মাঝের ওভারের বোলিংকে দুষলেন মিরাজ
অভিজ্ঞতাটা মেহেদী হাসান মিরাজের নতুনই। বয়সভিত্তিক ও ঘরোয়া ক্রিকেটে অধিনায়কের ভূমিকা পালন করলেও আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে শেষ ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো নেতৃত্ব দিলেন। শুরুর অভিজ্ঞতাটা অবশ্য ভালো হলো না। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।
অধিনায়ক যেহেতু, ম্যাচ শেষে দলের হারের ব্যাখ্যা দিতে হলো মিরাজকে। পুরস্কার বিতরণের মঞ্চে এসে ভাঙা ভাঙা ইংরেজিতে মিরাজ যা বললেন তাঁর অর্থ দাঁড়ায়, ‘কঠিন ছিল। ছেলেরা ভালো করেছে। রিয়াদ ভাই ও আমি একটা জুটি করতে পেরেছি। বোলাররা অনেক চেষ্টা করেছে। তবে আমরা মাঝের ওভারে উইকেট নিতে পারিনি।’
বাংলাদেশ দলের করা ২৪৪ রানের জবাবে ব্যাট করতে নামা আফগানিস্তান ২১তম ওভারে ৮৪ রানে ৩ উইকেট হারিয়ে বসে। এরপর চতুর্থ উইকেটের জন্য বাংলাদেশকে ৩৯তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়। এর মধ্যে রহমানউল্লাহ গুরবাজ ও আজমতউল্লাহ ওমরজাই ১১১ বলে ১০০ রান যোগ করেন।
মিরাজ মনে করেন, বাংলাদেশ ম্যাচ হেরেছে মাঝের ওভারে ওই সময়টায়। পরে আরও একবার নিজেদের এই ব্যর্থতার কথা বললেন তিনি, ‘আমরা গত দুই ম্যাচে দেখেছি উইকেটে যথেষ্ট স্পিন আছে। এই জন্যই আমরা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছি। পরে শিশির আসায় বল তুলনামূলকভাবে ভালো ব্যাটে আসছিল। কৃতিত্ব ওদের। ওরা খুব ভালো খেলেছে। বিশেষ করে গুরবাজ ও ওমরজাই। আমরা মাঝের ওভারে উইকেট নিইনি। আমাদের ওই সময় উইকেট নেওয়া উচিত ছিল। সেটা করতে পারলে আমরা ঘুরে দাঁড়াতে পারতাম।’
বাংলাদেশ দলের ক্রিকেটাররা দম ফেলার ফুরসত পাচ্ছেন না। আজ রাতেই মিরাজদের ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরার কথা। মিরাজ নিজেই বললেন, ‘আমরা অনেক দিন পর শারজায় খেললাম, বিশেষ করে ওয়ানডে। আমরা প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছি। আমাদের ওয়েস্ট ইন্ডিজ সফর আছে। আজ আমরা ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরব।’