২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

ভারত সিরিজ থেকে সরে দাঁড়ালেন ব্রুক, ফিরে যাচ্ছেন ইংল্যান্ডে

ব্যক্তিগত কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলবেন না হ্যারি ব্রুকইসিবি

ব্যক্তিগত কারণে ভারত সফর থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান হ্যারি ব্রুক। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ বিষয়টি নিশ্চিত করেছে। ইংল্যান্ড দলের আজ আবুধাবি থেকে হায়দরাবাদে পৌঁছার কথা। তবে ব্রুক দেশে ফিরে যাবেন আবুধাবি থেকেই। তাঁর জায়গায় ড্যানিয়েল লরেন্সকে দলে নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে ইসিবি জানিয়েছে, ‘হ্যারি ব্রুক ব্যক্তিগত কারণে ইংল্যান্ড পুরুষ দলের ভারত সফর থেকে অবিলম্বে দেশে ফিরতে চলেছেন। (সিরিজ খেলতে) তিনি ভারতে যাবেন না। ব্রুকের পরিবার এই সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছে। এ কারণে ইসিবিও সংবাদমাধ্যম ও জনসাধারণকে ব্রুকের পরিবারের ইচ্ছাকে সম্মান জানানোর এবং তাদের ব্যক্তিগত বিষয় থেকে দূরে থাকার অনুরোধ করছে।’

ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে বৃহস্পতিবার। সর্বশেষ ২০১২ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। এরপর ইংলিশরা দেশটিতে হেরেছে টানা দুটি সিরিজ।

দুই দলের টেস্ট সিরিজ শেষ হবে আগামী ১১ মার্চ। এর সপ্তাহ দুয়েক পরেই আইপিএল শুরু হওয়ার কথা। ব্রুককে এবার ৪ কোটি রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। ২৪ বছর বয়সী ব্যাটসম্যান আইপিএল খেলতে ভারতে যাবেন কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

২০২২ সালে টেস্ট অভিষেক হয় ব্রুকের। এই সংস্করণেই সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন। এখন পর্যন্ত ১২ টেস্টে ৬২.১৬ গড়ে করেছেন ১২৮৭ রান। ২০ ইনিংস খেলেই ৭টি অর্ধশত ও ৪টি শতক করে ফেলেছেন। বর্তমান টেস্ট ক্রিকেটারদের মধ্যে তাঁর ব্যাটিং গড়ই সবচেয়ে বেশি।

আরও পড়ুন

এখানেই শেষ নয়। বাজবল ক্রিকেটের সঙ্গে ব্রুক শুরু থেকেই মানিয়ে নিয়ে রান তুলেছেন ৯১.৭৬ স্ট্রাইক রেটে। বলের হিসেবে (১০৫৮) টেস্টে দ্রুততম ১ হাজার রানের বিশ্ব রেকর্ডটাও তাঁর দখলে।

ব্রুকের জায়গায় ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন লরেন্স
ইসিবি

ব্রুকের জায়গায় সুযোগ পাওয়া লরেন্স প্রায় ২ বছর পর ইংল্যান্ড দলে ফিরলেন। ২৬ বছর বয়সী ব্যাটসম্যান জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২২ সালের মার্চে ওয়েস্ট ইন্ডিজ সফরে। ব্রেন্ডন ম্যাককালাম ইংল্যান্ড টেস্ট দলের কোচ হওয়ার পর প্রথমবার ডাক পেলেন তিনি।

লরেন্স বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ইন্টারন্যাশনাল লিগ টি–টোয়েন্টি খেলছেন। আগামী দুই দিনের মধ্যে এই টুর্নামেন্ট ছেড়ে হায়দরাবাদে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন।