ভারতীয় ক্রিকেট দল যখন দেশ ছেড়ে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে, তার কয়েক ঘণ্টা আগে খবর আসে যেতে পারছেন না প্রধান কোচ রাহুল দ্রাবিড়, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি।
তবে এশিয়া কাপে মাঠের লড়াইয়ে নামার আগ মুহূর্তে কোচকে ফিরে পেয়েছেন রোহিত শর্মারা। করোনামুক্ত হয়ে আজই দুবাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন দ্রাবিড়। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ড্রেসিংরুমে থাকবেন তিনি।
দ্রাবিড় যোগ দেওয়ার আগে অবশ্য কোচশূন্য ছিল না ভারত। অন্তর্বর্তী সময়ের জন্য কোচের দায়িত্বে ছিলেন ভিভিএস লক্ষ্মণ। এশিয়া কাপের আগে জিম্বাবুয়েতে ৩ ওয়ানডের সফরে ছিল ভারত, সেই সফরেও কোচ হিসেবে ছিলেন সাবেক এই ব্যাটসম্যান। ওই সিরিজে দ্রাবিড় বিশ্রাম নিয়েছিলেন।
দ্রাবিড় দলের সঙ্গে যোগ দেওয়ায় লক্ষ্মণ ভারতে ফিরে যাবেন; কাজ শুরু করবেন ভারত ‘এ’ দলের সঙ্গে। ঘরের মাঠে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিনটি চার দিনের ম্যাচ খেলবে ভারত ‘এ’ দল।
এশিয়া কাপের ‘এ’ গ্রুপে দুটি ম্যাচ খেলবে ভারত। আজ পাকিস্তানের বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ ৩১ আগস্ট হংকংয়ের বিপক্ষে।