সিরিজসেরা সাজিদ খান বাদ পরের সিরিজেই, পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন বাবর

পাকিস্তানি স্পিনার সাজিদ খানরয়টার্স

পাকিস্তানের টেস্ট দলে ফিরলেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দলে ফেরানো হয়েছে পাকিস্তানের সাবেক অধিনায়ককে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দুই টেস্টের দল থেকে বাদ পড়েন বাবর।

দক্ষিণ আফ্রিকা সিরিজে অন্য দুই সংস্করণের দলেও আছেন বাবর। বাবরের মতো ইংল্যান্ড সিরিজের টেস্ট দল থেকে বাদ পড়া পেসার শাহিন শাহ আফ্রিদিকে অবশ্য টেস্ট দলে রাখা হয়নি। তবে পাকিস্তানের টেস্ট দলের চমক স্পিনার সাজিদ খানের না থাকা।

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পেছনে বড় অবদান ছিল সাজিদের। সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা তাঁর হাতেই উঠেছিল। শেষ দুই টেস্টে নেন ১৯ উইকেট।

টেস্ট দলে ফিরলেন বাবর
এএফপি

ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজের শেষ দুই ম্যাচে পাকিস্তানের বোলিং মানেই ছিলেন নোমান আলী ও সাজিদ । দুই টেস্ট মিলিয়ে একটা সময়ে তাঁরা টানা ৮৯.৫ ওভার বোলিংও করেছেন। শেষ দুই টেস্টে ইংল্যান্ডের ৪০ উইকেটের মধ্যে ৩৯টিই পেয়েছেন এই দুই স্পিনার। তবে দক্ষিণ আফ্রিকা সফরে একমাত্র স্পিনার হিসেবে বাঁহাতি স্পিনার নোমানকে রাখা হয়েছে।

আরও পড়ুন

সাজিদ মূলত বাদ পড়েছেন কন্ডিশনের কারণে। দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্ট পাকিস্তান খেলবে সেঞ্চুরিয়নে। যে ভেন্যুতে টেস্টে শীর্ষ ১০ উইকেট সংগ্রাহকের মধ্যে একজনও স্পিনার নেই। সর্বোচ্চ উইকেট ডেল স্টেইনের–৫৯টি। দ্বিতীয় সর্বোচ্চ উইকেট কাগিসো রাবাদার। পাকিস্তান সিরিজের পাকিস্তান দ্বিতীয় টেস্টটি খেলবে কেপটাউনে। যে উইকেটেও ঐতিহাসিকভাবে পেসারদের দাপট দেখা যায়। এখানে সর্বোচ্চ পাঁচ উইকেট সংগ্রাহকের সবাই পেসার।

দক্ষিণ আফ্রিকা সফরের তিন সংস্করণের দলে বাবর ছাড়া আছেন মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আগা।

দক্ষিণ আফ্রিকা সফরের তিন সংস্করণের দলে বাবর ছাড়া আছেন মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আগা। নাসিম শাহকে রাখা হয়েছে টেস্ট ও ওয়ানডে দলের স্কোয়াডে। টেস্ট দলে আফ্রিদিকে না রাখার ব্যাখ্যায় তাঁর ওয়ার্ক লোড ম্যানেজমেন্টের কথা জানিয়েছে পিসিবি। এ ছাড়া ২০২১ সালের পর টেস্ট দলে ফিরেছেন পেসার মোহাম্মদ আব্বাস।

টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা সফর। ১০ ডিসেম্বর পাকিস্তানের প্রথম টি-টোয়েন্টি, সিরিজ শেষ হবে ৩ জানুয়ারিতে শুরু হওয়া কেপটাউন টেস্ট দিয়ে।

আরও পড়ুন

পাকিস্তানের টেস্ট দল

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শাফিক, বাবর আজম, হাসিবউল্লাহ, কামরান গুলাম, খুররাম শাহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আলী আগা।

পাকিস্তানের ওয়ানডে দল

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবদুল্লাহ শাফিক, আবরার আহমেদ, বাবব আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান।

পাকিস্তানের টি–টোয়েন্টি দল

মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান।