায়ী নেতৃত্বে পান গত ডিসেম্বরে। নারী ক্রিকেট ইতিহাসের সফলতম অধিনায়ক মেগ ল্যানিং অবসর নেওয়ায় ব্যাটনটা হিলির হাতে তুলে দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে গড়লেন নতুন রেকর্ড।

আরও পড়ুন

অধিনায়ক-উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ইনিংসের তালিকায় এখন তিনে বাংলাদেশের নিগার সুলতানা। বাবেত্তের রেকর্ডটা ২০২২ সালেই ভাঙার সুযোগ এসেছিল তাঁর সামনে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৩ রানে আউট হয়ে যান নিগার।

সম্প্রতি তিন সংস্করণেই অস্ট্রেলিয়ার স্থায়ী অধিনায়ককের দায়িত্ব পেয়েছেন অ্যালিসা হিলি
সিএ

এ তালিকায় চার ও পাঁচে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের মেরিসা আগুইলেইরা ও দক্ষিণ আফ্রিকার মিগনন ডু প্রি। দুজনই অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন।
২০১১ সালে আগুইলেইরা ৭১ রান করেছিলেন পাকিস্তানের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে। একই বছর ডু প্রি ৬৫ রান করেছিলেন নেদারল্যান্ডসের বিপক্ষে; বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচের ভেন্যু ছিল সাভারের বিকেএসপির ২ নম্বর মাঠ।