অ্যান্ডারসনকে বিদায়ী বার্তা দিতে গিয়ে ভুল করলেন বাবর, মুছে ফেলেন পোস্ট
শচীন টেন্ডুলকার–নাসের হুসেইন থেকে শুরু করে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের অনেকেই জিমি অ্যান্ডারসনের বিদায়ে বার্তা পাঠিয়েছেন। কেউ কেউ পরবর্তী জীবনের জন্য ইংলিশ পেসারকে শুভকামনা জানিয়েছেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমই বা বাদ যাবেন কেন? তিনিও অ্যান্ডারসনের বিদায়ে বার্তা দিয়েছেন। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিতে গিয়ে একটু গুবলেটই করে ফেলেছেন বাবর।
ইংল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজে লর্ডসে প্রথম ম্যাচটিই ছিল অ্যান্ডারসনের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। গতকাল শেষ হওয়া সেই ম্যাচের পর অনেকেই ইংলিশ পেসারের নিখুঁত বোলিং, গতি আর সুইংয়ের প্রশংসা করেছেন। কিন্তু বাবর তাঁর প্রশংসা করতে গিয়ে লেখেন ‘কাটার’–এর কথা, যেটা কখনোই অ্যান্ডারসনের বোলিংয়ের মূল অস্ত্র ছিল না।
বাবর এক্সে লেখেন, ‘আপনার কাটারের মুখোমুখি হওয়াটা ছিল সম্মানের, জিমি! সুন্দর এই খেলাটি এর একজন কিংবদন্তিকে মিস করবে। খেলাটিতে আপনার অসাধারণ বিচরণ স্মরণীয় এক বিষয়। আপনার জন্য অনেক শ্রদ্ধা, গোট (জিওএটি, গ্রেটেস্ট অব অলটাইম)।’
বাবরের এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টি নিয়ে ঠাট্টা করতে শুরু করেন। সেই ঠাট্টার পরই বাবর বুঝতে পারেন যে ভুল করে ফেলেছেন। পরে তিনি পোস্টটি মুছে ফেলেন। অ্যান্ডারসনের প্রশংসা করে পরে আরেকটি পোস্ট করেন এক্সে।
নতুন পোস্টে বাবর লিখেছেন, ‘জিমি! আপনার সুইংয়ের মুখোমুখি হওয়াটা ছিল সম্মানের। সুন্দর এই খেলাটি এর একজন কিংবদন্তিকে মিস করবে। খেলাটিতে আপনার অসাধারণ বিচরণ স্মরণীয় এক বিষয়। আপনার জন্য অনেক শ্রদ্ধা, গোট (জিওএটি, গ্রেটেস্ট অব অলটাইম)।’
গতকাল অ্যান্ডারসনের বিদায়ী টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১১৪ রানে হারিয়েছে ইংল্যান্ড। অভিষেক টেস্টেই দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট নিয়ে অ্যান্ডারসনের বিদায়ী টেস্টটি স্মরণীয় করে দিয়েছেন পেসার গাস অ্যাটকিনসন। ম্যাচ শেষে অ্যান্ডারসন প্রশংসায় ভাসিয়েছেন অ্যাটকিনসনকে। লর্ডসে দুই ইনিংস মিলিয়ে ৪ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন।