২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বিনা পয়সায় বাংলাদেশ–আরব আমিরাত ফাইনাল

ভারতকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের যুবারাবিসিবি

সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল একটা ইতিহাসই গড়েছে। পাকিস্তানকে হারিয়ে আজ নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে তারা। উপলক্ষটা যে তাদের জন্য কত বড়, সেটা স্পষ্ট হয় এবারের যুব এশিয়া কাপের আয়োজক সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) একটি ঘোষণায়। আগামী রোববার ফাইনালের গ্যালারি সমর্থকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে তারা। বিনা পয়সায় খেলা দেখতে পারবেন সবাই।

ফাইনালে সংযুক্ত আরব আমিরাতের প্রতিপক্ষ বাংলাদেশ। সেমিফাইনালে আজ ভারতকে ৪৩ বল হাতে রেখে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছেন বাংলাদেশের যুবারা।

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে সংযুক্ত আরব আমিরাত। রোববার ফাইনালে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ
এসিসি

জুনিয়র কিংবা সিনিয়র যেকোনো পর্যায়ে এই প্রথমবারের মতো শীর্ষ কোনো প্রতিযোগিতার ফাইনালে ওঠা সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মুবাশ্বির উসমানি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমিরাত ক্রিকেট বোর্ডের পক্ষে আমি সমর্থকদের দল বেঁধে (গ্যালারি) আসতে অনুরোধ করব এবং অনুরোধ করব আমাদের তরুণ তারকাদের সমর্থন করতে। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে তারা আমাদের গর্বিত করেছে।’

মুবাশ্বির তাঁর বিবৃতিতে এরপর যোগ করেন, ‘দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী রোববারের ফাইনাল দেখতে সমর্থকেরা মাঠে বিনা পয়সায় ঢুকতে পারবেন।’