খুররমের সিরিজ শেষ, পাকিস্তান দলে চোটের মিছিল

খুররম শাহজাদপিসিবি

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাকি দুই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন পাকিস্তানের পেসার খুররম শাহজাদ। পার্থে অভিষেক টেস্টে পাঁজর ও তলপেটে চোট পান খুররম। পার্থে ৩৬০ রানের হারে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে পাকিস্তান। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

আরও পড়ুন

পার্থে বোলিংয়ের সময় পাঁজরের বাঁ পাশে ব্যথা অনুভব করেন খুররম। ২৪ বছর বয়সী এ পেসারকে তখন স্ক্যান করানোর পর জানা যায়, বাঁ পাশের পাঁজরের হাড়ে চোট পেয়েছেন। মেলবোর্ন টেস্টের পর ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া সিডনি টেস্টেও খেলতে পারবেন না খুররম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতিতে বলা হয়, ‘পিসিবি অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার পর খেলোয়াড়ের ব্যবস্থাপনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এরপর লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিরে যাবেন এবং সেখানে চোট থেকে সেরে ওঠার পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করবেন।’

পার্থে অভিষেক টেস্টে ভালো বোলিং করেছিলেন খুররম। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৮৩ রানে নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে আরও ভালো বোলিং করেন—৪৫ রানে ৩ উইকেট। এর মধ্যে দুবার স্টিভেন স্মিথকে আউট করেছেন। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে স্মিথের পাশাপাশি ডেভিড ওয়ার্নার ও মারনাস লাবুশেনকেও তুলে নিয়েছিলেন খুররম। তাঁর অনুপস্থিতিতে পাকিস্তানের বোলিং বিভাগে চোটের থাবা আরও প্রকট হলো। দীর্ঘমেয়াদি চোটে নাসিম শাহ অনেক দিন ধরেই দলের বাইরে। ডান পায়ে অস্বস্তির জন্য লেগ স্পিনার আবরার আহমেদকেও পার্থ টেস্টে পায়নি পাকিস্তান। সিরিজের বাকি দুটি টেস্টে আবরার খেলতে পারবেন কি না, তা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে।

আরও পড়ুন

অস্ট্রেলিয়া সিরিজে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্বে থাকা মোহাম্মদ হাফিজ জানিয়েছেন, আবরারের বদলি বাঁহাতি স্পিনার নোমান আলীও আঙুলের চোটে ভুগছেন। তাঁদের কাভার হিসেবে স্পিন অলরাউন্ডার সাজিদ খানকে উড়িয়ে আনা হলেও প্রথম টেস্ট শুরুর আগে সময়মতো অস্ট্রেলিয়ায় পৌঁছাতে পারেননি।

তবে মেলবোর্নে দ্বিতীয় টেস্টে তাঁকে দেখার সম্ভাবনাই বেশি। কারণ, মেলবোর্নে বিশেষজ্ঞ স্পিনার খেলাতে চায় পাকিস্তান। খুররমের বদলি হিসেবে স্কোয়াড থেকে হাসান আলী কিংবা মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে খেলাতে পারে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট।