বিপিএলে ম্যাচপ্রতি ২ হাজার ডলার পাচ্ছেন শরফুদ্দৌলা

বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদআইসিসি

এখন তিনি আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার। এবারের বিপিএলে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের পারিশ্রমিকটাও তাই অন্য আম্পায়ারদের তুলনায় অনেক বেশি। বিসিবির আম্পায়ার্স বিভাগের দায়িত্বে থাকা পরিচালক ইফতেখার আহমেদ জানিয়েছেন, এবারের বিপিএলে শরফুদ্দৌলা ম্যাচপ্রতি পারিশ্রিমক পাবেন দুই হাজার ডলার।

গত বৃহস্পতিবার চট্টগ্রামে চিটাগং কিংস–খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে এবারের বিপিএলে মাঠে নেমেছেন আম্পায়ার সৈকত। টুর্নামেন্টে মোট ছয়টি ম্যাচে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। তবে আসন্ন ভারত–ইংল্যান্ড সিরিজে দায়িত্ব পালন করতে যাবেন বলে বিপিএলের ফাইনালে মাঠে দাঁড়ানো হবে না তাঁর।

আরও পড়ুন

গত মার্চে আইসিসির এলিট প্যানেলে নাম লেখান শরফুদ্দৌলা। বিপিএলে ম্যাচ পরিচালনা করা প্রথম এলিট প্যানেল আম্পায়ারও তিনি।

চট্টগ্রামে চিটাগং কিংস–খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে এবারের বিপিএলে মাঠে নেমেছেন আম্পায়ার সৈকত
শামসুল হক

এবার বিপিএলে স্থানীয় আম্পায়াররা ম্যাচপ্রতি পাচ্ছেন ৫০ হাজার টাকা, যা আগে ছিল ৩৫ হাজার টাকা। এ ছাড়া ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ারদের ম্যাচপ্রতি পারিশ্রমিক ৫০০ ডলার থেকে এবার ৬০০ ডলার করা হয়েছে।