সেমিফাইনালের চাপ নেই, বলতে চান না ভারত কোচ

ভারত কোচ রাহুল দ্রাবিড়আইসিসি

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো রাউন্ড রবিন লিগের সব ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছে ভারত। টুর্নামেন্ট খেলতে আসা ৯ দলের কেউই লিগ পর্বে ভারতকে হারাতে পারেনি। রোহিত শর্মার দল যে গতিতে ছুটছে, তাতে বিশ্বকাপ ট্রফি তাঁর হাতেই দেখছেন বেশির ভাগ বিশ্লেষক।

তবে ট্রফি হাতে তোলার শেষ পথটুকু আগের মতো সহজ হবে না বলেই মনে করেন ভারত কোচ রাহুল দ্রাবিড়। লিগ পর্বে ম্যাচ হারলেও বড় ক্ষতি ছিল না, সেমিফাইনালে উঠতে পয়েন্টের দিক থেকে সেরা চারে থাকলেই চলত। কিন্তু এখন চ্যালেঞ্জ নকআউট পর্বের। হারলেই টুর্নামেন্ট থেকে বিদায়। যে কারণে আগামী বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল নিয়ে কিছুটা হলেও চাপ বোধ করছেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। সাবেক এই ক্রিকেটার বলেছেন, সেমিফাইনালকে অন্য আট–দশটি ম্যাচের মতো করে দেখছে না তাঁর দল।

তিন ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা ভারত লিগ পর্বের শেষ ম্যাচটি খেলে গতকাল রোববার নেদারল্যান্ডসের বিপক্ষে। ১৬০ রানের জয়ের পর সম্প্রচার প্রতিষ্ঠান স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় সেমিফাইনাল নিয়ে বলেন, ‘যদি বলি যে এটা অন্য সব ম্যাচের মতোই একটা, সেমিফাইনালের কোনো চাপ নেই, তাহলে ভুল বলা হবে। ক্রিকেটে কোনো ম্যাচই জেতার নিশ্চয়তা নেই। যেটা আমরা করতে পারি, সেটা হচ্ছে যতটা সম্ভব প্রস্তুত হওয়া। আমরা সেটাই করছি।’

লিগ পর্বের ৯ ম্যাচে ভারত যেভাবে দাপুটে ক্রিকেট খেলেছে, তাতে ভারতকেই শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখছেন অনেকে। তবে একটি ম্যাচ না জিতলেই বিশ্লেষকদের কথা বদলে যেতে পারে বলে মনে করেন ভারত কোচ, ‘যখন সব ঠিকঠাক চলে, তখন সবার চোখেই ভালোটা ধরা পড়ে। কিন্তু একটা ম্যাচ হারলেই সবাই বলা শুরু করবে আপনি কিছু জানেন না।’

আরও পড়ুন

ভারত ২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর পরবর্তী দুটি আসরে সেমিফাইনাল থেকে ছিটকে গেছে। এর মধ্যে ২০১৯ আসরে তাদের সেমিফাইনাল থেকে বিদায় করে দিয়েছিল নিউজিল্যান্ড, যে দলটি এবারও প্রতিপক্ষ।

বিশ্বকাপের লিগ পর্বে না হারলেও সেমিফাইনালের চাপ আছে ভারতের সামনে
রয়টার্স

নকআউট পর্বের ম্যাচ বলে এবারও চাপ থাকবে, তবে সেটি সামলে নেওয়ার মতো আত্মবিশ্বাস রোহিতদের মধ্যে আছে বলে বিশ্বাস দ্রাবিড়ের, ‘কিছুটা চাপ থাকবেই। তবে টুর্নামেন্টে এখন পর্যন্ত যেভাবে চাপ সামাল দিয়েছি, সেটা আমাদের নিজেদের ওপর বিশ্বাস বাড়িয়েছে।’

ভারত–নিউজিল্যান্ড সেমিফাইনাল অনুষ্ঠিত হবে বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়েতে।

আরও পড়ুন