সাকিব–তাসকিনরা জানালেন ভারতে কী খেতে চান
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মাঠে গড়াবে ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপ সামনে রেখে দলগুলো এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে মনোযোগী। তবে ব্যস্ততার ফাঁকেও নিজেদের চাঙা রাখার জন্য নানা কিছু করছেন ক্রিকেটাররা। বিমানবন্দরে যেমন খুনসুটিতে মাততে দেখা গেল দুই বাংলাদেশি ক্রিকেটার লিটন দাস ও শরীফুল ইসলামকে।
সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খানকে দেখা গেছে তরুণ ক্রিকেটার শান্ত-মিরাজদের খাবার খেতে। আইসিসিও খেলোয়াড়দের চাপ কমাতে আয়োজন করছে নানা কিছু। তেমনই এক আয়োজনে বাংলাদেশের তিন ক্রিকেটারের কাছে বিশ্বকাপের জন্য ভারত সফরে কী খেতে চান, তা জানতে চাওয়া হয়েছিল। সেই প্রশ্নের জবাবে অধিনায়ক সাকিব আল হাসান, ফাস্ট বোলার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ভিন্ন ভিন্ন জবাবই দিয়েছেন।
বিশ্বকাপ খেলার জন্য দলগুলোকে এক মাসের বেশি সময় ভারতে অবস্থান করতে হবে। সেমিফাইনাল কিংবা ফাইনালে যাওয়া দলকে থাকতে হবে আরও বেশি সময়। এ সময়ে ক্রিকেটীয় ব্যস্ততার ফাঁকে স্থানীয় খাবারগুলোও নিশ্চয় চেখে দেখতে চাইবেন ক্রিকেটাররা। ভারতে কোন খাবারটি খেতে চাইবেন জানতে চাইলে শুরুতে তাসকিন উত্তর দেন, ‘অনেক কিছু।’
এরপর স্ক্রিনে দেখা যায় মাহমুদউল্লাহকে। একটু ভেবে তিনি উত্তর দেন, ‘বাটার চিকেন।’ এরপর দেখা যায় সাকিবকে। কয়েক সেকেন্ড সময় নিয়ে সাকিবের উত্তর ছিল, ‘আমি বলব, রোগান জোশ।’ এটি মূলত কাশ্মীরি খাবার, যা ছাগল বা ভেড়ার মাংস দিয়ে রান্না করা হয়। এরপর উত্তর শোনা যায় তাসকিনের, ‘অনেক মজাদার খাবার। অবশ্যই কয়েক ধরনের ভালো বিরিয়ানি।’