নিঃস্বার্থ ক্রিকেটারদেরই দলে চান সূর্যকুমার
এই ভারত ক্রিকেট দল অন্য ধাতুতে গড়া। বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে। জয়–পরাজয় ছাপিয়ে এই দলটি মাঠে নিজেদের স্বতন্ত্রতা দেখাতে চায়। সেটা তারা করছেও। সে কারণে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে সিরিজ হারানোর পর অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, নিঃস্বার্থ ক্রিকেটারকেই তিনি দলে চান। দলের চেয়ে কেউ বড় নয়—টিম ম্যানেজমেন্টের বার্তাও তুলে ধরেছেন ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
কাল ভারত আগে ব্যাট করে তুলেছে ৬ উইকেটে ২৯৭ রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। সেঞ্চুরি করেছেন সঞ্জু স্যামসন, ফিফটি পেয়েছেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কাল ৯ চার আর ৮ ছক্কায় সেঞ্চুরি করা স্যামসন ৯৬ রান থেকে তিন অঙ্কে পৌঁছান বাউন্ডারি মেরে। সূর্যকুমার এই উদাহরণটিকেও সামনে এনেছেন।
কাল সূর্য বলেছেন এভাবে, ‘দল হিসেবে আমরা অনেক কিছু অর্জন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিরিজের শুরুতে যেটা বলেছিলাম যে আমার দলে আমি নিঃস্বার্থ ক্রিকেটার চাই। আমরা নিঃস্বার্থ দল হতে চাই। পান্ডিয়াও যেটা বলেছে, মাঠ ও মাঠের বাইরে আমরা একে অন্যের পারফরম্যান্স উপভোগ করতে চাই, যত বেশি পারি সময় কাটাতে চাই। পারস্পরিক আস্থা মাঠে দেখাতে চাই ও মজা করতে চাই। আমাদের দলে এমন কথাই হয়।’
আমি নিঃস্বার্থ ক্রিকেটার চাই। আমরা নিঃস্বার্থ দল হতে চাই।
তিনি যোগ করেছেন, ‘শ্রীলঙ্কা সিরিজের শুরুতেও গৌতি ভাই (গৌতম গম্ভীর) একই কথা বলেছেন, “কেউই দলের চেয়ে বড় নয়”। আপনি ৯৯ রানে কিংবা ৪৯ রানে থাকুন না কেন, দলের জন্য যদি মনে হয়ে বলটি মাঠের বাইরে পাঠানো উচিত, আপনাকে মারতেই হবে। সঞ্জু এই কাজটাই করেছে। ওর জন্য অনেক খুশি।’
শুধু স্যামসন নয়, ভারতের বর্তমান দলে যে যার কাজটা করতে জানে। দলের বাইরে থাকা ক্রিকেটারও জাতীয় দলে খেলার প্রস্তুত হয়ে থাকে। এর বড় উদাহরণ হতে পারেন নীতিশ কুমার।
এই সিরিজেই প্রথম সুযোগ পাওয়া এই ক্রিকেটার দ্বিতীয় ম্যাচে করেছিলেন ৩৩ বলে ৭৪ রানের ইনিংস। বল হাতে মায়াঙ্ক যাদবরাও প্রস্তুত। সব মিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলটি রীতিমতো উড়ছে।
এই সংস্করণে ভারতের পরবর্তী সিরিজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। চার ম্যাচের এই সিরিজটি হবে নভেম্বর ৮ থেকে ১৫।