পাকিস্তান কি আয়ারল্যান্ডের বিপক্ষেও বেঞ্চের শক্তি পরীক্ষা করেছে, প্রশ্ন শেহজাদের
নিউজিল্যান্ড সিরিজ দিয়েই মূলত শুরু হয়েছিল পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতিপর্ব। এই সিরিজের আগে অধিনায়ক বাবর আজম বেঞ্চের শক্তি পরীক্ষার ঘোষণা দিয়েছিলেন। তবে শক্তির পরীক্ষা–নিরীক্ষা করতে গিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে সিরিজ জিততে পারেনি পাকিস্তান।
প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর শেষটি জিতে সিরিজ বাঁচিয়েছে তারা। তখন দলের পরীক্ষা–নিরীক্ষা নিয়ে নানা সমালোচনা হয়েছে। এরপর গতকাল পাকিস্তান হেরে গেছে আয়ারল্যান্ডের কাছে। আয়ারল্যান্ডের বিপক্ষে হারার পর পাকিস্তান ওপেনার আহমেদ শেহজাদ এই প্রসঙ্গে আবারও বাবরের দলকে খোঁচা দিয়েছেন।
এক্সে শেহজাদ লিখেছেন, ‘আমি জানতে চাই, আজকেও কি পাকিস্তান দল বেঞ্চের শক্তি পরীক্ষা করছিল? কখনো তো নিজের শক্তি পরীক্ষা করে দেখো।’
প্রশ্ন হচ্ছে, আসলেই কি গতকাল পাকিস্তান কি একাদশ নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করেছে? একাদশ দেখে অবশ্য সেটা মনে হচ্ছে না। পাকিস্তানের হয়ে ইনিংস উদ্বোধন করেছেন সাইম আইয়ুব ও মোহাম্মদ রিজওয়ান। তিন নম্বরে খেলেছেন বাবর। এরপর মিডল অর্ডারে ফখর জামান, ইফতিখার আহমেদরা।
স্পিন বিভাগের দায়িত্বে ছিলেন শাদাব খান ও ইমাদ ওয়াসিম। আর পেস আক্রমণে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহরা। দেরিতে ভিসা পাওয়ায় মোহাম্মদ আমির একাদশে ছিলেন না। বোলিংয়ের সময় বাবর মাঠে ব্যবহারও করেছেন সেরা বোলারদের। ডাবলিনে গতকাল পাকিস্তান মূলত হেরেছে পূর্ণশক্তির দল নিয়ে খেলেই।
আয়ারল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগেই বাবর পরীক্ষা–নিরীক্ষা না করার কথা বলেছিলেন, ‘বিশ্বকাপ কাছেই, এখন অদলবদলের জন্য পর্যাপ্ত সময় নেই। বিশ্বকাপের আগে যেসব ম্যাচ বাকি আছে, সেখানে আমরা বিশ্বকাপে যে দলটা খেলাতে চাই, তাদের সুযোগ দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের সেরা একাদশ নিয়ে বাকি ম্যাচগুলো খেলব।’
পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমলও পাকিস্তানের এমন হারে সমালোচনা করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে এই উইকেটকিপার ব্যাটসম্যান অভিযোগ করেছেন, ‘আমি দেখছি, পাকিস্তানের ক্রিকেটাররা ব্যক্তিগত লক্ষ্যকে গুরুত্ব দিচ্ছে, যেটা দলের জন্য ভালো নয়। টিম ম্যানেজমেন্ট দ্রুতই এই সমস্যা খুঁজে বের করবে। খেলোয়াড়দের দল নিয়ে ভাবতে হবে, এমনভাবে চলতে থাকলে আমরা এভাবেই হারতে থাকব।’