অবিক্রীত থাকার ঝাল মেটাচ্ছেন সল্ট, এবার ভাঙলেন গাঙ্গুলীর রেকর্ড

ছন্দে আছেন সল্টএক্স

ফিল সল্ট যেন ‘প্রতিশোধ’ নিচ্ছেন। এবারের আইপিএল নিলামে ছিলেন অবিক্রীত। সেটাও গত মৌসুমে প্রায় ১৬৪ স্ট্রাইকরেটে ব্যাটিং করার পরও। এরপর সুযোগ পেলেন জেসন রয় নিজের নাম প্রত্যাহার করে নেওয়ায়। সুযোগ পেয়েও নিজের সেরাটা দেখিয়ে দিচ্ছেন সবাইকে।

কলকাতা নাইট রাইডার্সের হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৪৯ গড়ে রান করেছেন ৩৯২। রান করেছেন দুর্দান্ত স্ট্রাইকরেটে—১৮০.৬৪। এর মধ্যে শুধু ইডেন গার্ডেনেই করেছেন ৩৪৩ রান। তাতে নতুন এক কীর্তিও গড়েছেন সল্ট। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে ছাড়িয়ে ইডেন গার্ডেনে এক মৌসুমে আইপিএলে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েছেন।

আরও পড়ুন

সল্ট এবার এখন পর্যন্ত খেলা ৯ ম্যাচের মধ্যে ৬টিতেই খেলেছেন ইডেনে। এই ৬ ম্যাচের মধ্যে সল্ট ফিফটি করেছেন ৪ ম্যাচে। যার সর্বশেষটি গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। গতকাল ৫ ছক্কা ও ৭ চারে করেছেন ৩৩ বলে ৬৮ রান। বাকি যে দুটি ইনিংস খেলেছেন, সেখানে একটিতে ৪৮ রানের ইনিংসও আছে। একটিতে আউট হয়েছেন ১০ রানে।

২০১০ সালে কলকাতার হয়ে ১৪ ইনিংসে গাঙ্গুলী রান করেছিলেন ৪৯৩
ফাইল ছবি

এর আগে ইডেনে এক মৌসুমে সর্বোচ্চ রান করার পথে গাঙ্গুলী করেছিলেন ৩৩১ রান। ২০১০ সালে ৭ ইনিংসে ৩৩১ রান করেছিলেন তিনি। সেই মৌসুমে কলকাতার হয়ে দারুণ সময় কেটেছিল তাঁর। ১৪ ইনিংসে রান করেছিলেন ৪৯৩, গড় ৩৭.৯২, স্ট্রাইকরেট ১১৭.৬৬। সব মিলিয়েও আইপিএলে ঘরের মাঠ ইডেনেই রেকর্ড ভালো গাঙ্গুলীর। এই মাঠে ১৫ ইনিংসে রান করেছেন ৫৩২, গড় প্রায় ৪১, স্ট্রাইকরেট ১১৯।

আরও পড়ুন

এক মৌসুমে ইডেন গার্ডেনে সর্বোচ্চ রানের তালিকায় তিন নম্বরে আছেন আন্দ্রে রাসেল। ৭ ইনিংসে ২০১৯ সালে রাসেল করেন ৩১১। ২০১৯ মৌসুম কলকাতার এই অলরাউন্ডারের অবিশ্বাস্য সময়ই কেটেছে। ১৩ ইনিংসে রান করেছেন ৫১০। ৫৬ গড়ে রান করেছেন সেটাও ২১০ স্ট্রাইকরেটে।

সল্টের দল কলকাতাও আছে ভালো অবস্থানে। ৯ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচে। আছে পয়েন্ট তালিকার দুই নম্বরে।