বাংলাদেশের ম্যাচের পরই শানাকা জানতেন, ভেল্লালাগে কী করবেন

শুবমান গিলকে আউট করার পর শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার দুনিত ভেল্লালাগেএএফপি

এশিয়া কাপে সবার আগে ফাইনালে উঠল ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে ১৭ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। আর শ্রীলঙ্কার হারে বৃহষ্পতিবার পাকিস্তানের বিপক্ষে স্বাগতিকদের ম্যাচটি হয়ে গেল কার্যত সেমিফাইনাল। জয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হওয়া নিশ্চিত করবে।

এ ম্যাচে হারে তাই ম্লান হয়ে গেছে দুনিত ভেল্লালাগের অলরাউন্ড পারফরম্যান্স। ৫ উইকেট নেওয়ার পর বোলিংয়েও ইনিংস-সর্বোচ্চ অপরাজিত ৪২ রানের ইনিংস খেলেন ভেল্লালাগে। এটাই তাঁর ওয়ানডে ক্যারিয়ারে সেরা বোলিং। ম্যাচসেরার পুরস্কার জিতলেও দলের হার আটকাতে পারেননি।

ব্যাট হাতে ৪২ রান করার পথে ভেল্লালাগে
এএফপি

তবে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, ভেল্লালাগের এমন পারফরম্যান্স অপ্রত্যাশিত ছিল না, ‘আমরা এমন উইকেট প্রত্যাশা করিনি। প্রথম ১০ ওভার পর স্পিনারদের কারণে ম্যাচে দারুণভাবে ফিরে এসেছিলাম...বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ম্যাচের পর বুঝতে পেরেছিলাম সে (দুনিত ভেল্লালাগে) বিশেষ কিছু করবে।’

আর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভেল্লালাগে বলেছেন, ‘সবার আগে ভারতকে অভিনন্দন জানাই। দুর্ভাগ্যজনকভাবে আজ হেরে গেছি। কিন্তু ফাইনালে ওঠার জন্য আমাদের হাতে এখনো একটা ম্যাচ আছে। আমি নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি। সতীর্থদের ধন্যবাদ জানাই।’

আরও পড়ুন
অল্প পুঁজি নিয়ে জেতাটা মোটেও সহজ ছিল না। শেষ দিকে উইকেট একটু ভালো হয়ে এলেও আমরা ঠান্ডা মাথায় ভালো জায়গায় বল করে গেছি। কুলদীপ দারুণ বল করেছে।
রোহিত শর্মা, অধিনায়ক, ভারত
ম্যাচের পর ভারতীয়দের অভিনন্দন পেয়েছেন ভেল্লালাগে (মাঝে)
এএফপি

অন্যদিকে কঠিন উইকেটে আজ শ্রীলঙ্কাকে হারানোর খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। স্পিনবান্ধব উইকেটে আগে ব্যাট করে ২১৩ রানে অলআউট হয় ভারত। উইকেটে ভারতের প্রথম ইনিংসেই বড় টার্ন পেয়েছিলেন শ্রীলঙ্কার স্পিনাররা। পরে ভারতের স্পিনারেরাও লঙ্কানদের জন্য ব্যাটিং কঠিন করে তুলেছেন। তাতে ৪১.৩ ওভারে ১৭২ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৪৩ রানে ৪ উইকেট নেন ভারতের স্পিনার কুলদীপ যাদব।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের অধিনায়ক রোহিত বলেন, ‘ম্যাচটা ভালো ছিল। আমাদের জন্য ভালো ব্যাপার ছিল যে চাপের মুখে খেলে জিতেছি। এমন উইকেটেই আমরা খেলতে চাই এবং দেখতে চাই এখান থেকে কী তুলে নিতে পারি। অল্প পুঁজি নিয়ে জেতাটা মোটেও সহজ ছিল না। শেষ দিকে উইকেট একটু ভালো হয়ে এলেও আমরা ঠান্ডা মাথায় ভালো জায়গায় বল করে গেছি। কুলদীপ দারুণ বল করেছে।’

আরও পড়ুন