ভারতের স্পিনে ধরাশায়ী অস্ট্রেলিয়া

দুই শর নিচেই অলআউট হয়ে গেছে অস্ট্রেলিয়াছবি: এএফপি

ভারতের অন্যতম ‘স্পিন সেন্টার’ চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছে এ মাঠেই এবং সেটি যথারীতি স্পিনারদের আধিপত্য দিয়েই। ঘরের মাঠের চেনা কন্ডিশনে ভারতের কাছে যা প্রত্যাশা ছিল, বল হাতে ঠিক তাই করে দেখিয়েছে রোহিত শার্মার দল। ভারতীয় স্পিনের সামনেই ধসে পড়েছে অস্ট্রেলিোর ব্যাটিং।

দুই স্পিনার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজার সামনে টিকতে পারেনি ওয়ার্নার-স্মিথরা। ৪৯.২ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া রান করেছে ১৯৯। ভারতের তিন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের ৩০ ওভার থেকে মাত্র ১০৪ রান নিতে পেরেছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা, স্পিনারদেরই দিয়েছেন ৬ উইকেট। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪৬ রান আসে স্মিথের ব্যাট থেকে, ওয়ার্নার করেছেন ৪১।

চেন্নাইয়ের স্পিন স্বর্গে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স চেয়েছিলেন, স্কোরবোর্ডে বড় রান তুলে ব্যবহৃত উইকেটে ভারতীয়দের ব্যাটিংয়ে পাঠাতে। কিন্তু বড় রানের জন্য পাওয়ার প্লেটা ভালোভাবে কাজে লাগানোর দরকার ছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। বল পুরোনো হওয়ার আগেই যদি দ্রুত কিছু রান চলে আসত, তাহলে ভারতীয় স্পিনারদের চাপে রাখা যেত।

৪১ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার
ছবি: এএফপি

কিন্তু সেটা হতে দেননি জসপ্রীত বুমরা। ইনিংসের তৃতীয় ওভারেই মিচেল মার্শকে প্রথম স্লিপে থাকা বিরাট কোহলির তালুবন্দি করেন তিনি। ৬ বল খেলে কোন রান না করেই আউট হন মারকুটে এই অলরাউন্ডার। তবে আরেক ওপেনার ওয়ার্নার টিকে ছিলেন। ভারতীয় পেসারদের গতি কাজে লাগিয়ে তিনি যোগ করেছেন গুরুত্বপূর্ণ রান। তিনে নামা স্টিভ স্মিথের সঙ্গে ওয়ার্নারের জুটি ফিফটি ছাড়িয়ে এগোচ্ছিল এক শ’র দিকে।

আরও পড়ুন

কিন্তু ১৭তম ওভারে কুলদীপের বলে স্ট্রেইট ড্রাইভ করতে গিয়ে ফিরতি ক্যাচ তোলেন ওয়ার্নার। তাঁর ৫২ বলে ৪১ রানের দারুণ ইনিংসটি থেমে যায় সেখানেই। ভারতীয় স্পিনাররাও দুই প্রান্ত থেকে অস্ট্রেলিয়দের চেপে ধরার সুযোগ পেয়ে যায়। মারনেস লাবুশেন ও স্মিথ মাঝের ওভারের সময়টা দেখেশুনে খেলে পার করার চেষ্টা করেও ব্যর্থ হন। ২৮তম ওভারে জাদেজার অনেকটা লেগ স্টাম্প বরাবর পড়া একটি বল অবিশ্বাস্য টার্ন করে খুঁজে নেয় অফ স্টাম্প। ব্যাটসম্যান স্মিথ (৪১ বলে ৪৬) সামনের পায়ে খেলেও ব্যাটে বল লাগাতে না পেরে বিস্মিত চেহারা নিয়ে মাঠ ছাড়েন। লাবুশেনের সঙ্গে তাঁর ৩৬ রানের জুটিটা ভেঙ্গে যায় তাতেই।

২৮ রানে ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা
ছবি: এএফপি

পরের ওভারে এসে জাদেজা আউট করেন স্পিন সামলানোর ক্ষেত্রে অস্ট্রেলিয়ার আরেক ভরসা লাবুশেনকে। অনেক দূরের বলে সুইপ করতে গিয়ে কট বিহাইন্ড হন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ৪১ বলে ২৭ রান। একই ওভারে আউট হন অ্যালেক্স ক্যারিও। গ্লেন ম্যাক্সওয়েল কিছুক্ষণ টিকে ছিলেন, কিন্তু ২৫ বলে ১৫ রান করে কুলদীপের বলে ছক্কা মারতে গিয়ে বোল্ড হয়ে যান। আরেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন উইকেটের খাতা খোলেন অস্ট্রেলিয়ার সর্বশেষ স্বীকৃত ব্যাটসম্যান ক্যামেরন গ্রিনকে আউট করে।

আরও পড়ুন

অস্ট্রেলিয়ার রান তখন ৭ উইকেটে ১৪০। সেখান থেকে ইনিংসটাকে ৪৯.২ ওভার পর্যন্ত নিয়ে যায় মিচেল স্টার্কের ব্যাটিং। ৩৫ বল খেলে ২টি চার ও ১টি ছক্কায় ২৮ রান করেন তিনি। তাঁর সৌজন্যেই অস্ট্রেলিয়ার রানটা শেষ পর্যন্ত ১৯৯ –এ পৌছায়। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন জাদেজা। ১০ ওভারে ২৮ রান দিয়েছেন তিনি। কুলদীপ ১০ ওভারে ৪২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। ২ উইকেট নিয়েছেন বুমরাও।